West Bengal News : কখনও পায়ে হেঁটে, কখনও বাইক চালিয়ে। BJP-র সশক্তিকরণ কর্মসূচিতে শালবনিতে দিনভর চষে বেড়ালেন BJP রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। রবিবাসরীয় সকালে শালবনির পিড়াকাটায় বাইক মিছিলে সুকান্ত মজুমদারের। নিজেই বাইক চালিয়ে নেতৃত্ব দেন মিছিলের। সঙ্গে ছিলেন জেলা BJP-র সভাপতি সহ অন্যান্য BJP নেতৃত্ব।

এদিন শালবনির ভাউদিতে সশক্তিকরণ অভিযানে অংশ নেন BJP সাংসদ তথা রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কথা বললেন দলীয় কর্মীদের সঙ্গে। BJP-র কর্মসূচি থেকে একাধিক ইস্যুতে রাজ্য সরকারের সমালোচনায় সরব হন তিনি। পাশাপাশি BJP নেতা জিতেন্দ্র তেওয়ারির গ্রেফতারিকে ‘রাজনৈতিক’ বলে ব্যাখ্যা করেন তিনি।

Sukanta Majumdar : লক্ষ্য পঞ্চায়েত ভোট, বুথ মজবুত করার কর্মসূচি শুরু সুকান্তর
সুকান্ত মজুমদারের দাবি, “উত্তর কলকাতায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি চিঁড়ে উৎসবের আয়োজন করা হয়েছিল। সেখানে ছয় সাত জন মারা গিয়েছিলেন পদপিষ্ট হয়ে। সেখানে কোনও তৃণমূল নেতা গ্রেফতার হয়নি। অথচ, এখানে জিতেন্দ্র তেওয়ারি কেন গ্রেফতার হল। এর থেকে বোঝা যাচ্ছে এটা সম্পূর্ণ রাজনৈতিক কারণে করা হয়েছে।” দলের তরফে জিতেন্দ্র তেওয়ারি এবং তাঁর পরিবারের পাশে থাকা হবে বলে জানান তিনি।

অন্যদিকে, ED সূত্রে খবর, নিয়োগ দুর্নীতিকাণ্ডে অন্যতম অভিযুক্ত শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীলের বাড়ি থেকে প্রায় ৩৫০টি উত্তরপত্র (ওএমআর শিট) উদ্ধার হয়েছে। শনিবারই বলাগড়ের একটি রিসর্টে শান্তনু-ঘনিষ্ঠ কয়েক জনকে জেরা করেন ইডির আধিকারিকরা।

Sukanta Majumdar : ‘বর ছাড়া বিয়ে হয় নাকি?’ বিরোধী জোটের মুখ নিয়ে অখিলেশকে কটাক্ষ সুকান্তর
রবিবার সকালে ED-র একটি সূত্র জানায়, অয়নের বাড়ি তল্লাশি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি পাওয়া গিয়েছে। তার মধ্যে চাকরিপ্রার্থীদের নামের তালিকা সম্বলিত কয়েকটি তালিকাও ছিল বলে জানা যায়। এই বিষয়টি নিয়েও রাজ্য সরকারকে কটাক্ষ করতে শোনা যায় তাঁকে।

সুকান্ত বলেন, “অনেক অয়ন কুন্তলের নাম সামনে আসবে। টলিউড টাকা খেটেছে বলে শোনা যাচ্ছে। আসল মাথা ধরা না পড়লে চক্রের পর্দা ফাঁস হবে না।”

অন্যদিকে, রাজ্যে কৃষকদের অবস্থা নিয়েও সমালোচনা করেন BJP রাজ্য সভাপতি। একাধিক BJP শাসিত রাজ্যে কৃষক মৃত্যু হলেও তাঁর কথায়, “অন্য রাজ্যের সঙ্গে আমাদের রাজ্যের কৃষকদের গুলিয়ে ফেলা ঠিক নয়। এখানে মূলত ছোট জমির মালিক, ছোট চাষি, ভাগ চাষি রয়েছে।”

Bankura BJP : ‘তোলাবাজরা এলে ঝাঁটাপেটা করে তাড়িয়ে দিন…’, নিদান বাঁকুড়ার বিজেপি বিধায়কের
তাঁর মতে, এখানে আলু চাষিরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছে। আলুর চাষ থেকে তৃণমূল নেতারা কাটমানি খাচ্ছে বলেও দাবি তাঁর। উল্লেখ্য, চলতি মাস থেকেই
পঞ্চায়েতে নিজেদের নিচু তলার শক্তি পরীক্ষা করে নিতে চাইছে বঙ্গ BJP।

জেলায় জেলায় বুথের শক্তি বাড়াতে গ্রামে গ্রামে পৌঁছে যাচ্ছেন BJP-র শীর্ষ নেতারা। নির্দিষ্ট লোকসভা ও বিধানসভা আসন ধরে তাঁদের দায়িত্ব দেওয়া হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published.