Udayan Guha: বাম আমলের দুর্নীতি নিয়ে প্রয়াত বাবাকেও দুষলেন উদয়ন, পালটা সমালোচনা ফিরহাদের – udayan guha comments about his father stir controversy on recruitment scam


Recruitment Scam নিয়োগ দুর্নীতি নিয়ে বিস্ফোরক দাবি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ((Udayan Guha)। বাম আমলে চিরকুটে চাকরি নিয়ে নিজের বাবা, বাম আমলের মন্ত্রী কমল গুহকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল মন্ত্রী। বাম আমলের বেআইনি নিয়োগে যুক্ত ছিলেন তাঁর বাবা বলে দাবি করেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী।এদিন উদয়ন গুহ বলেন, ”বাবা দীর্ঘদিন মন্ত্রী ছিলেন। বাম আমলে চাকরি নিয়ে যে ভাগাভাগি হত তার সঙ্গে বাবাও যুক্ত ছিলেন। তিনি দিনহাটা, কোচবিহার সহ রাজ্যের বিভিন্ন এলাকার যুবকদের চাকরি দিয়েছেন। সেটা যদি দুর্নীতি হয় তাহলে বাবাও দুর্নীতির সঙ্গে জড়িত।” শনিবার এমনই বিস্ফোরক অভিযোগ করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ।

Udayan Guha : ‘বাম আমলে চাকরি ভাগ হত’, বিস্ফোরক অভিযোগ উদয়ন গুহর

এমনকী কথা প্রসঙ্গে এদিন তিনি বলেন চাকরির জন্য সুপারিশ তিনিও করেছেন। উদয়ন বলেন, ”যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে চাকরি দেওয়া এটা যুগ যুগ ধরে হয়েছে। কংগ্রেস আমলে হয়েছে। বাম আমলে হয়েছে। ফরওয়ার্ড ব্লকে থাকাকালীন আমিও কিছু সুপারিশ করেছি, সেগুলো হয়েছে। আমি যাদের সুপারিশ করেছি তারাই কী যোগ্য? এর চাইতে যোগ্যতম কেউ ছিল না। বাবা যাদের সুপারিশ করে চাকরি দিয়েছিল তাদের চাইতে কি যোগ্যতাসম্পন্ন কেউ ছিল না? কিন্তু কোনও কিছুর বিনিময়ে না দিয়ে যদি যোগ্যদের বঞ্চিত করে অযোগ্যদের বঞ্চিত করে চাকরি দেওয়া হয় সেটাও দুর্নীতি।”

Udayan Guha:’ওর থেকে বড় চাকরি চোর এই জেলায় নেই…’ নাম না করে নিশীথকে খোঁচা উদয়ন গুহর

সতীর্থের এমন দাবিতে রীতিমতো ক্ষুব্ধ কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। শনিবার ‘টক টু মেয়র’ কর্মসূচিতে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বক্তব্যের তীব্র সমালোচনা করেন তিনি। বলেন, ”পাগলের মতো বকছে। কী বলছে আমি জানি না। এটা নিয়ে কিছু বলবই না। কারণ, চিরকুটে কোনও দিন লোক ঢোকানো যায় না। তার জন্য একটা আবেদন লাগে। সার্ভিস কমিশন তৈরির আগে ৭০-৭১-এ স্কুলের গর্ভনিং বডি এই নিয়োগ করত।”

Sujan Chakraborty Wife: ‘রাজ্য সরকারের কোনও পরীক্ষা দেননি…’, সুজন চক্রবর্তীর স্ত্রীয়ের চাকরি নিয়ে স্পষ্ট ব্যাখা বিমান বসুর

বাম আমলের চাকরি নিয়ে উদয়ন গুহর মন্তব্য নিয়ে সিপিএম নেতা ও আইনজীবী বিকাশ ভট্টাচার্য বলেন, ”উনি বর্তমানে তৃণমূল নেতা। একসময় তো ফরওয়ার্ড ব্লক করতেন। উনি একটা কাজ করুন না, যারা চিরকুট দিয়ে চাকরি পেয়েছে তাদের নামগুলো মুখ্যমন্ত্রীকে দিয়ে দিন। আমি বলব তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *