এমনকী কথা প্রসঙ্গে এদিন তিনি বলেন চাকরির জন্য সুপারিশ তিনিও করেছেন। উদয়ন বলেন, ”যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে চাকরি দেওয়া এটা যুগ যুগ ধরে হয়েছে। কংগ্রেস আমলে হয়েছে। বাম আমলে হয়েছে। ফরওয়ার্ড ব্লকে থাকাকালীন আমিও কিছু সুপারিশ করেছি, সেগুলো হয়েছে। আমি যাদের সুপারিশ করেছি তারাই কী যোগ্য? এর চাইতে যোগ্যতম কেউ ছিল না। বাবা যাদের সুপারিশ করে চাকরি দিয়েছিল তাদের চাইতে কি যোগ্যতাসম্পন্ন কেউ ছিল না? কিন্তু কোনও কিছুর বিনিময়ে না দিয়ে যদি যোগ্যদের বঞ্চিত করে অযোগ্যদের বঞ্চিত করে চাকরি দেওয়া হয় সেটাও দুর্নীতি।”
সতীর্থের এমন দাবিতে রীতিমতো ক্ষুব্ধ কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। শনিবার ‘টক টু মেয়র’ কর্মসূচিতে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বক্তব্যের তীব্র সমালোচনা করেন তিনি। বলেন, ”পাগলের মতো বকছে। কী বলছে আমি জানি না। এটা নিয়ে কিছু বলবই না। কারণ, চিরকুটে কোনও দিন লোক ঢোকানো যায় না। তার জন্য একটা আবেদন লাগে। সার্ভিস কমিশন তৈরির আগে ৭০-৭১-এ স্কুলের গর্ভনিং বডি এই নিয়োগ করত।”
বাম আমলের চাকরি নিয়ে উদয়ন গুহর মন্তব্য নিয়ে সিপিএম নেতা ও আইনজীবী বিকাশ ভট্টাচার্য বলেন, ”উনি বর্তমানে তৃণমূল নেতা। একসময় তো ফরওয়ার্ড ব্লক করতেন। উনি একটা কাজ করুন না, যারা চিরকুট দিয়ে চাকরি পেয়েছে তাদের নামগুলো মুখ্যমন্ত্রীকে দিয়ে দিন। আমি বলব তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।”