Sujata Mondal : দ্বিতীয় বিয়েতে ‘প্রাক্তন’ সৌমিত্রকে নিমন্ত্রণ? জবাব দিলেন সুজাতা – will sujata mondal invite saumitra khan in her second marriage tmc leader replies


সেই শুভক্ষণ আর বেশি দূরে নয়! শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে পারেন তৃণমূল নেত্রী সুজাতা মণ্ডল। ইতিমধ্যেই তিনি সেরেছেন প্রি ওয়েডিংও ফটোশ্যুটও। বিয়ের মেনুকার্ড নিয়েও বিস্তর চিন্তা-ভাবনা করছেন নেত্রী। কিন্তু, নতুন জীবনে পা রাখার দিনে কি আমন্ত্রণ জানাবেন সৌমিত্র খাঁকে? এবার এই প্রশ্নের জবাব দিলেন সুজাতা।

Sujata Mondal : বৈশাখেই শুভ লগ্ন! সুজাতা মণ্ডলের বিয়ের মেন্যুতে বিশেষ চমক
একুশের নির্বাচনের আগে সুজাতা মণ্ডল তৃণমূলে যোগদান করেন। এরপর থেকেই BJP সাংসদ সৌমিত্র খাঁ প্রকাশ্যে স্ত্রীর বিরুদ্ধে অভিমান উগরে দিয়েছিলেন। চোখের জলে সুতাজাকে ডিভোর্স দেওয়ার কথা ঘোষণা করেছিলেন তিনি। প্রথমে সৌমিত্রর হাত ছাড়তে রাজি হননি সুজাতা। খোলা চিঠি লিখেছিলেন স্বামীকে। কিন্তু, যত দিন গিয়েছে সৌমিত্র এবং সুজাতার সম্পর্ক ততই তিক্ত হয়েছে।

স্বামীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলে সরব হয়েছিলেন সুজাতা মণ্ডল। তাঁদের বিবাহ বিচ্ছেদ মামলাও একেবারে শেষের পর্যায়ে। এই পরিস্থিতিতে সম্প্রতি সুজাতা মণ্ডল জানিয়েছেন, তাঁর জীবনে এসেছে এক নতুন বসন্ত। বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন তিনি।

Mrs Chatterjee: ‘ওকে এবার ডিভোর্স দেব’, স্বামীর বিস্ফোরক অভিযোগ শুনে ফুঁসে উঠলেন বাস্তবের মিসেস চ্যাটার্জি
এমনকী, বৈশাখেই বিয়ের পিঁড়িতে বসতে পারেন সুজাতা মণ্ডল, জানা যাচ্ছে এমনটাই। এখনও পর্যন্ত হবু স্বামীর নাম ফাঁস করেননি সুজাতা। সুকৌশলে এড়িয়ে গিয়েছেন মনের মানুষ প্রসঙ্গে যাবতীয় প্রশ্ন। কিন্তু, হালফিলের ট্রেন্ড মেনে তিনি কি বিয়েতে আমন্ত্রণ জানাবেন ‘প্রাক্তন’ সৌমিত্র খাঁকে? এবার এই প্রশ্নের জবাব দিলেন সুজাতা। সম্প্রতি বলিপাড়ায় প্রাক্তনের সঙ্গে হাতে হাত ধরে ঘুরতে দেখা গিয়েছে বহু তারকাকে।

Parineeti Chopra Raghav Chadha : সুদর্শন সাংসদের সঙ্গে ‘মাখো মাখো প্রেম’, বিয়ের পিঁড়িতে পরিণীতি? জবাবে রাঘব বললেন…
সেই প্রসঙ্গ টেনে এই তৃণমূল নেত্রীর জবাব, “জীবনে সেই শুভক্ষণ উপস্থিত হলে তিক্ততার থেকে দূরে থাকাই ভালো। সকলের জীবন দর্শন সমান নয়। অনেক সময় দেখা যায় দু’জন মানুষের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। কিন্তু, তাঁদের মতের অমিল হলে তাঁরা বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। সেই বিষয়টি সম্পূর্ণ আলাদা। সেই সম্পর্কে ভদ্রতা থাকে। কিন্তু, যে সম্পর্কে চরম অভদ্রতা, চরম বেইমানি, লাম্পট্য সহ্য করে প্রাণ বাঁচাতে বেরিয়ে আসতে হয় সেই মানুষটাকে কি জীবনের সুখের মুহূর্তে কেউ এন্ট্রি দিতে চাইবে?”

Mrs Chatterjee Vs Norway: ‘শুনেছি ডাক্তারদের সঙ্গে সম্পর্ক ছিল’, বাস্তবের ‘মিসেস চ্যাটার্জি’-র বিরুদ্ধে বিস্ফোরক প্রাক্তন স্বামী
তিনি আরও বলেন, “আমরা সবসময় বিষাক্ত জিনিসের থেকে দূরে থাকতে পছন্দ করি। আমি আমার জীবনে তাই টক্সিক মানুষদের কোনওভাবেই এন্ট্রি দিতে চাই না।” অর্থাৎ বিয়ের দিন আমন্ত্রিতদের তালিকা থেকে বাদ পড়তে চলেছে সৌমিত্র খাঁয়ের নাম, তা ঠারেঠোরে বুঝিয়ে দিয়েছেন সুজাতা মণ্ডল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *