West Bengal News : শিক্ষার সঙ্গে স্বাধীনতার নিবিড় যোগাযোগ, তার ব্যাবহারিক প্রয়োগ, মানব জীবনে তার প্রভাব কতোটা? নতুন প্রজন্মের ছাত্র-ছাত্রীদের কাছে তুলে ধরা হল তার প্রতিচ্ছবি। নদিয়া জেলার আসাননগর মদনমোহন তর্কালঙ্কার কলেজের আন্তর্জাতিক আলোচনা সভায় উঠে এল এরকম একাধিক গুরুত্বপূর্ণ বিষয়। আলোচনায় অংশগ্রহণ করতে পেরে সমৃদ্ধ ছাত্র-ছাত্রীরাও।

Nadia News : বামপন্থী নেতার মূর্তির পাশ থেকে উপড়ে ফেলা হল লাল পতাকা, শোরগোল নদিয়ায়
আসাননগর মদনমোহন তর্কালঙ্কার কলেজের ইতিহাস বিভাগের উদ্যোগে ৩০ থেকে ৩১ মার্চ দুই দিনের আন্তর্জাতিক আলোচনা-চক্র অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন কলেজের পরিচালন সমিতির সম্মাননীয় সভাপতি, শিক্ষারত্ন শ্রী বিমলেন্দু সিংহ রায় (বিধায়ক, করিমপুর বিধানসভা কেন্দ্র)। মঙ্গল-প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের শুভ সূচনা ঘটে।

National Junior Gymnastics Competition 2023 : জাতীয় জুনিয়র জিমন্যাস্টিকে বড় সাফল্য নবদ্বীপের ১০ খুদের, ৩২ টি পদক লাভ
অনুষ্ঠানের সূচক ভাষণে কলেজের মাননীয় অধ্যক্ষ ড. অশোক কুমার দাস উন্নয়ন ও স্বাধীনতার বহুমাত্রিক দিক এবং জীবনের ক্ষেত্রে তার ব্যবহারিক সম্পর্ক নিয়ে নানা অভিজ্ঞানের নিদর্শন তুলে ধরে আলোচনার সুর বেঁধে দেন। সভাপতি মহাশয় তাঁর ভাষণে শিক্ষার সঙ্গে স্বাধীনতার নিবিড় যোগসূত্রের সন্ধান দেন। প্রথম দিনের আলোচনায় বিশিষ্ট বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক শ্রী অলোক কুমার ঘোষ মহাশয় এবং কল্যাণী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সুমিত মুখোপাধ্যায় মহাশয়।

Annapurna Puja In Krishnanagar Rajbari : মহা সমারোহে দেবী অন্নপূর্ণার পুজোর আয়োজন কৃষ্ণনগর রাজবাড়িতে, শুরু বারোদোল মেলাও
তাঁদের মনোগ্ৰাহী আলোচনা উক্ত সভাকে একটি ভিন্নতর মাত্রা এনে দেয়। বিভিন্ন কলেজের অধ্যাপক, গবেষক এবং ছাত্র-ছাত্রীদের গবেষণাপত্রের উপস্থাপনা পর্বটি সফলভাবে সম্পাদিত হয় কলেজের অধ্যাপক ড. বিশ্বজিৎ পোদ্দার, ড. চিরন্তন সরকার (অফলাইন) এবং অধ্যাপক শ্রী নীলেন্দু বিশ্বাস, অধ্যাপক রেজওয়ান আহমেদ (অনলাইন) মহাশয়দের তত্ত্বাবধানে। কলেজের পরিচালন সমিতির বিভিন্ন সদস্য, বিভিন্ন কলেজের অধ্যক্ষ, অধ্যাপক, গবেষক এবং ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে আলোচনা-সভা মুখরিত হয়ে ওঠে।

Royal Bengal Tiger : বাঘের ছাল, হরিণের চামড়া উদ্ধারে রহস্য কৃষ্ণনগরে
আলোচনা চক্রটি সুষ্ঠুভাবে সম্পাদনের দায়িত্বে ব্যবস্থাপনা সম্পাদক হিসাবে কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপক শ্রী পার্থ বন্দ্যোপাধ্যায়, আহ্বায়ক শ্রী সুজন দেবনাথ এবং বিভাগ তথা কলেজের আরও অন্যান্য অধ্যাপক এবং অধ্যাপিকাগণ ঐকান্তিকভাবে অংশী হয়ে আছেন। দ্বিতীয় দিনের আলোচনায় বিশিষ্ট বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক দেবাশীষ শর্মা, ইসলামিক বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এবং আলিয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক শামীম ফিরদৌস মহাশয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *