Mohammed Salim : আগের প্রজন্ম ব্যর্থ, ভরসা নতুনে: সেলিম – mohammed salim special message for youths


এই সময়: আগের প্রজন্মের নেতৃত্ব ব্যর্থ হয়েছেন কবুল করে হারানো জমি ফেরাতে নতুন প্রজন্মের উপর ভরসা রাখার বার্তা দিল সিপিএম। রাজ্যে মেরুকরণের রাজনীতিকে ঠেকাতে বাম ছাত্র-যুবদের দিকেই আলিমুদ্দিন স্ট্রিট তাকিয়ে রয়েছে, রবিবার সুদীপ্ত গুপ্তর দশম মৃত্যু বার্ষিকীর সভায় খোলাখুলি জানালেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।

CPIM Rally In Kolkata Today : নিয়োগ দুর্নীতি থেকে কেন্দ্র সরকারের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে প্রতিবাদ! কলকাতার বুকে মিছিল বাম-কংগ্রেসের
মৌলালির কাছে এসএফআই-ডিওয়াইএফআইয়ের রাজ্য দপ্তর দীনেশ মজুমদার ভবনের সামনে বাম ছাত্রদের সমাবেশে সেলিম বলেন, ‘ধর্মীয় ভাবাবেগ, ধর্মীয় উৎসবকে ব্যবহার করে বিভাজনের রাজনীতি পশ্চিমবঙ্গে আমদানি করা হয়েছে। তবে এ কথা অকপটে স্বীকার করতে দ্বিধা নেই আমাদের প্রজন্ম একে রুখতে ব্যর্থ হয়েছে।

DYFI Procession : ‘নাটকবাজরা ধর্মতলায় নাটক করছে…’, হাওড়ায় DYFI-র মিছিলে হুঙ্কার মীনাক্ষীর, ব্যারিকেড ভাঙার চেষ্টা
বাংলার সংস্কৃতি, শিক্ষা, সম্প্রীতি, রাজনীতির যে ঐতিহ্য, তা এগিয়ে নিয়ে যেতে বিফল হয়েছে। যখন একটি প্রজন্ম ব্যর্থ হয়, তখন পরের নতুন প্রজন্মের উপরে ভরসা করতে হয়।’ সেলিম যখন এই কথা বলছেন, সেই সময়ে বাম ছাত্র সমাবেশের মঞ্চে বসে সৃজন ভট্টাচার্য, প্রতীক উর রহমান, ময়ূখ বিশ্বাস, দীপ্সিতা ধরের মতো এসএফআই নেতৃত্ব। বাম যুব নেতৃত্ব এ দিন মঞ্চে না থাকলেও তাঁদের অনেকে জমায়েতে ছিলেন।

Abhishek Banerjee : শহিদ মিনারে অভিষেকের যুব সমাবেশে বয়স্কদের ভিড়! অস্বস্তিতে তৃণমূল নেতৃত্ব
এজেসি বোস রোডের এই ছাত্র সমাবেশের দিকে তাকিয়েই সেলিম বলেন, ‘আপনাদের প্রজন্মের উপরে আমাদের পুরো ভরসা রয়েছে। আগের প্রজন্ম যেখানে ব্যর্থ হয়েছে, সেখানে নতুন প্রজন্ম বাংলার সেই গণতন্ত্রকে পুনরুদ্ধার করবে। জাতপাত, ধর্ম, ভাষার নাম করে হিংসা ছড়াবে না।’

২০১১-য় বামফ্রন্ট রাজ্যে ক্ষমতাচ্যুত হওয়ার পরে বিমান বসু, সূর্যকান্ত মিশ্রর পর এখন সেলিমের হাতে আলিমুদ্দিন স্ট্রিটের ব্যাটন এসেছে। সিপিএমের নতুন মুখদের সামনে আনার প্রক্রিয়া ২০২১-র নির্বাচনে শুরু করেছিল আলিমুদ্দিন স্ট্রিট। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারীর হাইপ্রোফাইল লড়াইয়ের মাঝে মীনাক্ষী মুখোপাধ্যায়কে ময়দানে নামিয়েছিল সিপিএম।

Udayan Guha Recruitment Scam: ‘শুধু নিজের নয় আপনারা শিক্ষার বাবার পিন্ডি চটকাচ্ছেন…’, সেলিমকে আক্রমণ উদয়নের
সৃজন, প্রতীক উর, দ্বীপ্সিতা ছাড়াও ঐশী ঘোষ, পৃথা তা, সায়নদেব মিত্র-সহ একঝাঁক নতুন মুখকে প্রার্থী করেছিল সিপিএম। এঁদের কেউ জয় না পেলেও সেলিম রাজ্য সম্পাদক হওয়ার পর এই নতুন প্রজন্মকে আরও সামনে ঠেলে দিয়েছেন সিপিএম নেতৃত্ব।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *