Kurmi Protest: কুড়মিদের রেল রোকো কর্মসূচির জেরে একাধিক স্টেশনে আটকে ট্রেন, দুর্ভোগে যাত্রীরা – rail service massively disrupted for kurmi protest in several districts


তফসিলী উপজাতি হিসেবে স্বীকৃতির দাবিতে আবারও প্রতিবাদ কর্মসূচি কুড়মিদের। পুরুলিয়ার কুস্তাউর রেল স্টেশনে শুরু হয়েছে রেল অবরোধ। বুধবার সকাল সাড়ে পাঁচটা থেকে এই অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে শুরু কুড়মিদের রেল রোকো আন্দোলন। এর ফলে বিপর্যস্ত দক্ষিণবঙ্গে ট্রেন পরিষেবা।

সকাল সকাল কাতারে কাতারে মানুষ বসে পড়েছেন রেল লাইনে। চার জেলার একাধিক স্টেশন চত্বরে অবস্থান বিক্ষোভ বসে গান বাজনা করছেন কুড়মি সম্প্রদায়ের মানুষজন। এর জেরে স্টেশনে স্টেশনে আটকে পড়েছে ট্রেন। মাঝরাস্তায় আটকে পড়ে চরম দুর্ভোগে যাত্রীরা।

বাঁকুড়ার একাধিক এলাকায় বিপর্যস্ত পরিষেবা

কুড়মি সমাজের রেল অবরোধের ব্যাপক প্রভাব পড়ল বাঁকুড়া জেলার রেল পরিষেবায়। বুধবার সকাল থেকে খড়্গপুর-আদ্রা শাখায় একের পর এক ট্রেন বাতিল হয়েছে। এদিন পুরুলিয়া- হাওড়া পুরুলিয়া এক্সপ্রেস পুরুলিয়ার বদলে আদ্রা থেকে হাওড়ার উদ্দেশে রওনা দেয়।

Kurmi Protest: ফের রেল রোকো কুড়মিদের, ক্ষোভে ফুঁসছে সমাজ! কী কী দাবিতে বার বার পথে নামতে বাধ্য হচ্ছেন তাঁরা? জানুন

এছাড়াও আসানসোল-রাঁচি মেমু স্পেশাল, খড়গপুর হাটিয়া এক্সপ্রেস, টাটানগর ঝাড়গ্রাম মেমু স্পেশাল ট্রেন সহ দক্ষিণ পূর্ব রেলের একগুচ্ছ ট্রেন বাতিল।

পুরুলিয়ায় দুর্ভোগ

অন্যদিকে, পুরুলিয়া এক্সপ্রেস ছাড়াও বেশ কিছু ট্রেনের যাত্রাপথ কমিয়ে দেওয়া হয়েছে। দূরপাল্লার একাধিক ট্রেনের রুট ‘ডাইভার্ট’ করে দেওয়া হয়েছে। এর জেরে সকাল থেকেই বাঁকুড়া স্টেশনে শুরু হয়েছে যাত্রী দুর্ভোগ। একাধিক ট্রেন বাতিল ঘোষণা করায় যাত্রীদের একটা অংশ স্টেশনে এসেও ট্রেন না পেয়ে বাড়ি ফিরে যেতে বাধ্য হচ্ছেন। সব থেকে বেশী সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা।

National Highway 6 : জাতীয় সড়ক অবরোধ কুড়মিদের, যানযটে নাকাল সাধারণ মানুষ

এদিন নিত্যযাত্রী পেশায় শিক্ষক শ্রীকান্ত পাত্র বলেন, এই ধরনের অবরোধে আমরা নিত্যযাত্রীরা সব থেকে বেশী সমস্যায় পড়ি। নিত্যযাত্রীদের স্বার্থে সরকারিভাবে এবিষয়ে পদক্ষেপ গ্রহণ ও সমস্যা সমাধানে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসা জরুরি বলে তিনি জানান। প্রায় একই কথা বলেন নিত্যযাত্রী পার্থ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, যাত্রী সাধারণের ভোগান্তি বাড়ছে। রেল কর্তৃপক্ষের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ জরুরী বলে তিনি জানান।

Kerala Train Fire: চলন্ত ট্রেনে পেট্রল ঢেলে সহযাত্রীর গায়ে আগুন! পুড়ে মৃত শিশু সহ ৩

পশ্চিম মেদিনীপুরেও অবরোধ

পশ্চিম মেদিনীপুরের খেমাশুলি স্টেশনে রেল লাইনে ব্যানার নিয়ে অবস্থান শুরু করল কুড়মি সমাজ। অনির্দিষ্টকালের রেল অবরোধ শুরু করল তারা। কুড়মিদের এসটি অন্তর্ভুক্ত করার দাবিতে গত এক তারিখ থেকে আন্দোলন শুরু করেছিল কুড়মিরা। বুধবার বাকি জায়গার মতো পশ্চিম মেদিনীপুরেও সকাল থেকেই শুরু হল আজ রেল অবরোধ। তার ফলে দক্ষিণ পূর্ব শাখার একাধিক ট্রেন ইতিমধ্যে বাতিল ঘোষনা করা হয়েছে। বেশ কিছু ট্রেন ঘুর পথে চালানো হচ্ছে। জাতীয় সড়ক মঙ্গলবার থেকে অবরুদ্ধ।

Padma Setu Rail Line : ঢাকা থেকে কলকাতা এবার আরও সহজে, ট্রেন চলাচলের জন্য প্রস্তুত পদ্মা সেতু

বাঁকুড়াতে সড়ক পথেও অবরোধ

একইসঙ্গে পাশাপাশি বাঁকুড়ার কুশটাড় মোড়ে পুরুলিয়া – বরাকর রাজ্য সড়ক অবরোধও করেছেন তারা। দাবি পূরণ না হলে এই অবরোধ কর্মসূচি অনির্দিষ্টকাল ধরে চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। ফলে রাস্তা রেলপথ বন্ধ হওয়ায় চরম হয়রানির শিকার সাধারণ মানুষ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *