Raiganj Robbery : কর্মীদের মাথায় বন্দুক, নামী গয়নার দোকান থেকে লাখ লাখ টাকার জিনিস নিয়ে চম্পট ডাকাতরা – thieves steal items worth lakhs of rupees from famous jewellery shop in raiganj


Uttar Dinajpur : চৈত্রের শেষ দিনের তপ্ত দুপুরে রাস্তাঘাটে লোকজন ছিল অনেক কম। আর সেই সুযোগেই ডাকাতি করে পালিয়ে গেল পাঁচজনের একটি দল। ফিল্মি কায়দায় দিনে দুপুরে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা জেলায়। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের এনএস রোডে অবস্থিত একটি সোনার দোকানে।

Bomb Recovered : ইসলামপুরে বিস্ফোরণে গুরুতর জখম ১, উদ্ধার ১২টি তাজা বোমাসহ একাধিক সরঞ্জাম
রিলায়েন্স জুয়েলারিতে এই ডাকাতির ঘটনাটি ঘটে। আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রচুর অলঙ্কার ছিনতাই করে দুষ্কৃতীরা পালিয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে গোটা এলাকায়। ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার বিরাট পুলিশ বাহিনী। কে বা কারা এই ঘটনাটি ঘটিয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। ওই দোকানের কর্মী জিবেশ ভৌমিক এই ডাকাতি নিয়ে বলতে গিয়ে জানিয়েছেন, “প্রথমে দু’জন এসে আগ্নেয়াস্ত্র বের করে আমাদের সবাইকে এক জায়গায় আসতে বলে। আমাদের মোবাইল কেড়ে নেয়। এবং তাদের সহযোগিতা করতে বলে।

Uttar Dinajpur : হেমতাবাদে ভুট্টাক্ষেত থেকে উদ্ধার মুণ্ডুহীন দেহ, ঘটনায় আতঙ্ক এলাকায়
আমরা যদি তা না করি তবে আমাদের গুলি করে মেরে ফেলবে, এমন হুমকিও দেয়। এতে আমরা রীতিমতো ভয় পেয়ে যাই”। এরপর তারা সর্বস্ব লুঠ করে চম্পট দেয়। মোট পাঁচ জন এসেছিল বলে জানান তিনি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রায়গঞ্জ পুরসভার পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস, উত্তর দিনাজপুর চেম্বার অফ কমার্সের সাধারণ সম্পাদক শংকর কুন্ডু সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Dakshin 24 Pargana : পাড়ার মোড়ে তৃণমূল নেতাকে বেধড়ক মার, CPIM-র দিকে অভিযোগ
দিনে দুপুরে এমন ঘটনার তীব্র নিন্দার পাশাপাশি দোষীদের দ্রুত শাস্তির দাবি তুলেছেন উত্তর দিনাজপুর চেম্বার অফ কমার্সের সাধারণ সম্পাদক শংকর কুন্ডু। এই বিষয়ে তিনি বলেন, “এই চড়া রোদে রাস্তায় খুব একটা ভিড় ছিল না। গয়নার শোরুমটিও মোটামুটি খালি ছিল।

Uttar Dinajpur : ‘মারের বদলা মার…’, ইটাহারে তৃণমূলকে হুঙ্কার কংগ্রেস জেলা সভাপতির
সেই সুযোগে এই ডাকাত দলটি ঢুকে আসে, আর অবাধে লুঠপাট চালিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ এসেছে। তদন্ত শুরু হয়েছে। আশা করছি খুব তাড়াতাড়ি পুলিশ ওই দলটিকে গ্রেফতার করে সমস্ত জিনিস উদ্ধার করবে”। এদিকে, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার মহম্মদ সানা আখতার।

Raiganj News : এমএ পাশ ফেরিওয়ালা! শিক্ষক হওয়ার স্বপ্ন ভুলতে বসেছেন রায়গঞ্জের রাজকুমার
তিনি জানিয়েছেন, “পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। তদন্তে নেমে ইতিমধ্যে বিভিন্ন তথ্য উঠে এসেছে। সেই সব সূত্র ধরে তদন্ত চলছে। সেগুলি এখন বলা সম্ভব নয়। শোরুম ছাড়াও এই এলাকার অন্যান্য CCTV গুলিও ভালো করে স্ক্যান করে দেখা হচ্ছে। জেলার প্রত্যেকটি জায়গায় নাকা চেকিং শুরু হয়েছে”।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *