Selfie Accident : সেলফি তুলতে গিয়ে বিপত্তি! মেলায় নাগরদোলা থেকে পড়ে আহত যুবতী – young girl wounded for falling down from merry go round to taking selfie in bankura


West Benagl News : ফের সেলফি তুলতে অসাবধানতার কারণে বিপদের ঘটনা। মেলায় নাগরদোলা থেকে পড়ে গিয়ে গুরুতর আহত এক যুবতী। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলায় একটি গাজনের মেলায়। আহত যুবতীর নাম প্রিয়াঙ্কা বাউড়ি। তাঁর চিকিৎসা চলছে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, চৈত্র সংক্রান্তির গাজন মেলায় নাগরদোলায় সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন এক যুবতী। আহত যুবতীর বাড়ি সানবাঁধা গ্রাম পঞ্চায়েতের ভাদুল গ্রামে। ঘটনায় হইচই পড়ে যায় মেলা চত্বরে।

Cooch Behar News : রুপশ্রীর আবেদন জমা করে ফেরার পথে শ্লীলতাহানির শিকার যুবতী, উত্তেজনা মাথাভাঙায়
স্থানীয়রা জানিয়েছেন, নাগরদোলায় উঠে সেলফি তুলতে গিয়ে আচমকা পড়ে যান ওই যুবতী। অসাবধানতার কারণেই ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। বাঁকুড়া শহর সংলগ্ন প্রাচীন এক্তেশ্বর শিব মন্দিরে গাজন উপলক্ষ্যে বসেছিল মেলা। আর সেই মেলাতে নিজের পরিজনদের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন প্রিয়াঙ্কা।

এরপর নাগরদোলায় চেপে সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে ওই যুবতী। ঘটনাস্থলে জড়ো হন মেলায় আসা দর্শনার্থীরা। মেলা থেকেই সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। দ্রুত ওই যুবতীকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানোর ব্যবস্থা করা হয়।

Bardhaman Accident : জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে মোটর ভ্যানে ধাক্কা লরির, দুর্ঘটনায় মৃত ২
স্থানীয় বাসিন্দারা ও পুলিশ আহত যুবতীকে উদ্ধার করেবাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। যুবতীর অবস্থা আশঙ্কাজনক থাকায় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ থেকে তাঁকে কলকাতা স্থানান্তরিত করা হয়। ইতিমধ্যেই মেলা চত্বরে তদন্ত শুরু করেছে পুলিশ।

মেলা উদ্যোক্তাদের কোনও ত্রুটি ছিল কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। তবে মেলায় নাগরদোলা চড়ার সময় দর্শনার্থীদের আরও সাবধানতা অবলম্বন করা উচিত বলেও জানিয়েছেন অনেকে। নিজের আনন্দের মাঝেও সাবধানতা অবলম্বন করলে বিপদের ঝুঁকি থাকে না বলে মনে করছেন অনেকে।

তবে সেলফি তুলতে গিয়ে বিপদের ঘটনা নতুন নয়। একাধিক খবর উঠে আসলেও উচ্ছাসের সময় অসাবধানতার কারণেই ঘটছে বিপত্তি। গত ফেব্রুয়ারি মাসে বীরভূম জেলাতেও এরকম একটি ঘটনা ঘটে। নাগরদোলায় সেলফি তুলতে গিয়ে বীরভূমের লাভপুরের মেলায় আহত হয় এক যুবক।

Dakshin 24 Pargana Accident : খেলার ছলে মাটির ঢিপিতে উঠতেই বিদ্যুৎস্পৃষ্ট শিশু! ইটভাটা মালিকের দিকে অভিযোগ
নাগরদোলার রডে ধাক্কা লেগে গুরুতর আহত হয় যুবকটি। ঘটনাটি ঘটে লাভপুর ফুল্লরা মহামেলায়। জানা যায়, আহত ওই যুবক ফিরদৌস মোল্লা লাভপুর ঠাকুর পাড়ার বাসিন্দা।প্রথমে তাঁকে লাভপুর গ্রামীণ হাসপাতালে পরে বোলপুর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় মেলা চত্বরে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *