TMC Vs BJP : ‘আক্রান্ত’ দলীয় কর্মীকে দেখতে গিয়ে নিজেই জখম BJP-র মণ্ডল সভাপতি! অভিযোগের তির তৃণমূলের দিকে – bankura bjp member allegedly beaten by trinamool when he went to meet his party members


West Bengal News : তৃণমূলের হাতে ‘আক্রান্ত’, এমন অভিযোগ শোনার পর দেখতে গিয়েছিলেন দলীয় কর্মীকে। আর তা দেখতে গিয়ে নিজেই ফের ‘আক্রান্ত’ হলেন তৃণমূলের হাতে! এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে BJP-র এক মণ্ডল সভাপতির সঙ্গে। তৃণমূলের হাতে ‘আক্রান্ত’ দলের কর্মীকে দেখতে যাওয়া BJP-র মণ্ডল সভাপতি সহ তিন জনকে মারধরের অভিযোগ উঠেছে সেই তৃণমূলের বিরুদ্ধেই। বৃহস্পতিবার রাতে বাঁকুড়ার ইন্দাস থানা এলাকার রোল এলাকায় ঘটনাটি ঘটে।

BJP West Bengal : বিজেপি নেতার উপর চাকু নিয়ে হামলা! অভিযুক্ত তৃণমূল
‘আক্রান্ত’ BJP-র ইন্দাস মণ্ডল-১ সভাপতি শোভন দেব নন্দীর দাবি, “রোল এলাকার গোপালনগর গ্রামে দলীয় পতাকা টাঙানোর কারণে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এক BJP কর্মীকে মারধর করে। খবর পেয়ে ওই কর্মীকে আমরা দেখতে যাই। সেখানেই সেই তৃণমূল দুষ্কৃতীরাই আমাদের আটকে মোবাইল, গাড়ির চাবি, নগদ ৯ হাজার টাকা কেড়ে নেওয়ার পাশাপাশি ব্যাপক মারধর করে।

TMC BJP Clash : BJP-র বৈঠক চলাকালীন তৃণমূলের হামলার অভিযোগ তুফানগঞ্জে! জখম বুথ সভাপতি
সংখ্যায় ওরা বেশি ছিল। আমরা প্রতিরোধ করারও সুযোগ পাইনি”। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ওই ঘটনার তীব্র নিন্দা করেছেন ইন্দাসের BJP বিধায়ক নির্মল ধাড়া। পঞ্চায়েত ভোটের আগে ‘বিরোধী শুন্য’ করার চেষ্টা চলছে বলেও তিনি দাবি করেন।

Cooch Behar TMC : তৃণমূলের নেতার বাড়ির সামনে বোমা বিস্ফোরণ! চাঞ্চল্য কোচবিহারের গ্রামে
তিনি বলেন, “এগুলো সব পূর্বপরিকল্পিত। ইচ্ছে করে আগে থেকে প্ল্যান করে তৃণমূল এই হামলা গুলো করছে যাতে BJP নেতা কর্মীরা পঞ্চায়েত ভোটের আগে ভয় পেয়ে যান। পতাকা টাঙানোর সময় যে হামলা করা হয়েছে, সেটাও পূর্বপরিকল্পিত, তারপর মণ্ডল সভাপতির ওপরে যেভাবে হামলা চালানো হয়েছে, সেটাও পূর্বপরিকল্পিত।

Dakshin Dinajpur : পালটা যোগদান কর্মসূচি শাসকদলের! BJP- কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান শতাধিকের
কারণ ওই সময় একই তৃণমূল দুষ্কৃতীরা সেখানেই উপস্থিত ছিল। পঞ্চায়েত ভোটের আগে এটা বিরোধী শুন্য করার প্রয়াস”। যদিও বিষয়টি ‘বিরাট কিছু ঘটনা নয়, ছোটো ঘটনা’ বলে দাবি করেছেন ইন্দাস ব্লক তৃণমূল সভাপতি শেখ হামিদ। মোবাইলে কথা বলতে গিয়ে তিনি বলেন, “পতাকা টাঙানো নিয়ে সামান্য ঝামেলা হয়েছে।

Dakshin 24 Pargana : পাড়ার মোড়ে তৃণমূল নেতাকে বেধড়ক মার, CPIM-র দিকে অভিযোগ
পরে BJP-র লোকেরাই আমাদের কর্মীদের মারধর করেছে। এসব বলে আমাদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হচ্ছে”। এই ঘটনার পর স্থানীয় মানুষরাই ওই BJP মণ্ডল সভাপতিকে মারধর করেছেন বলে তিনি দাবি করেন। যদিও অভিযোগ আর পালটা অভিযোগের মাঝেই এই হানাহানি নিয়ে আতঙ্কে রয়েছেন সাধারণ মানুষ।

তাঁদের চিন্তা, পঞ্চায়েত ভোট আসতে এখনও বেশ কিছুদিন বাকি। কবে হবে কোনও ঠিক নেই। তার আগেই যদি এই অবস্থা হয়, তাহলে ভোটের সময় কি হারে হানাহানি বাড়বে, সেই নিয়েই আতঙ্কিত মানুষ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *