West Bengal News : বীরভূম জেলার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে কয়লা পাচার। এই কয়লা পাচারের সঙ্গে জড়িয়েছে জেলার দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের নাম। যদিও গোরু পাচার মামলায় গ্রেফতার হয়ে তিনি এখন তিহার জেলে। কিন্তু তাতেও যে কয়লা পাচারে লাগাম পরানো যায়নি, তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে জেলার সদাইপুর এলাকা।

এই এলাকায় আবারও কয়লা পাচার রুখেছে বীরভূম জেলার সদাইপুর থানার পুলিশ। গ্রেফতার করা হয়েছে কয়লা পাচার করা হচ্ছিল যে পিক আপ ভ্যানে, তার চালককে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল বুধবার রাতে সদাইপুর থানা এলাকার সাহাপুর চন্ডিতলা মোড়ের কাছে অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যান আটক করে সদাইপুর থানার পুলিশ।

Raju Jha News : রাজু ঝা খুনের ১৯ দিন পর প্রথম গ্রেফতারি, পুলিশের জালে পানাগড়ের যুবক
অবৈধভাবে কয়লা পাচার করার সময় কয়লা সহ ওই পিক আপ ভ্যানটি আটক করে সদাইপুর থানার পুলিশ। ওই গাড়িটিতে পাঁচ টন কয়লা মজুত ছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। যার বাজার মূল্য আনুমানিক ৭৫ হাজার টাকা।

গাড়ির চালক শেখ ইমরানকে গ্রেফতার করে সদাইপুর থানার পুলিশ। আজ তাঁকে সিউড়ি সদর আদালতে তোলা হয়। উল্লেখ্য, এর আগেও বহু অবৈধ কয়লা বোঝাই ট্রাক্টর, মোটর সাইকেল, পিক আপ ভ্যান আটক করেছে পুলিশ। কিন্তু বারবার সদাইপুর এলাকাই কেন?

Wildlife Smuggling : বন্যপ্রানী পাচারের ছক বানচাল! উদ্ধার বিরল প্রজাতির তক্ষক, হাওড়ায় ধৃত ৩
এই বিষয়ে কথা বলতে গিয়ে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, “সদাইপুর ও আশেপাশের এলাকায় বেশ কিছু অবৈধ কয়লাখনি রয়েছে। যেখান থেকে পুলিশের চোখে ধুলো দিয়ে রাতের অন্ধকারে কয়লা পাচার করা হয়। এ কাজে পাচারকারীরা অনেকবার সফলও হয়, আবার কোনও সময় গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ পাচারকারীদের ধরে ফেলে। এই অবৈধ কয়লাখনিগুলিকে চিহ্নিত করে সেগুলিকে খুঁজে বের করে বন্ধ করা উদ্যোগ নিচ্ছে পুলিশ।”

প্রসঙ্গত উল্লেখ্য, এক সপ্তাহ আগেই কয়লা পাচারের অভিযোগে একজনকে গ্রেফতার করে সদাইপুর থানার পুলিশ। দাইপুর থানা এলাকার কামারডাঙাল থেকে ১০টি কয়লা বোঝাই মোটরবাইক আটক করেন পুলিশ আধিকারিকরা। তার পরই গ্রেফতার করা হয় এক জনকে।

Nadia News : বাড়িতে মজুত হাজার বোতল নিষিদ্ধ ওষুধ, নদিয়ার চাপড়া থেকে গ্রেফতার পাচারকারী
পুলিশের দাবি, প্রতিটি বাইকে ৪ কুইন্টাল করে মোট ৪০ কুইন্টাল কয়লা মজুত ছিল। পুলিশ দেখে চম্পট দেয় কয়লা পাচারকারীরা।তবে এক জন কয়লাপাচারকারীকে গ্রেফতার করে সদাইপুর থানার পুলিশ

এছাড়াও এই বছরেরই ফেব্রুয়ারি মাসে সদাইপুর থানার পুলিশ অভিযান চালিয়ে পাচারের ঠিক আগে ১৬ টন কয়লা বাজেয়াপ্ত করে। সেই সঙ্গে একটি ডাম্পার‌ও বাজেয়াপ্ত করে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version