Bankura Murder : ত্রিকোণ প্রেমের বলি! ইদের আগে বাঁকুড়ার কিশোরের গলা কাটা দেহ উদ্ধার ঘিরে রহস্য – bankura teen body found before eid 2023 and police started probe


গোটা দেশের পাশাপাশি আজ রাজ্যেও পালিত হচ্ছে খুশির ইদ। উৎসবের আগের দিন সন্ধ্যায় এক কিশোরের রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য বাঁকুড়া শহরে। ইদের উৎসবে মাতোয়ারা যখন অন্যান্য সকলে তখন বাড়ির ছেলেকে হারিয়ে শোকে মূহ্যমান বাঁকুড়া শহরের ইদগামহল্লার শেখ আমানের পরিবার। সকাল থেকেই মৃত কিশোরের বাড়িতে পাড়া প্রতিবেশীদের ভিড়, হাজির সংবাদ মাধ্যমের কর্মীরাও।শুক্রবার সন্ধ্যায় শহরের অভিজাত পল্লী এলাকা হিসেবে পরিচিত প্রতাপ বাগানের সরকারি আবাসনের উলটো দিকে রাস্তার উপর থেকে ওই কিশোরের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁর মৃত্যু হয় বলে খবর।

Bankura Crime News : মদ্যপ অবস্থায় রড-বল্লম স্ত্রীকে খুনের চেষ্টা! শেষে উদ্ধার হল স্বামীর দেহ

পুলিশের তরফে জানানো হয়েছে, ‘ত্রিকোণ প্রেমে’র কারণে ওই কিশোরকে খুন করা হয়েছে। পুলিশ তদন্তে নেমে এই খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে শ্যামদাসপুরের বাড়ি থেকে সাগর সিং নামে বছর চব্বিশের এক যুবককে গ্রেফতার করেছে। ধৃতকে আজ আদালতে পেশ করা হলে ৪ দিনের পুলিশ হেফাতের নির্দেশ দেওয়া হয়েছে। তাঁকে জেরা করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শহরের ইদগামহল্লার বাসিন্দা বছর ১৭ শেখ আমান এদিন সন্ধ্যায় বাড়ি থেকে মোটরবাইক নিয়ে বেরিয়েছিল। পরে শহরেরই প্রতাপ বাগান এলাকা থেকে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গলার নলি কেটেই ঐ কিশোরকে খুন করা হয়েছে। এই ঘটনায় এলাকার মানুষ যথেষ্ট আতঙ্কিত, তারা নিরাপত্তাহীনতায় ভূগছেন বলেই জানিয়েছেন।

South 24 Parganas : আমতলা অটোস্ট্যান্ডের কাছে এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার , আতঙ্ক এলাকায়
খবর পেয়েই শুক্রবার ঘটনাস্থলে পৌঁছেছেন ডিএসপি-ডিএনটি, বাঁকুড়া সদর থানার আই.সি সহ অন্যান্য উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। ঘটনাস্থল থেকে পুলিশ একটি বাইক উদ্ধার করেছে। পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্তের পাশাপাশি মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছিল।

অন্যদিকে মৃত কিশোরের পরিবারের দাবি, ফোন করে ডেকেই ছেলেকে খুন করা হয়েছে। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবির পাশাপাশি প্রয়োজনে তারা থানা ও এস.পি অফিস ঘেরাও করবেন বলে জানিয়েছেন।

Murshidabad News : জলাশয় থেকে কিশোরীর রক্তাক্ত দেহ উদ্ধার, খুনের অভিযোগ পরিবারের
মৃতের বাবা শেখ ইসলাম এই প্রসঙ্গে বলেন, “জুম্মা শেষে সন্ধে সাড়ে পাঁচটা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিল। হয়তো কোনও বন্ধুদের সঙ্গে ঝামেলা হয়। পরে খবর আসে যে ওঁর গলায় চাকু মেরে খুন করা হয়েছে। আমার ছেলেকে ডেকে খুন করা হয়েছে। স্থানীয়দের থেকে শুনি ওখানে পাঁচজন ছিল। কীভাবে এবং কেন এমন ঘটনা ঘটল তা আমি বুঝে উঠতে পারছি না। আমরা দোষীদের শাস্তি চাই।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *