নানা দফতরে উন্নয়নমূলক প্রকল্পগুলির কতটা উন্নতি হল তা দেখার জন্য আজ মুখ্যমন্ত্রীর নেতৃত্বে প্রশাসনিক বৈঠক নবান্নে।
হাইলাইটস
- আজ, বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নবান্নে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে।
- উন্নয়নমূলক প্রকল্পগুলির কতটা অগ্রগতি হলো, তার পর্যালোচনা হবে এই বৈঠকে।
- আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে এই বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ।
সেই ত্রুটিবিচ্যুতি দূর করার উপরই বুধবারের বৈঠকে অগ্রাধিকার দেওয়া হবে। বিশেষ করে রাস্তা নির্মাণ, মেরামতি ও অন্যান্য পরিকাঠামোগত প্রকল্পগুলির দিকে আরও নজর দেওয়া হচ্ছে। ষষ্ঠ দফায় দুয়ারে সরকারের শিবিরগুলিতে নানা পরিষেবার জেলাওয়ারি তথ্য পরিসংখ্যান থেকেও উন্নয়নের রোড ম্যাপের একটি সুস্পষ্ট ছবি মিলতে চলেছে বলেই আশা রাজ্যের শীর্ষ আধিকারিকদের। এর সঙ্গে কোনও কোনও জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তৈরি হওয়া পরিস্থিতির খুঁটিনাটি পর্যালোচনাও হবে এই বৈঠকে। পাশাপাশি করোনা নিয়েও আলোচনা হতে পারে বৈঠকে ।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ