Mamata Banerjee : আজ প্রশাসনিক বৈঠক নবান্নে – mamata banerjee arranged a administrative meeting in nabanna today


নানা দফতরে উন্নয়নমূলক প্রকল্পগুলির কতটা উন্নতি হল তা দেখার জন্য আজ মুখ্যমন্ত্রীর নেতৃত্বে প্রশাসনিক বৈঠক নবান্নে।

 

হাইলাইটস

  • আজ, বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নবান্নে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে।
  • উন্নয়নমূলক প্রকল্পগুলির কতটা অগ্রগতি হলো, তার পর্যালোচনা হবে এই বৈঠকে।
  • আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে এই বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ।
এই সময়:আজ, বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নবান্নে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। মূলত বিভিন্ন দপ্তরের আওতায় উন্নয়নমূলক প্রকল্পগুলির কতটা অগ্রগতি হলো, তার পর্যালোচনা হবে এই বৈঠকে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে এই বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ। নানা ক্ষেত্রে প্রকল্পগুলির অগ্রগতি হলেও, কোনও কোনও ক্ষেত্রে কাজের গতি ততটা সন্তোষজনক নয় বলেই সরকারি সূত্রে খবর।

Nitish Kumar Meets Mamata Banerjee : জয়প্রকাশের প্রসঙ্গ তোলা মমতার মাস্টার স্ট্রোক
সেই ত্রুটিবিচ্যুতি দূর করার উপরই বুধবারের বৈঠকে অগ্রাধিকার দেওয়া হবে। বিশেষ করে রাস্তা নির্মাণ, মেরামতি ও অন্যান্য পরিকাঠামোগত প্রকল্পগুলির দিকে আরও নজর দেওয়া হচ্ছে। ষষ্ঠ দফায় দুয়ারে সরকারের শিবিরগুলিতে নানা পরিষেবার জেলাওয়ারি তথ্য পরিসংখ্যান থেকেও উন্নয়নের রোড ম্যাপের একটি সুস্পষ্ট ছবি মিলতে চলেছে বলেই আশা রাজ্যের শীর্ষ আধিকারিকদের। এর সঙ্গে কোনও কোনও জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তৈরি হওয়া পরিস্থিতির খুঁটিনাটি পর্যালোচনাও হবে এই বৈঠকে। পাশাপাশি করোনা নিয়েও আলোচনা হতে পারে বৈঠকে ।

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *