West Bengal News : ৩০ দিনের জায়গায় ২৬ দিন। গোটা মাসে কর্ম দিনের সংখ্যা কমিয়ে শ্রমিকদের মজুরি কমিয়ে দেওয়ার অভিযোগ। বিক্ষোভ চুঁচুড়া পুরসভায়। তবে পুরসভার বক্তব্য, অস্থায়ী কর্মীদের পাওনা ছুটি বলে কিছু নেই। এমনকি মজুরি নিয়ে কোনও সরকারিভাবে সিদ্ধান্ত গৃহীত হয়নি বলে জানান চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান।

শনিবার সকাল থেকে কাজের দিন কমিয়ে মজুরি কমানোর প্রতিবাদ দেখান অস্থায়ী কর্মীরা। হুগলি চুঁচুড়া পুরসভায় বিক্ষোভ দেখানো হয় অস্থায়ী কর্মীদের তরফে। বেশ কিছুক্ষণ ধরে চলে বিক্ষোভ। চুঁচুড়া পুরসভা চত্বরে কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন।

Bankura School : স্কুলে নিয়মিত আসছেন না শিক্ষিকারা! গেটে তালা ঝুলিয়ে গ্রামবাসীদের ক্ষোভ বাঁকুড়ায়
জানা গিয়েছে, গত ২৪ এপ্রিল ২০২৩ তারিখে পুর পারিষদ সভায় সিদ্ধান্ত গৃহীত হয়, পুরসভার কনজারভেন্সি ও পুরসম্পত্তি পাহারার কাজে নিযুক্ত অস্থায়ী কর্মচারী এবং গাড়ি চালকদের ২৬ দিনের দৈনিক মজুরি দেওয়া হবে। এতদিন ৩০ দিন হিসাবে ২৭০ টাকা দৈনিক মজুরি দেওয়া হত। আগামী ২ রা মে থেকে উক্ত সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে জানিয়েছে পুরসভা।

Uttar 24 Pargana : জলের দাবিতে বিক্ষোভ দেখাতে গিয়ে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ! লাঠিচার্জের অভিযোগ ঘোলায়, নামল RAF
এই সিদ্ধান্তের প্রতিবাদে অস্থায়ী কর্মচারীরা আজ পুরসভায় বিক্ষোভ শুরু করেন। হুগলি চুঁচুড়া পুরসভার মজদুর ও কর্মচারী সংগঠনের দাবি, তাঁদের চার দিনের মজুরি কেটে নিলে সমস্যা হবে। তাই এতদিন যে ব্যবস্থা চালু ছিল তাই রাখতে হবে।

Kolkata Municipal Corporation : পুরসভার পরিষেবা নিয়ে রেটিং দিতে পারবেন শহরবাসী
পালটা পুরসভার দাবি, পুর আইন অনুযায়ী অস্থায়ী কর্মীদের নির্দিষ্ট কোনও ছুটির দিন হয় না। স্বাভাবিকভাবে, সপ্তাহে কেউ একদিন ছুটি নিতে পারে। সেক্ষেত্রে সেই দিন তাঁর কোনও মজুরি ধার্য্য করা হয়নি। এরপরেও পুরসভার তরফে ওই দিনগুলিতে অস্থায়ী কর্মীদের দিয়ে এক বা দুই ঘণ্টা কাজ করিয়ে কিছু মজুরির ব্যবস্থা করা হয় বলে জানানো হয়।

KMC Trade Licence : শহরের দোকানদারদের স্বস্তি! অতিরিক্ত ফি নিয়ে বড় সিদ্ধান্ত কলকাতা পুরসভার
বিষয়টি নিয়ে বিরোধী বিজেপির অভিযোগ, পুরসভা চালাতে পারছে না তৃণমূল। কর্মচারীদের মজুরি দিতে না পেরে তাঁদের মজুরি কেটে নিচ্ছে। সেই কারণেই কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করছে বলেই মত গেরুয়া শিবিরের।

Birbhum News : দুবরাজপুরে খানা-খন্দে পরিপূর্ণ রাস্তা যেন মরণফাঁদ! নিত্য দুর্ভোগে যাত্রীরা, চিঠি জাতীয় সড়ক অথরিটিকে
তবে হুগলি চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান অমিত রায় জানান, এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। পুরসভার ফিনান্স অফিসার সরকারি নিয়মের কথা বলেছিলেন মিটিং-এ। তাই অস্থায়ী কর্মীরা বিক্ষোভ দেখিয়েছেন। আমরা বলেছি কাজ করতে হবে। চেয়ারম্যান বলেন, “আমরা বলেছি, তোমাদের সময়ে আসতে হবে, সময়ে যেতে হবে। কাজের কাজ করতে হবে। শহর পরিষ্কার – পরিচ্ছন্ন রাখতে হবে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version