পথসভা এদিন কার্যত জনসভা রূপান্তরিত হতে দেখে খুশি তৃণমূল নেতা। তপনের ভিড়ের ছবি ফেসবুকে পোস্ট করে তিনি লেখেন, ‘‘মানুষের পঞ্চায়েত’ গঠিত হচ্ছেই। একথা বলছেন স্বয়ং মানুষই। আজ দক্ষিণ দিনাজপুরের তপনের সভাস্থল উপচে পড়েছিল আগতদের ভিড়ে! নিজেদের প্রার্থীদের নিজেরাই বেছে নিতে পারেন, এমন কথা অতীতে শোনেননি তাঁরা। আমাদের এই আয়োজনে তাই একাধারে মুগ্ধ এবং হতবাক হয়েছিলেন স্থানীয়রা! সভাস্থলে উপস্থিত জনতার প্রশ্ন ছিল, এমনটা কি সত্যিই সম্ভব? আমি তাঁদের জানিয়েছিলাম, হ্যাঁ, সম্ভব। তার জন্য তাঁদের শুধুমাত্র গোপন ব্যালটে নিজেদের মতামত জানাতে হবে।’