Income Tax Raid : মুখ্যমন্ত্রীর সফরের আগেই মালদায় তৃণমূল নেতার বাড়িতে আয়কর হানা – income tax department official are conducting a raid in malda businessman house


এবার মালদায় আয়কর হানা। জানা গিয়েছে, তৃণমূল ঘনিষ্ঠ এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালাচ্ছেন আয়কর দফতরের আধিকারিকরা। সূত্রের খবর, হেমন্ত শর্মা নামক ওই ব্যবসায়ীর মালদা এবং বুলবুলচণ্ডীর বাড়িতে একযোগে হানা দিয়েছেন কেন্দ্রীয় সংস্থা। হেমন্ত শর্মা স্থানীয় এলাকায় তৃণমূল নেতা হিসেবে পরিচিত।

জানা গিয়েছে, বুধবার তাঁর বাড়ি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয়। চলে তল্লাশিও। তাঁর বাড়িতে ব্যবসা সংক্রান্ত বেশ কিছু তথ্য যাচাই করে দেখছেন আয়কর কর্তারা। জানা গিয়েছে, বাড়িতে নতুন করে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

Krishna Kalyani: আরও এক বিধায়কের বাড়িতে হানা ইডির, রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণীর বাড়িতে তল্লাশি
বুলবুলচন্ডীর বাড়িতে তল্লাশির খবর পেয়ে এলাকায় পৌঁছয় স্থানীয় হবিবপুর থানার পুলিশ। জানা গিয়েছে, তার আগেই ওই বাড়ি থেকে বেরিয়ে যায় আয়কর দফতরের আধিকারিকরা। মালদা শহরে ওই ব্যবসায়ীর অফিস এবং বাড়িতে তল্লাশি চলছে।

এই বিষয়ে মালদা জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সিকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “বিষয়টি ভালো করে জানি না। কার বাড়িতে গিয়েছে আমি তা জানি না। খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি। তবে আইন আইনের মতো করে চলবে। এখানে আমাদের কোনও মন্তব্য থাকতে পারে না।”

Prabir Koyal Tapas Saha : নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড়, তৃণমূল বিধায়কের আপ্ত সহায়ককে তলব CBI-এর
উল্লেখ্য, এদিন রায়গঞ্জের বিধায়ক তথা পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান কৃষ্ণ কল্যাণীর বাড়িতে তল্লাশি চালায় ED। সূত্র মারফত খবর, তাঁর বাড়িতে শুধুমাত্র ED নয়, তল্লাশি চালাচ্ছেন আয়কর দফতরের আধিকারিকরাও। প্রসঙ্গত, অতীতে একাধিকবার রাজনৈতিক অবস্থান বদলেছেন কৃষ্ণ কল্যাণী।

তিনি একুশের বিধানসভা ভোটে পদ্ম প্রতীকে ভোটে লড়েছিলেন এবং জয়ীও হয়েছিলেন। পরে তিনি BJP ছাড়ার কথা ঘোষণা করেন এবং তৃণমূলে যোগদান করেন। জানা গিয়েছে, কৃষ্ণ কল্যাণীর তিনটি ঠিকানায় তল্লাশি অভিযান চলছে। বিধায়কের রয়্যাল এনফিল্ড শো রুম, তাঁর কার্যালত এবং কল্যাণী সলভেন্ট বাজারে যোগ দিয়েছেন আয়কর দফতরের আধিকারিকরা।

Recruitment Scam : CBI কেস ডায়েরিতে বাংলা বানান ভুল! ‘আপনি লিখেছেন?’ তদন্তকারী আধিকারিককে প্রশ্ন বিচারকের
প্রসঙ্গত, সম্প্রতি অতীতে একাধিকবার তৃণমূল অভিযোগ তুলেছিল, রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে কেন্দ্রীয় এজেন্সিগুলিতে। এই দাবি তুলে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণ কল্যাণীর বাড়িতে ED-র তল্লাশির ঘটনায় সরব হয়েছে তৃণমূলও।

তৃণমূল কংগ্রেসের তরফে প্রদীপ কল্যাণী দাবি করেছেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে কেন্দ্রীয় এজেন্সি কৃষ্ণ কল্যাণীর বাড়িতে তল্লাশি চালাচ্ছে বলেও দাবি করেছেন তিনি। এদিকে কৃষ্ণ কল্যাণীর বাড়িতে তল্লাশি চালানোর ঘটনার খবর সামনে আসার পরই তাঁর অফিসের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন অনুগামীরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *