প্রসেনজিৎ মালাকার: ‘বাবুরা গোরু চোর ধরতে বেরিয়েছে’। কেষ্টহীন বীরভূমে গিয়ে অভিষেকের মুখে অনুব্রত মণ্ডলের নাম। তাঁর প্রশ্ন, ‘বীরভূমের জেলা সভাপতি অনব্রত মণ্ডল, তাঁকে গ্রেফতার করে নিয়ে গিয়েছে দিল্লি। ১৫০ গুণ সম্পত্তি বেড়েছে বলে তাঁর মেয়ে সুকন্য়া মণ্ডলকে গ্রেফতার করেছে। অমিত শাহের ছেলের ৮০ হাজার গুণ সম্পত্তি বেড়েছে, কেন অমিত শাহের ছেলে গ্রেফতার হবে না’?
গোরুপাচারকাণ্ডে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে ইডি। এমনকী, তাঁর মেয়ে সুকন্যাকেও যখন গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তখন গোরু পাচারে নাম জড়িয়েছে BSF-র! কীভাবে? ইডির চার্জশিটেই দাবি, এনামূল হক ও তার সহযোগীরা পাচারে বিএসএফের সাহায্য নিয়েছিল।
তৃণমূলে ‘নবজোয়ার’ কর্মসূচিতে এখন বীরভূমে অভিষেক। এদিন মুরারইয়ে এক জনসভায় তিনি বলেন, ‘বাবুরা গোরু চোর ধরতে বেরিয়েছে। ইডি বলছে গোরু চুরি করতে প্রত্যক্ষ আর পরোক্ষ মদত দিয়েছে বিএসএফ। বিএসএফ কার অধীনে? অমিত শাহ। ক্ষমতা আছে অমিত শাহ-কে ডেকে জিজ্ঞাসাবাদ করবে’? সঙ্গে চ্যালেঞ্জ, ‘ক্ষমতা থাকলে যত শক্তি আছে, প্রয়োগ কর। গলা কেটে দিলেও জয় বাংলা বেরোবে, বন্দে মাতরম বেরোবে, তৃণমূল কংগ্রেস বেরোবে। আমরা মাথা নত করব না’।
এদিকে অভিষেক বেরিয়ে যেতেই মুরারইয়ে নবজোয়ার কর্মসূচিতে বিশৃঙ্খলা। সভাস্থলে তখন ব্য়ালটে ভোটগ্রহণ চলছে। রীতিমতো হাতাহাতি জড়িয়ে পড়লেন তৃণমূলকর্মীরাই। ছিনতাই হয়ে গেল ব্য়ালট পেপার।
পঞ্চায়েত ভোটে কাকে প্রার্থী চান? গোপ ব্য়ালটে মতামত দিচ্ছেন সাধারণ মানুষ। কোচবিহার থেকে কাকদ্বীপ। জনসংযোগ যাত্রায় অভিষেক বন্দ্য়োপাধ্যায়। কর্মসূচির পোশাকি নাম, তৃণমূলে ‘নবজোয়ার’