Mamata Banerjee: মাত্র ৩০০ টাকায় মিলবে বাংলার শাড়ি, দাম বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী – mamata banerjee big announcement on banglar sari from nabanna


‘উৎকর্ষ বাংলা’ পর্যালোচনা বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাংলার শাড়ি-এর দাম বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী বৈঠকে ঘোষণা করেন, বাংলার প্রতিটি ব্লকে ‘বাংলার শাড়ি’-এর আউটলেট খোলা হবে এবং এখানে অত্যন্ত সস্তায় পাওয়া যাবে রাজ্যের জেলায় জেলায় তৈরি শাড়ি।

Mamata Banerjee: ইঞ্জিনিয়ারিংয়ের মতো এবার ডাক্তারিতেও ডিপ্লোমা, প্রস্তাব মুখ্যমন্ত্রীর
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যের ৩৬৫টি ব্লকে আপাতত খোলা হবে এই আউটলেট। কেউ ফ্র্যাঞ্চাইজি নিতে চাইলে তাও দেবে সরকার।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যের ৩৬৫টি ব্লকে আপাতত খোলা হবে এই আউটলেট। কেউ ফ্র্যাঞ্চাইজি নিতে চাইলে তাও দেবে সরকার। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ”বাংলায় সবধরনের শাড়ি আছে। তাঁত, ধনেখালি বালুচরি, মসলিন, ঢাকাই আরও কতধরনের শাড়ি আছে। কেউ চাইলে সরকারের থেকে ফ্রাঞ্চাইঞ্জি নিতে পারেন। আগে জেলার সদরগুলিতে বাংলার শাড়ি আউটলেট হোক। তারপর ব্লকে ব্লকে হলেও আপত্তি নেই। এখানকার ছেলে মেয়েরা দেখবেন সব মলে মলে জিনিস কিনতে ঢোকে। কারণ, তারা সেখানে সব জিনিস পায় বলে ঢোকে। এভাবেই আমাদের অনলাইনেও বিক্রি করার ব্যবস্থা করতে হবে।”

Mamata Banerjee: ‘ কেন্দ্র শুধুই রাজনীতিতে ব্যস্ত, ভাঙন রোধেও টাকা দিচ্ছে না’, কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে ফের সরব মুখ্যমন্ত্রী

এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী এও বলেন শুধু শাড়ি নয়, সালোয়ার, কুর্তি, শার্ট-প্যান্ট অর্থাৎ বাংলার জামাকাপড়, যা যা ছেলে মেয়েরা পরে তা তৈরি করে এই বাংলার শাড়ি আউটলেটে রাখা হবে। মুখ্যমন্ত্রী বলেন, ”সুন্দর সুন্দর সালোয়ার তৈরি করে রাখা হবে। ছেলেদের জন্যেও পোশাক থাকবে। এখন তো আমাদের এখানে বালুচরির কোর্ট, প্যান্টও তৈরি হচ্ছে। সরকারি পরিকাঠামোয় তৈরি এক্সক্লুসিভ বাংলার শাড়ি দোকান দেব। বিশ্ব বাংলা এখন যেমন একটা ব্র্যান্ড হয়েছে, তেমন দোকান হবে। যাদের হোটেল আছে। তারা হোটেলে যদি একটা করে স্টোর খোলেন।”

Mamata Banerjee: ইঞ্জিনিয়ারিংয়ের মতো এবার ডাক্তারিতেও ডিপ্লোমা, প্রস্তাব মুখ্যমন্ত্রীর
বাংলার শাড়ি আউটলেটে যেসব শাড়ি পাওয়া যাবে সেই শাড়িরও দাম বেঁধে দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ”বিশ্ববাংলার শাড়ির দাম একটু বেশি। এখানে দাম সাধ্যের মধ্যে রাখতে হবে বাংলার শাড়ি আউটলেটে সর্বনিম্ন ৩০০ টাকা থেকে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত শাড়ি পাওয়া যাবে। বিশ্ব বাংলায় যেমন একলাখ টাকার শাড়িরও আছে। কিন্ত এখানে ৩০০ টাকায় অনেক ভালো শাড়ি ও সালোয়ার পাওয়া যাবে। এখানকার জেনারেশন পাতলা ও হালকা শাড়ি ও জিনিস পছন্দ করে। ভারি জিনিস পছন্দ করে না। প্যাটার্ন বদলাও।”

Mamata Banerjee Viral: পোষ্য়কে কোলে নিয়ে ট্রেডমিলে দৌড়লেন মমতা

বাংলার শাড়ি বিষয়টি দেখার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি কমিটিও গড়ার কথা বলেন। যাতে শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য, বীরবাহা হাঁসদা ও আরও কয়েকজন মহিলা নেত্রীর নাম করেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *