Kurmi Protest Against Abhishek : পুরুলিয়ায় কুড়মি কাঁটা অব্যাহত, অভিষেক দেখা না করায় বাড়ল বিপত্তি – kurmi community protest against abhishek banerjee at purulia


তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখা না করায় ক্ষোভ ফেটে পড়লেন কুড়মি সম্প্রদায়ের প্রতিনিধিরা। আজ তাঁরা অভিষেক বন্দ্যোপাধ্যায় এর সঙ্গে দেখা করতে চেয়ে দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছিলেন ডুমুরডি মোড়ে। কিন্তু অভিষেকের কনভয় না থামার পর ক্ষোভ উগরে দেন তাঁরা। স্লোগান উঠে ‘অভিষেক বন্দ্যোপাধ্যায় হায় হায়’।

অভিষেক বন্দ্যোপাধ্যায় না থামায় ক্ষোভে ফেটে পড়লেন কুড়মিরা। কুড়মাইরা অভিযোগ করেছেন, পুলিশের সঙ্গে তাঁদের কথা হয়েছিল। পুলিশ তাঁদের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখা করার কথা জানান। কুড়মি সমাজের প্রতিনিধিরা দেখা করতে পারবেন আশা ছিল তাঁদের। কিন্তু এরপরেও দেখা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।

Abhishek Banerjee : অভিষেককে ঘিরে বিক্ষোভ কুড়মিদের! কনভয় থামিয়ে গাড়ি থেকে নেমে এলেন তৃণমূল সাংসদ
বুধবার কাশীপুর হাটতলা মোড়ে কুড়মি সমাজের সমর্থকেরা বিক্ষোভ জানানোর জন্য তৈরি ছিলেন। এর মাঝেই কুড়মি সমাজের সমর্থকরা পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ দেখান। পাশাপাশি, অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখা না করায় চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করেন।

কুড়মি সমাজের এক প্রতিনিধি বলেন, “ওঁর সঙ্গে দেখা করার জন্য আমরা দাঁড়িয়েছিলাম। সারাদিন অপেক্ষা করার পরেও আমাদের আশা আকাঙ্খার উপর উনি জল ঢেলে দিলেন। এতে আমরা খুব অপমানিত হয়েছে। ওঁর কাছ থেকে এরকম ব্যবহার আশা করিনি।” রাস্তার উপরেই চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।

Sukanta Majumdar Kurmi Protest : কুড়মি-মন্তব্যে দিলীপের হয়ে ক্ষমা চাইলেন সুকান্ত
বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বাঁকুড়া জেলা থেকে নব জোয়ার কর্মসূচি সেরে আনাড়া থেকে পুরুলিয়া যাওয়ার কথা ছিল। এর মাঝেই পথে রাজ্য সড়কের ধারে কুড়মি সম্প্রদায়ের মানুষজন একত্রিত হয়ে স্লোগান তুলে বিক্ষোভ দেখাতে থাকে। পুরুলিয়া মফস্বল থানা এলাকার পুরুলিয়া বরাকর রাজ্য সরকার ডুমুরডি মোড়ে কুড়মি সম্প্রদায়ের মানুষজন একত্রিত হয়ে বিক্ষোভ প্রদর্শন করে।

Dilip Ghosh Kurmi Protest : ‘মনোবল ভাঙেনি…’, বাসভবনে বিক্ষোভের ঘটনায় কুড়মিদের বার্তা দিলীপের
নিজেদের দাবি নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে কুড়মি সম্প্রদায়ের মানুষ। এর আগে বিজেপির কেন্দ্রীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বিক্ষোভের মুখে পড়েন। এরপর মঙ্গলবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কুড়মি সম্প্রদায়ের বিক্ষোভের মুখে পড়েন।

সিমলাপাল থেকে খাতড়া ঢোকার আগে কুড়মিদের ক্ষোভের মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি মঙ্গলবার কুড়মি সম্প্রদায়ের মানুষ জনের সঙ্গে কথা বলেন। তাঁদের অভাব অভিযোগের কথা শোনেন।

Kurmi Protest : ‘মুখ্যমন্ত্রী কে ভুল বুঝবেন না’, কুড়মি সমাজের কাছে কাতর আবেদন মানস ভূঁইয়ার
প্রসঙ্গত, কুড়মি সম্প্রদায়ের মানুষ দীর্ঘ কয়েক মাস ধরে আন্দোলন চালিয়ে আসছে রাজ্যে। রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন তাঁরা। একাধিক জঙ্গল মহল এলাকায় কুড়মি সম্প্রদায়ের আন্দোলন অব্যাহত রয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *