West Bengal News : শুক্রবার সন্ধ্যেবেলায় হাড়হিম করা কাণ্ড ঘটে গেল মালদা শহরের একেবারে প্রাণকেন্দ্রে। ভর সন্ধ্যায় ছিনতাইয়ের কবলে পড়লেন এক স্কুল ছাত্রী। আর ছিনতাইয়ে বাধা দেওয়ায় ওই স্কুলছাত্রীকে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করা হয়। আহত ওই স্কুলছাত্রীকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে শুক্রবার সন্ধ্যায় মালদা শহরের প্রাণকেন্দ্র রথবাড়ি রেলওয়ের সাবওয়ে ব্রিজের নিচে।

Digha News : ব্যাঙ্কের ভিতর টাকা ছিনতাই করতে গিয়ে ধৃত বাংলাদেশি যুবক, শোরগোল দিঘায়
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত ওই স্কুল ছাত্রীর নাম রিতিকা ঘোষ। বয়স ১৮ বছর। বাড়ি মালদা জেলার ইংরেজবাজার পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের অরবিন্দ পার্ক এলাকায়। পরিবারের রয়েছেন বাবা উৎপল ঘোষ, মা রুপালি ঘোষ। রিতিকা মালদা বাল্য গার্লস উচ্চ বিদ্যালয় থেকে এবারে উচ্চমাধ্যমিক দিয়েছেন। পরিবার ও পুলিশ সূত্রে আরও জানা যায়, গতকাল সন্ধ্যা নাগাদ মালদা শহরের রথবাড়ি থেকে বাজার করে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন ওই স্কুল ছাত্রী।

Hooghly Kidnaping : মুখে রুমাল, পরিচারককে মারধর করে একরত্তিকে ছিনতাই! চাঞ্চল্যকর ঘটনা হুগলিতে
সেই সময় রথবাড়ির সাবওয়ের নিচে পৌঁছনো মাত্রই পিছন দিক থেকে মোটরবাইকে করে দুই দুষ্কৃতী এসে ওই স্কুল ছাত্রীর মুখে স্প্রে করে অচৈতন্য করে দেয় বলে অভিযোগ পরিবারের। স্কুলছাত্রী কিছুটা অচৈতন্য হতেই তাঁর কাছ থেকে গলার সোনার গয়না নিয়ে পালায় দুষ্কৃতীরা বলে অভিযোগ।

Railway GRP : চলন্ত ট্রেন থেকে হার ছিনতাই, দুষ্কৃতীকে বাড়ি থেকে গ্রেফতার GRP-র
এরপরই স্কুলছাত্রী বাধা দিতে গেলেই তাঁকে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে। স্থানীয়রা ছুটে এসে ওই স্কুল ছাত্রীকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এরপর পরিবারের লোকেরা খবর পেয়ে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে পৌঁছন ওই স্কুল ছাত্রীর কাছে।

Uttar 24 Pargana : প্রাতঃভ্রমণে বেরনোই হল কাল! ছিনতাই সোনার চেন, CCTV-তে ধরা পড়ল সবটা
স্কুল ছাত্রীর কাছে সমস্ত ঘটনা শুনে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ করেন পরিবারের সদস্যরা। ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। রিতিকা ঘোষ এই বিষয়ে বলেন, “ওই রাস্তা দিয়েই রোজ আমি বাড়ি ফিরি। মনে হয় আগে থেকে কোনওদিন আমাকে লক্ষ্য করেছিল।

ওই ঘটনার পরে স্থানীয়রা এসে আমাকে উদ্ধার করেন। চোখে মুখে জল দেন, তারপরেই আমি একটু সুস্থ হই”। রিতিকা আরও জানান, “পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব নজরদারি ব্যবস্থা আরও কড়া করতে। কালকে আমার সঙ্গে এরকম হয়েছে। আবার ভবিষ্যতে অন্য কারও সঙ্গেও এরকম হতে পারে। এর একটা বিহিত করা দরকার”।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *