রবিবার ছুটির দিন সকালে চাঞ্চল্য কৃষ্ণনগরে। নদিয়ার কৃষ্ণনগরে শহরের প্রাণকেন্দ্রে উপস্থিত এক রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কে লাগল আগুন। ছুটির দিনে বন্ধ ব্যাঙ্কে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল সাড়ে ছটা নাগাদ কৃষ্ণনগর কোতয়ালি থানার শক্তিনগর পাঁচ মাথা মোড় এলাকায়। ব্যাঙ্ক থেকে কালো ধোঁয়া ও অগ্নিশিখা বেরতে দেখেন স্থানীয়রা। আগুন জ্বলছে দেখার পরে স্থানীয় বাসিন্দারা প্রথমে খবর দেয় দমকলে। আগুন লাগার খবর পেয়ে কিছুক্ষণের মধ্যে এসে উপস্থিত হয়। ততক্ষণে গোটা এলাকা ভরে গিয়েছে কালো ধোঁয়ায়। স্থানীয়রাও আগুন নেভানোর কাজে হাত লাগান। দমকলের দুটি ইঞ্জিন এসে দীর্ঘক্ষণ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

Hooghly News: গ্রাম পঞ্চায়েত অফিসে অগ্নিকাণ্ড! কোটি কোটি টাকার দুর্নীতি লুকোতেই আগুন বলে দাবি বিরোধীদের

ছুটির দিনে বন্ধ ব্যাঙ্কে আগুন লাগায় একদিকে যেমন মানুষের আটকে পড়ার কোনও সম্ভাবনা ছিল না। কিন্তু, অপরদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাঙ্কে থাকা টাকা ও গ্রাহকদের জমা রাখা বহুমূল্য জুয়েলারি-সম্পদ সহ বিপুল পরিমাণ দরকারি ও মূল্যবান নথি পুড়ে নষ্ট হওয়ার আশঙ্কা।

কীভাবে এই অগ্নিকাণ্ড তা এখনও স্পষ্ট নয়। তবে দমকলের প্রাথমিক অনুমান, ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে ই আগুন লাগতে পারে। অগ্নিকাণ্ডের ঘটনা ব্যাঙ্কের টাকা ও মেশিন থেকে শুরু করে কম্পিউটারের কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দমকল সূত্রে খবর। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও অজানা। অনুমান, সোমবার অর্থাৎ আগামীকাল ব্যাঙ্কের সব কর্মীরা এলেই তখনই জানা সম্ভব হবে কী কী মূল্যবান জিনিস অগ্নিকাণ্ডে নষ্ট হয়েছে।

Malda Fire : ছেলেটা আর বাড়ি ফিরল না ! মালদার অগ্নিকাণ্ডে মৃত রাজুর বাড়িতে শুধুই হাহাকার

ওই ব্যাঙ্কে নিজেদের আমানত গচ্ছিত রাখা গ্রাহকদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। সকালে ব্যাঙ্কে আগুন লাগার খবর পেয়ে ছুটে এসেছিলেন স্থানীয় অনেক গ্রাহক। এই ব্যাঙ্কের বহু দিনের গ্রাহক অসিত দেবনাথের কপালে চিন্তার ভাঁজ। বলেন, ”সামনের অগাস্টে মেয়ের বিয়ে। সব গয়না কিনে ব্যাঙ্কের লকারে রাখা। এই শেষ মুহূর্তে যদি কিছু অঘটন ঘটে, তাহলে কী করে কী করব জানি না। কাল ব্যাঙ্ক থেকে সরকারিভাবে তথ্য না জানা অবধি টেনশনে বসতেও পারছি না।”

Bank Holidays: 2000 টাকার নোট বদলাতে ব্যাঙ্কে যাবেন? জুন মাসে 12 দিন ছুটি! কোন কোন তারিখ বন্ধ?

Kolkata Fire: রাজভবনের পাশে ভয়াবহ অগ্নিকাণ্ড!

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কৃষ্ণনগর পুরসভার চেয়ারম্যান রীতা দাসও। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এত বড় একটি ব্যাঙ্ক অথচ এখানে কোনও নিরাপত্তা রক্ষী নেই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *