Partha Chatterjee: ‘আলোচনা প্রয়োজন…’, অভিষেকের কনভয়ে হামলার ঘটনায় মুখ খুললেন পার্থ – partha chatterjee comments on kurmi protest and state government strategy


অভিষেকের কনভয়ে হামলা এবং মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ি ভাঙচুরের ঘটনায় রাজেশ মাহাতো সহ ৯ কুড়মি নেতার গ্রেফতারি নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। এই প্রসঙ্গে এবার মুখ খুললেন নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন শিক্ষামন্ত্রী ও বহিষ্কৃত তৃণমূল সদস্য পার্থ চট্টোপাধ্যায়। আদালত বেরনোর সময় প্রাক্তন মন্ত্রী বলেন, ”কুড়মি আন্দোলন সামাল দেওয়ার জন্য দমন পীড়নের রাস্তা সঠিক নয়।”মঙ্গলবার পার্থ চট্টোপাধ্যায়কে নিয়োগ দুর্নীতি মামলায় পেশ করা হয় আলিপুর আদালতে। গ্রুপ সি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ ৭ জনের আগামী ১৩ জুন পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। এদিন আদালত থেকে বেরনোর পথে সংবাদ মাধ্যমের সামনে তিনি বলেন, ”জঙ্গলমহলে দমন পীড়ন নয়, আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা উচিত।”

Arpita Mukherjee: ১০ মাসে আমূল বদল! আদালতে সশরীরে হাজিরা দিতে এসে অর্পিতা বললেন…

প্রসঙ্গত, বহুদিন ঝাড়গ্রামের পর্যবেক্ষক হিসেবে কাজ করেছেন প্রাক্তন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। সেসময় একাধিকবার তৃণমূল সুপ্রিমোকে সঙ্গে নিয়ে কুড়মি নেতাদের সঙ্গে আলাপ আলোচনা চালিয়েছিলেন। তিনি এদিন বলেন,”২০০১ থেকে ২০২১-এর ২১ জুলাই পর্যন্ত আমি আমার প্রিয় নেত্রীর সঙ্গে ছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা আছে। আমি বলব, কুড়মিদের সঙ্গে জঙ্গলমহলে আলাপ আলোচনা করুন। দমন পীড়ন নীতি অবলম্বন করা বোধ হয় ঠিক নয়। অভিষেকের প্রতি আমি আস্থাশীল, দমন পীড়ন নীতির বদলে আলাপ আলোচনায় এই সমস্যার সমাধান করা উচিত।”

Kurmi Protest in West Bengal: CID-র আবেদন খারিজ, কুড়মি নেতাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ আদালতের

এদিন সকালে আদালতে ঢোকার পথে অর্র্পিতা মুখোপাধ্যায়ের স্টেটমেন্ট নিয়ে প্রশ্ন করা হলে পার্থ চট্টোপাধ্যায় মুখে কুলুপ আঁটেন। সোমবার কোর্টে আইনজীবী মারফত অর্পিতা দাবি করেছেন, তিনি পরিস্থিতির শিকার। সমস্ত দুর্নীতির মাস্টার মাইন্ড পার্থ চট্টোপাধ্যায়ই।

Kurmi Protest : ‘সরকারের দুমুখো মনোভাব…’, নেতাদের গ্রেফতারির প্রতিবাদে জঙ্গলমহল জুড়ে আন্দোলনের ডাক কুড়মিদের

অন্যদিকে, নির্বাচনের তিনমাসের মধ্যে বাইরনের তৃণমূলে যোগদান নিয়ে সরব হন তৃণমূল মহাসচিব। তিনি বলেন, ”শুধু বাইরন নয়, একে একে সবাই তৃণমূলে চলে আসবে।” উল্লেখ্য, গত বছর নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় তৃণমূলের বহিষ্কৃত সদস্য পার্থ চট্টোপাধ্যায়কে। এদিন আদালতে পেশ করার সময় হতাশার সুর শোনা গিয়েছিল প্রাক্তন শিক্ষামন্ত্রীর গলায়। তাঁর অভিযোগ, ৩০০ দিনের বেশি বিনা বিচারে তাঁকে আটকে রাখা হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসাও দেওয়া হচ্ছে না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *