এই সময়, কাঁথি: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনজোয়ার কর্মসূচির মধ্যে মহিষাগোট গ্রাম পঞ্চায়েতের প্রধানের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। কেউ হতাহত না হলেও ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তৃণমূলের অভিযোগ, বিজেপির দুষ্কৃতীরা এই বোমাবাজির সঙ্গে জড়িত। অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

Hooghly Trinamool Congress News : অভিষেকের সফরের আগেই গোষ্ঠী সংঘর্ষ আরামবাগে, আহত ১ তৃণমূল কর্মী
সোমবার রাত ১২টা নাগাদ পঞ্চায়েত প্রধান সোমা মিশ্রের বাড়ি লক্ষ্য করে কয়েকজন দুষ্কৃতী বোমাবাজি করে বলে অভিযোগ। প্রধান সোমা মিশ্র ও তাঁর স্বামী নন্দদুলাল মিশ্র এলাকায় দাপুটে তৃণমূল নেতা বলে পরিচিত। প্রধান বলেন, ‘পঞ্চায়েতে কাজ শেষ করে বাড়ি ফিরে আমরা তখন খাওয়ার আয়োজন করছিলাম। হঠাৎই বাইকে করে এসে কয়েকজন দুষ্কৃতী আমার বাড়ি লক্ষ্য করে বোমা ছুড়ে পালিয়ে যায়। এর মিনিট পনেরো বাদে ওরা ফিরে এসে আবার বোমাবাজি করে। আমার স্বামী একজনের জামা ধরে টেনে রাখলেও ওরা পালিয়ে যায়।’

Murshidabad TMC : কৃষ্ণ জেলে, এলাকায় তুমুল গোষ্ঠী সংঘর্ষ! বোমাবাজিতে নিহত তৃণমূল কর্মী
প্রধানের স্বামী স্থানীয় তৃণমূল নেতা নন্দদুলাল মিশ্র বলেন, ‘এমন ঘটনা এর আগে এই এলাকায় কোনও দিন ঘটেনি। আমরা হামলাকারীদের চিনতে পেরেছি। ওরা পাশের এলাকার ছেলে। আমরা পুলিশ ও দলীয় নেতৃত্বকে এই বিষয়ে জানিয়েছি।’ বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সহ-সভাপতি অসীম মিশ্র বলেন, ‘তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এমন ঘটনা। পুলিশ নিরপেক্ষ ভাবে তদন্ত করলে প্রকৃত সত্য সামনে আসবে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *