Abhishek Banerjee : অভিষেকের কনভয়ে হামলার জের, মাঝরাতেই CID -র হাতে গ্রেফতার আরও ১ কুড়মি নেতা – one more kurmi leader is arrested by cid over abhishek banerjee convoy attack


Kurmi Leader : তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলা এবং রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ি ভাঙচুরের ঘটনায় আরও এক প্রভাবশালী কুড়মি নেতাকে গ্রেফতার করল CID। জানা গিয়েছে, গ্রেফতার হওয়া কুড়মি নেতার নাম কৌশিক মাহাতো। তাঁর বাড়ি ঝাড়গ্রামের জামবনি এলাকায়। সূত্র মারফৎ জানা গিয়েছে, গতকাল বৃহস্পতিবার রাত একটার সময় কলকাতা যাওয়ার পথে কৌশিক মাহাতোকে গ্রেফতার করে CID। কৌশিক মাহাতোকে নিয়ে অভিষেকের কনভয়ের হামলার ঘটনায় কুড়মি নেতা এবং আন্দোলনকারীদের গ্রেফতারির সংখ্যা গিয়ে দাঁড়াল ১১ জনে।

Kurmi Protest: অভিষেকের কনভয়ে হামলার ঘটনায় ফের গ্রেফতার, ধৃত বিজেপি নেতা
আজ শুক্রবার ঝাড়গ্রামের এডিজে ওয়ান আদালতে কৌশিক মাহাতোকে পেশ করা হবে বলেও জানা গিয়েছে। গত ২৬শে মে অভিষেকের নবজোয়ার কর্মসূচির দিন গড় শালবনি এলাকায় দেখা গিয়েছিল কৌশিক মাহাতোকে, সূত্র মারফৎ এমনই জানা গিয়েছে। এই ঘটনায় ১৫ জনের বিরুদ্ধে FIR করে ঝাড়গ্রাম থানার পুলিশ মামলা শুরু করে।

Abhishek Banerjee Kurmi Community: অভিষেকের গাড়িতে হামলায় রাজেশ সহ ৮ জন গ্রেফতার, বদলি নিয়ে টুইটে তোপ শুভেন্দুর
ঘটনার রাতেই আদিবাসী নেগাচারি কুড়মি সমাজের রাজ্য সভাপতি অনুপ মাহাতো, গড় শালবনি গ্রামের মনমোহিত মাহাতো, অনিত মাহাতো, অজিত মাহাতো সহ মোট চার জনকে গ্রেফতার করে ঝাড়গ্রাম থানার পুলিশ। ২৭ শে মে বিকেলে ওডিশা বর্ডার সংলগ্ন নয়াগ্রাম এলাকা থেকে পশ্চিমবঙ্গ কুড়মি সমাজের রাজ্য সভাপতি রাজেশ মাহাতো, আদিবাসী জনজাতি কুড়মি সমাজের রাজ্য সভাপতি শিবাজী মাহাতো সহ মোট চারজনকে গ্রেফতার করা হয়।

Abhishek Banerjee : ঝাড়গ্রামে অভিষেকের কনভয়ে হামলা, তদন্তভার নিল CID
এরপরেই দায়িত্বভার গ্রহণ করে রাজ্য পুলিশের গোয়েন্দা দপ্তর CID। CID জামবনি থেকে নীতিশ মাহাতো নামে আরও এক কুড়মি নেতাকে গ্রেফতার করে। তারপরেই কুড়মি আন্দোলনের সঙ্গে যুক্ত BJP-র সক্রিয় কর্মী সমর্থক জয় মাহাতোকে গ্রেফতার করে CID। কৌশিক মাহাতোর গ্রেফতারি নিয়ে এখনও পর্যন্ত গ্রেফতার হলেন ১১ জন কুড়মি নেতা ও আন্দোলনকারী।

Kurmi Protest : অভিষেকের কনভয়ে হামলার ব্লু-প্রিন্ট কার তৈরি? কুড়মি নেতাদের জেলে গিয়ে জেরা করবে CID
গতকাল বৃহস্পতিবার বিকেলে হঠাৎ করে গড় শালবনীতে গ্রেফতার হওয়া কুড়মি নেতা ও আন্দোলনকারীদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে পাশে থাকার আশ্বাস দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জানা গিয়েছে, তারপরেই গতকাল রাতেই তাঁদের পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।

Kurmi Protest: শাল-পিয়ালের জঙ্গল কি আরও একবার অশান্ত? রাজেশ সহ ৯ কুড়মি নেতার গ্রেফতারিতে ক্ষোভের আগুন জঙ্গলমহলে
এদিকে, একের পর এক এই গ্রেফতারির ঘটনায় কুড়মি সমাজে ছড়াচ্ছে ক্ষোভ। পঞ্চায়েত ভোটের আগে জঙ্গলমহলে এই ক্ষোভ তৃণমূলের ভোটবাক্সে থাবা বসাতে পারে বলে মনে করছে স্থানীয় রাজনৈতিক মহল। যদিও বিষয়টিকে এমনভাবে না দেখে অভিষেকের কনভয়ে হামলাকেই বেশি করে গুরুত্ব দিতে চাইছে রাজ্য প্রশাসন। তার জন্যই একের পর এক ধরপাকড় বলে মনে করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *