Pawan Singh Exclusive : ‘আমি BJP-র বিধায়ক, বাবার কথা শুনেছি…’, বাবার পথে তৃণমূলে অর্জুন-পুত্র পবন? – bhatpara bjp mla pawan singh says he will not join tmc amid speculation


তৃণমূল থেকে বিজেপি হয়ে ফের তৃণমূলে ফিরে এসেছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। গত বছর ২২ মে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে জোড়াফুলের পতাকা তুলে নেন এই ‘বাহুবলী’ নেতা। অর্জুনের তৃণমূলে ফিরে আসার এক বছর হয়ে অতিক্রান্ত হয়ে গিয়েছে। কিন্তু এখনও অন্তরালে অর্জুন-পুত্র তথা ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন সিং।

বাবার তৃণমূলে ফিরে আসার পর পবনকে নিয়ে কম জল্পনা হয়নি। কিন্তু, এখনও খাতায় কলমে বিজেপিতেই রয়েছেন ভাটপাড়ার বিধায়ক। ইতিমধ্যেই ঘোষণা হয়েছে পঞ্চায়েত নির্বাচন। ভোটের আগে পবন কি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে নাম লেখাবেন? সেই খোঁজ নিল এই সময় ডিজিটাল।

Sonali Guha : ‘…খেলা হবে’, ডায়মন্ড হারবারের দায়িত্ব পেয়েই অভিষেককে ‘চ্যালেঞ্জ’ সোনালির
এই মুহূর্তে ব্যক্তিগত কাজে রাজ্যের বাইরে রয়েছেন পবন। তৃণমূলে যোগদান প্রসঙ্গে ফোনে এই সময় ডিজিটালকে তিনি বলেন, ‘আগেও বলেছি, আমি বিজেপিতে আছি, বিজেপিতেই থাকব। দলবদলের কোনও সম্ভাবনাই নেই। আমি নীতি-আদর্শ নিয়ে রাজনীতি করি। যেখানে আছি ওখানে থাকব। যত দিন রাজনীতিতে থাকব বিজেপিই করব।’

পবনের উপর দল বদলের জন্য কোনও চাপ রয়েছে? এই প্রশ্নের জবাবে ভাটপাড়ার বিধায়ক বলেন, ‘হতে পারে আমাকে অনেক চাপ দেওয়া হবে। তখন কী পরিস্থিতি হবে আমি এখন বলতে পারব না। আমি এমন একটা পরিবারে রয়েছি, যেখানে আমার বাবা তৃণমূলে রয়েছেন, আমি বিজেপিতে রয়েছি। একটা চাপ তো অবশ্যই থাকে। কিন্তু সেই চাপ ম্যানেজ করে চলার চেষ্টা করছি।’

Trinamool Congress : বাই রানে বাম-কংগ্রেসকে হারিয়েছে তৃণমূল
বাবা অর্জুন কি পবনকে তৃণমূলে ফিরে আসতে বলেছেন? এই প্রশ্নের জবাবে পবন বলেন, ‘না, বাবা আমার উপর কখনই চাপ তৈরি করার চেষ্টা করেন না। তবে বাবা আমাকে বোঝানোর চেষ্টা করেছেন অনেকবার, তৃণমূলের ফিরে আসতে বলেছেন। বাবার কথা শুনেছি। কিন্তু আমি বলেছি, যে দল আমাকে এত সম্মান দিয়েছে, তা ছেড়ে আমি যেতে পারব না। মানুষ আমাকে এত কষ্ট করে ভোট দিয়ে জিতিয়েছে। কী করে আমি ছেড়ে চলে যাই, আমরা দ্বারা এরম হবে না।’

Sougata Roy on Suvendu Adhikari : ‘চটি দিয়ে মারতাম…’, শুভেন্দুকে ‘বেলাগাম’ আক্রমণ সৌগতর
অর্জুনের তৃণমূলে যোগদানের পর পবন এলাকায় নিষ্ক্রিয়? এই নিয়ে মুখ খুলেছেন তরুণ বিজেপি নেতা। তিনি বলেন, ‘কিছু কিছু লোক এমন ভাবে। কিছু কিছু লোক চায় যে আমি তৃণমূলে চলে যাই। লোকে এরম কথা বলতে থাকবে। আমি খুব নীরবতার সঙ্গে কাজ করি। লোক দেখিয়ে কাজ করা আমি পছন্ন করি না। যতটা সম্ভব সংবাদমাধ্যমকেও এড়িয়ে চলি। তবে আমি মানুষের পাশে সবসময় থাকি, কাজ করি। সেই রেকর্ডও রয়েছে। আপনি চাইলে দেখাতে পারি।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *