এই সময়: পঞ্চায়েত নির্বাচনে সব আসনে প্রার্থী দেওয়ার মতো সাংগঠনিক শক্তি যে আপাতত তাঁদের নেই, সে কথাটা জানেন বঙ্গ বিজেপি নেতৃত্ব। কিন্তু নির্বাচনের এক মাসও বাকি নেই। এখন তো মাঠের বাইরে বসে থাকা যায় না। কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ, যেখানে শক্তি নেই, সেখানে তৃণমূলকে হারাতে শত্রুর শত্রুকে বন্ধু ভাবতে হবে। লক্ষ্য হলো, সীমিত সাংগঠনিক শক্তি নিয়ে পঞ্চায়েতে যত বেশি সম্ভব আসনে নিজেদের ছাপ রাখা। সূত্রের খবর, এই পরিস্থিতিতে টিকিট না পাওয়া তৃণমূল নেতাদের ক্ষোভে ইন্ধন দেওয়ার বদলে বহু আসনে বাম-কংগ্রেস প্রার্থীদের পিছন থেকে হাওয়া দিতে চাইছে তারা।

CPIM Congress Alliance : জেলায় জেলায় প্রার্থী ঘোষণা বামেদের, শুরুতেই ধাক্কা জোটে? কী বক্তব্য অধীর-সুজনের?
সুকান্ত মজুমদার-দিলীপ ঘোষদের একাধিক রুদ্ধদ্বার আলোচনা থেকে বেরিয়ে এসেছিল দু’টি পরিকল্পনা। ‘প্ল্যান এ’ – শাসকদলের যে টিকিট প্রত্যাশীদের নাম প্রার্থী তালিকায় থাকবে না, তাঁদের সঙ্গে যোগাযোগ করা। সাংগঠনিক ভাবে বিজেপির দুর্বল এলাকাগুলিতে দলীয় প্রার্থীর হদিশ না করে তৃণমূলের ওই বিক্ষুব্ধদের কাছে বিজেপির টিকিট নিয়ে হাজির হওয়া। ‘প্ল্যান বি’ – যেখানে দলীয় প্রার্থী খুঁজে পাওয়া যাবে না, সেখানে বাম-কংগ্রেস প্রার্থীদের গোপন সমর্থন জানানো। উদ্দেশ্য – এতে যদি তৃণমূল কিছুটা জব্দ হয়। দুই পরিকল্পনার মধ্যে প্রথমটাই ছিল বিজেপির বেশি পছন্দের।

Panchayat Election 2023 : ফেরাতে হবে লিস্ট না মানা সব মনোনয়ন
কিন্তু মনোনয়ন প্রক্রিয়া শুরুর দু’দিন পরেও তৃণমূল প্রার্থী তালিকা ঘোষণা করেনি। কবে করবে, তা পুরোপুরি স্পষ্ট নয় বিজেপির কাছে। গেরুয়া শিবিরের আশঙ্কা, কিছু জেলায় তৃণমূল এমন সময়ে তালিকা ঘোষণা করবে, যখন ইচ্ছে থাকলেও কিছু করার উপায় থাকবে না বিজেপির। তাদের এক বর্ষীয়ান নেতার কথায়, ‘ব্যাপারটা সহজ নয়। হাতে খুব অল্প সময়। গ্রাম পঞ্চায়েত স্তরে টিকিট না পাওয়া বিক্ষুব্ধ তৃণমূল কর্মীদের কার কতটা ক্ষোভ জমেছে, সেটা বুঝতেই তো দিন কয়েক কেটে যাবে! ফলে প্ল্যান এ খারিজ।’

WB Panchayat Election 2023: দল প্রার্থী ঘোষণার আগেই মনোনয়ন জমা তৃণমূল কর্মীর! ব্যাপক শোরগোল কুমারগ্রামে
তা হলে ধরতে হবে ‘প্ল্যান বি’। গেরুয়া শিবিরের অন্দরের খবর, দুই ২৪ পরগনা, মুর্শিদাবাদ, হুগলি, নদিয়ার মতো জেলায় বহু আসনেই প্রার্থী দেওয়ার অবস্থায় নেই তারা। কিন্তু তৃণমূলকে ফাঁকা মাঠ ছাড়তেও তারা রাজি নয়। তাই এই এলাকাগুলিতে যেটুকু শক্তি আছে, তা দিয়েই বাম-কংগ্রেস জোটের প্রার্থীকে গোপনে সাহায্য করার পরিকল্পনা তাদের। এতে তৃণমূল হারলে কিছু কৃতিত্ব তো মিলবে!

Bharatiya Janata Party : বিস্তারকের সন্ধানে পদ্ম, স্পেশাল অফার ঘোষণা
‘প্ল্যান বি’-র সম্ভাবনা যে জোরালো হয়ে উঠেছে, তার ইঙ্গিত মিলছে দলের কোনও কোনও নেতার মন্তব্যেও। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘বিজেপি সব জায়গায় প্রার্থী দেবে। কোথাও না দিলে বুঝবেন, কৌশলগত কারণেই দেওয়া হয়নি।’ তৃণমূল অবশ্য বলছে, ‘বিজেপি খড়কুটোর মতো সিপিএমকে আঁকড়ে ধরতে চাইছে। একই চেষ্টা করছে বামেরা। শেষে ওদের ডুবতেই হবে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version