দলের গুরুত্ব না পেয়ে পদত্যাগ প্রার্থীর। পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক অভিজিৎ সোমের অভিযোগ, পঞ্চায়েত ভোটে একদিকে যেমন টিকিট দেওয়া হয়নি এবার আবার নির্বাচনী কাজেও গুরুত্ব দেওয়া হচ্ছে না। এমনকি হুমকি দেওয়া হচ্ছে বলে দলীয় নেতৃত্ব-দের বিরুদ্ধেই সরব পূর্ব বর্ধমান জেলা তৃনমূল কংগ্রেসের সম্পাদক। শুধু তাই নয় এলাকার তৃণমূল কর্মী-সমর্থকদের উপস্থিতিতেই দলীয় কার্যালয়ের গ্লোসাইন বোর্ড খুলে ফেললেন অভিজিৎ সোম। পাশাপাশি কার্যালয়ের যাবতীয় আসবাবপত্র ও সরঞ্জাম দান করে দেওয়া হল স্বাস্থ্যকেন্দ্র ও পাঠাগারে। নজিরবিহীন এই ঘটনার সাক্ষী বর্ধমান ১ নং ব্লকের ঝিঙ্গুটিগ্রাম।
কোথায় সমস্যা ?
পদত্যাগী তৃণমূল নেতা অভিজিৎ সোম জানিয়েছেন, ‘পঞ্চায়েত ভোটে সুযোগ থাকা সত্ত্বেও বহু ভালো কর্মীকে টিকিট দেওয়া থেকে বঞ্চিত করেছেন ব্লক নেতৃত্ব। নির্বাচন থেকে দলীয় কর্মসূচি কোনও কিছুই তাদের জানানো হয় না। এমনকী এই বিষয়ে প্রতিবাদ করলে হুমকি দেওয়া হচ্ছে। তাই হেনস্থা হওয়ার থেকে পদত্যাগ করায় শ্রেয় মনে করেছি। পাশাপাশি এলাকার মানুষের সহযোগিতায় কেনা যাবতীয় আসবাবপত্র ও সরঞ্জাম যাতে মানুষের স্বার্থেই লাগে তার জন্যই সেগুলি স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র ও পাঠাগারে দান করে দিয়েছি।’
এতদিন পর কেন পদত্যাগ?
এই প্রশ্নের জবাবে পদত্যাগী তৃণমূল নেতাকে তীব্র কটাক্ষ বিজেপির। ‘আসলে তৃণমূলের কোনও নিয়মনীতি নেই। আয়ের জন্যই অনেকে দল করেন।।পঞ্চায়েতে টিকিট পাওয়া মানে তৃণমূল নেতাদের আগামী ৫ বছরের জন্য করে খাওয়ার লাইসেন্স পাওয়া। সেখানে বাধাপ্রাপ্ত হয়েই এই তৃণমূল নেতার এই পদত্যাগ।’ এইভাবেই কটাক্ষ করেছেন বিজেপি, বর্ধমান জেলা কমিটির সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় চন্দ্র। যদিও পাল্টা পূর্ববর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস জানান, ‘ও পদত্যাগ করেছেন কিনা জানি না। তবে দলীয় কার্যালয়ের বিষয়ে এই সিদ্ধান্ত সঠিক নয় একেবারেই।’