Dilip Ghosh : দিলীপের হাত ধরেই ‘ফুল বদল’ নারায়নগড়ে! তৃণমূল ছেড়ে BJP-তে যোগ ৫০ কর্মীর – 50 trinamool workers join bjp in campaign meeting in narayangarh by dilip ghosh election 23


Panchayat Election 2023 : রাজ্যে পঞ্চায়েত নির্বাচন যত কাছে আসছে, ততই বেড়ে চলেছে দলবদল। এক দল ভাঙিয়ে আরেক দলে নেতা কর্মীদের যোগদান চলছে জোরকদমে। মাসখানেক আগেই বড় দলবদল দেখেছিল পশ্চিম মেদিনীপুর জেলার নারায়নগড়। এদিন ফের ভাঙন দেখা দিল তৃণমূলে। নারায়নগড়ে নির্বাচনী প্রচার সভায় দিলীপ ঘোষের হাত ধরে প্রায় ৫০ জন তৃণমূল কর্মী BJP-তে যোগ দিলেন বলে দাবি দলীয় নেতৃত্বের। এদিনের এই সভায় তৃণমূল ছেড়ে BJP-তে তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি সহ ৫০ জন কর্মী দিলীপ ঘোষের হাত ধরে যোগদান করেন।

Panchayat Election 2023 : ২৪ ঘণ্টায় দ্বিতীয়বার ‘ফুল বদল’ ৫০ টি পরিবারের! শোরগোল দুবরাজপুরে
এই যোগদান প্রসঙ্গে BJP উত্তর মণ্ডল সভাপতি সত্যজিৎ দে বলেন, ‘চার নম্বর কুনালপুর অঞ্চল তৃণমূলের প্রাক্তন সভাপতি পূর্ণচন্দ্র দে-সহ ২৭ জন অঞ্চল নেতৃত্ব সভায় এসে যোগদান করেছেন। সেই সঙ্গে প্রায় ৫০ জন BJP-তে যোগদান করলেন দিলীপ ঘোষের হাত ধরে। তাঁরা দীর্ঘ দু’মাস ধরে BJP-তে আসার ইছে প্রকাশ করেছিলেন। তাই আজকে যোগদান করানো হল’। এই বিষয়ে দলত্যাগী পূর্ণচন্দ্র দে বলেন, ‘তৃণমূলে কোনও সম্মান নেই। যারা চোর ডাকাত, তাঁরাই মূল্য পাচ্ছে এখন। প্রথম থেকে থাকা সাধারণ কর্মীদের কোনও মূল্য দিচ্ছেন না দলের নেতারা। মাথা থেকে পা পর্যন্ত দুর্নীতিতে ঢেকে গিয়েছে। তাই অনেকদিন থেকেই দল ছাড়ব বলে ভাবছিলাম’।

Panchayat Election 2023 : ‘তৃণমূল কর্মীরা মানুষের পাশে… BJP হাইকোর্টে!’ আক্রমণ ইন্দ্রনীলের
যদিও নারায়নগড়ের এক তৃণমূল নেতা এই বিষয়ে বলেন, ‘যারা দল ত্যাগ করেছেন, তাঁদের সঙ্গে বেশ অনেকদিন ধরে দলের কোনও সম্পর্ক ছিল না। এখন সবাই তৃণমূল। তাই কে গেল, কে রইল সেটা নিয়ে আমরা ভাবিনা। মানুষ তৃণমূলের সঙ্গে আছেন, মানুষই ভোট দেবেন’। এদিন, পশ্চিম মেদিনীপুরের নারায়নগড়ের শিয়ারা গ্রামে নির্বাচনী গ্রাম সভা আয়োজিত হয়েছিল।

Panchayat Election 2023 : মালদায় ফের তৃণমূলে ভাঙন, কংগ্রেসে যোগদান একাধিক নেতার
সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উত্তরবঙ্গে রাজ্যপালকে ঘিরে বিক্ষোভ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘রাজ্যপালকে বিক্ষোভ দেখিয়ে কি হবে! রাজ্যপাল ভোট দেবেনও না, নেবেন না, ভোট করবেনও না। অত্যাচারী মানুষের পাশে দাঁড়াচ্ছেন রাজ্যপাল। এটা তৃণমূল সহ্য করতে পারছে না। তৃণমূলের সংস্কৃতিই এটা।

Madhya Pradesh BJP : মোদীর সভার পরদিনই মধ্য প্রদেশে ধাক্কা! কংগ্রেসে যোগ সিন্ধিয়া ঘনিষ্ঠ নেতার
যারাই মানুষের পাশে গিয়ে দাঁড়ান, ওরা তাঁদের পিছনেই লাগে। বিক্ষোভ দেখায়’। সায়নী ঘোষকে ED-র চিঠি প্রসঙ্গে দিলীপ বলেন, ‘আরও অনেক কিছু দিতে পারে। তদন্তকারী অফিসাররা এই দুর্নীতিতে তাঁর যোগাযোগ খুঁজে পেয়েছেন, তাই ডেকেছেন। তদন্ত তদন্তের মতো চলছে। ভবিষ্যতে আরও অনেকেই ডাক পাবেন’।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *