প্রসঙ্গত, মিনাখাঁ ছাড়াও ভাঙড় ১ ও ২ নম্বর ব্লক, উলুবেড়িয়া, পুরুলিয়া, মুর্শিদাবাদের বেশ কয়েকজন বিডিওর বিরুদ্ধে মনোনয়ন জমা নিয়ে অভিযোগ তুলেছে বিরোধী দলগুলি। উলুবেড়িয়ায় বিডিও বিরুদ্ধে অভিযোগ ছিল, সেখানে সিপিএম প্রার্থীর মনোনয়ন পত্রে দেওয়া তথ্য সাদা কালি দিয়ে মুছে দেওয়া হয়। আদালত প্রথমে এই ঘটনার সিবিআই তদন্তের নির্দেশ দেয়।
পরে কমিশনের আবেদনে সারা দিয়ে সিবিআই তদন্ত খারিজ করা হলেও ওই ঘটনা নিয়ে বিভাগীয় তদন্ত হচ্ছে। অন্যদিকে, ভাঙর ২ নম্বর ব্লকে সময় পেরিয়ে যাওয়ার পরেও কোনও বিশেষ দলের মনোনয়ন নেওয়ার ঘটনা ঘটে। পরে সেই মনোনয়ন বাতিল করা হয়। এনিয়ে কমিশনকে বিড়ম্বনার মধ্যে পড়তে হয়। ফলে এবার তারা এই অভিযোগগুলির ভিত্তিতে কড়া ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।