Panchayat Election 2023 : সবংয়ে BJP নেতার ঝুলন্ত দেহ, নেপথ্যে TMC নেতাদের সঙ্গে কোন্দল? – bjp leader hanging body recovered at west midnapore sabang before panchayat election 2023


পঞ্চায়েত নির্বাচনের আগে বিজেপির বুথ সভাপতির ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরের সবংয়ে। মৃত বুথ সভাপতির নাম দীপক সামন্ত। ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বিজেপি। যদিও ঘটনায় সমস্ত অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। এখনও পর্যন্ত এই বিষয়ে লিখিত কোনও অভিযোগ দায়ের হয়নি। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

Panchayat Election 2023 : BJP প্রার্থীর আত্মীয়কে ছুরি মেরে খুনের চেষ্টা, বৈষ্ণবনগরে ব্যাপক শোরগোল
জানা গিয়েছে, বিগত বেশকিছু ধরেই এলাকার তৃণমূল কিছু নেতার সঙ্গে জমি সংক্রান্ত বিবাদ চলছিল দীপক সামন্ত নামে বিজেপির ওই বুথ সভাপতির। গেরুয়া শিবিরের অভিযোগ, সবং-এর বলপাই ৯ নম্বর অঞ্চলের বুথ সভাপতিকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। যদিও অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। এই বিষয়ে জেলা তৃণমূলের কো-অর্ডিনেটের অজিত মাইতির দাবি, এটি একটি আত্মহত্যার ঘটনা।

WB Panchayat Nirbachan : জেলা BJP সভাপতিকে গাড়ি থেকে নামিয়ে ‘রাম ঠ্যাঙানি’ বিজেপি কর্মীদের! রায়দিঘিতে শোরগোল
ঘটনায় মৃত বিজেপি বুথ সভাপতির এক আত্মীয়ার অভিযোগ, ‘জামাইবাবুকে মেরে ঘরে টাঙিয়ে দিয়ে গেছে। তৃণমূল করেছে। গোপাল মাইতি, কিরণ পাল, জয়দেব সামন্ত, নিতাই সামন্তর বাড়ি লুকিয়ে রেখেছিল জামাইকে। মারধর করে বাঁশে ঝুলিয়ে দিয়েছে। বিজেপি করা কি বড় দোষ? সবাই যদি একদল করে, মানুষ জয়ী হবে কী করে? কেন মেরে দিল? তার কী অপরাধ? ৪ বার থানায় এসেছি, পাত্তা দেয়নি, ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছে।’

WB Panchayat Election: ১৯-এর গেরুয়া গড়ে আঠারোর পুনরাবৃত্তি, অভিষেক আশ্বাসের বিপরীতে বাঁকুড়ায় ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়
এই বিষয়ে স্থানীয় বিজেপি নেতা তন্ময় দাস বলেন, ‘ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়নি, তাঁকে খুন করা হয়েছে। তাঁকে খুন করে টাঙিয়ে দেওয়া হয়েছে। ২০২১-এর নির্বাচনে হেরে যাওয়ার পর থেকে এর চাষ বন্ধ করে দেওয়া হয় এবং প্রচণ্ড অত্যাচার করা হয়। আমরা মানবাধিকার কমিশনেও জানিয়েছি। এখনও পর্যন্ত জমি আটকে রাখা হয়েছে, চাষ করতে দেওয়া হয়নি। ৩-৪ দিন আগে তৃণমূল নেতারা বলেছিল, যদি তৃণমূলে যোগ না দেয় তাহলে প্রাণে মেরে দেওয়া হবে। গত শুক্রবার ওনার বাবা মারা যায়, দাহ করতে দেওয়া হয়নি। স্থানীয় তৃণমূল নেতা নিতাই সামন্তর বাড়িতে তুলে নিয়ে গিয়ে আটকে রাখে ও প্রচণ্ড অত্যাচার করে। তারপর আজ মেরে ঝুলিয়ে দিয়ে যায়।’

West Bengal Panchayat Election : দিনহাটায় ভোররাতে গুলিতে নিহত TMC কর্মী, তড়িঘড়ি রিপোর্ট তলব কমিশনের
যদিও জেলা তৃণমূলের কো-অর্ডিনেটের অজিত মাইতির দাবি, ‘সবংয়ে বিজেপির একজন আত্মহত্যা করেছে। দুর্ভাগ্য, বিজেপি সেই আত্মহত্যার ঘটনাটাকে তৃণমূলের দিকে চালিয়ে দিচ্ছে। ওখানে বিজেপির খুব বেশি প্রাধান্য নেই। তাই তৃণমূলের খেয়েদেয়ে কাজ নেই, বিজেপির কাউকে মেরে ঝুলিতে দেবে? এই মিথ্যে কথা বলে বিজেপি দলটা গোটা বাংলায় চলছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *