Vidyasagar University : রাজ্যের বিশ্ববিদ্যালয়ে পিএইচডিতে ভর্তির নামে টাকা আদায়! গ্রেফতার হলদিয়ার অধ্যাপক – two arrested for extorting money in the name of phd admission


কলেজে কলেজে এখনও চলছে ভর্তি প্রক্রিয়া। শিক্ষায় বেআইনি নিয়োগ ও দুর্নীতির অভিযোগ ঘিরে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। এবার এর মধ্যেই পিএইচডিতে ভর্তির নামে প্রতারণার অভিযোগ সামনে এসেছে। পিএইচডিতে ভর্তির টোপ দিয়ে এক ছাত্রের সঙ্গে আর্থিক প্রতারণার অভিযোগে এক অধ্যাপকসহ দু’জনকে গ্রেফতার করল পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে ভর্তির নাম করে ওই ছাত্রের সঙ্গে প্রতারণা করা হয়। ভর্তির আশ্বাস দিয়ে ওই ছাত্রের থেকে ১ লাখ ৬৬ হাজার টাকা নেওয়া হয় বলে অভিযোগ। কিন্তু বাস্তবে ওই ছাত্রের সঙ্গে প্রতারণা করা হয়। সিঁথি থানার পুলিশ টাকা হাতানোর অভিযোগ পাওয়া মাত্রই ওই দু’জনকে গ্রেফতার করে।

Siliguri News: মোটা টাকার বিনিময়ে চাকরি বিক্রি! পুলিশের জালে ভুয়ো সেনা অফিসার
থানা সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে একজনের নাম মণিগ্রীব বাগ। তিনি হলদিয়া ইনস্টিউট অব টেকনোলজির অধ্যাপক। ধৃত অধ্যাপক সল্টলেকের বাসিন্দা বলেই জানা গিয়ছে। অন্যজনের নাম পিন্টু বাগ। সে নিজেকে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের কর্মী হিসেবে দাবি করলেও আদতে তা ভুয়ো। পিন্টু ধৃত অধ্যাপকের প্রাক্তন ছাত্র বলেই জানা গিয়েছে।

সিঁথি থানা সূত্রে খবর, প্রতারিত ছাত্রের নাম শুভঙ্কর মান্না। তিনি ওই এলাকারই গোপাল বোস লেনের বাসিন্দা বলেই জানা গিয়েছে। গত এপ্রিল মাসে থানায় অভিযোগ দায়ের করেছিলেন প্রতারিত ছাত্র। তিনিও ধৃত অধ্যাপকের প্রাক্তন ছাত্র বলে জানা গিয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে সিঁথি থানার পুলিশ।

Siliguri Crime : রাজ্যে ঢুকে ডাকাতি, ধরা পড়ল পাদরি গ্যাংয়ের ২ দুই সদস্য! শিলিগুড়ি তোলপাড়
সিঁথি থানা সূত্রে জানা গিয়েছে, পিএইচডিতে ভর্তির জন্য প্রিয় ‘স্যর’-এর দ্বারস্থ হন তিনি। মণিগ্রীবের মারফত পিন্টুর সঙ্গে আলাপ হয় শুভঙ্করের। পিন্টুকে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের কর্মী হিসেবে পরিচয় দেন ধৃত অধ্যাপক। পিএইচডিতে ভর্তির নাম করে ওই ছাত্রের থেকে মোটা টাকা আদায় করা হয়। পিন্টুর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা দেন শুভঙ্কর।

Birbhum Panchayat Result : জেলে বসেই জয়, ৩০৯ ভোটে জয়ী NIA-এর হাতে ধৃত মনোজ
টাকা দেওয়ার পর শুভঙ্করকে বিশ্ববিদ্যালয়ের একটি রসিদ দেয় পিন্টু। পরে বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করে প্রতারিত ছাত্র জানতে পারেন যে রসিদটি জাল। তারপর থানায় অভিযোগ দায়ের করেন তিনি। সিঁথি থানার তদন্তকারী অফিসার সুব্রত মল্লিক পাঁশকুড়া থেকে অভিযুক্ত অধ্যাপক মণিগ্রীব বাগকে গ্রেফতার করে। এরপর পশ্চিম মেদিনীপুরের বেলদার বাসিন্দা পিন্টুকে হাজরা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার পিন্টুকে আদালতে তোলা হয়েছে বলে জানা গিয়েছে। ১৮ জুলাই অবধি তাঁকে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বিচারক।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *