21 July TMC Sahid Diwas: ২১ জুলাই সমাবেশে আসা কর্মীরা কোথায় করবেন পার্কিং? জানাল কলকাতা পুলিশ – trinamool congress martyrs day rally traffic details and parking information in detail


একুশের জুলাই ধর্মতলায় তৃণমূলের মহা সমাবেশ। তৃণমূলের শহিদ দিবসের সমাবেশে যোগ দিতে ইতিমধ্যেই শহরে আসতে শুরু করেছেন জোড়াফুলের সমর্থকেরা। জনসমাবেশে যোগদানের ক্লাইম্যাক্স একুশের সকাল পর্যন্ত। রাজ্যের সমস্ত জেলা থেকে অনুগামী, কর্মী, সমর্থকেরা ধর্মতলার সভায় যোগ দিতে আসবেন। প্রতিবছর একুশে তৃণমূলের শহিদ দিবস উপলক্ষে হাজার হাজার লোক জড়ো হন। এই এত হাজার লোকের জন্য ভিড় ও ট্রাফিক সামলাতে বিশেষ পরিকল্পনা করেছে কলকাতা পুলিশ।

TMC Shahid Diwas : ২৩-এর একুশে লক্ষ্য রেকর্ড ভিড়

একুশে শহরের ট্রাফিকের সঙ্গে পুলিশের মাথা ব্যথা থাকে জেলা থেকে শহরে আসা যানবাহনগুলি নিয়ে। সভায় যোগ দিতে শহরে আসা সমর্থকেরা জেলা থেকে বাস, ক্যারাভান, ট্রাক ভাড়া করে কলকাতায় আসেন। সেই গাড়িগুলোর পার্কিংয়ের ব্যবস্থা করাই সবথেকে বড় ঝামেলার। সমাবেশের জন্য ধর্মতলা চত্বরে একুশে জুলাই প্রতিবছর থাকে ঠাঁই নাই, ঠাঁই নাই রব। সমর্থকেরা ছাড়া একসঙ্গে এত ভিআইপি ব্যক্তিত্ব সমাবেশে আসায় তাদের কনভয়কেও জায়গা দেওয়ায় ট্রাফিক পুলিশের কাজের লিস্টে একদম শুরুতেই থাকে।

New Garia Ruby Metro: নিউ গড়িয়া থেকে রুবি মোড় পর্যন্ত মেট্রো করিডর চালু শীঘ্রই, বাইপাসের ট্রাফিক নিয়ে থাকছে চিন্তা

কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে জানা গিয়েছে, জেলা থেকে আসা গাড়িগুলির জন্য জেলার ভিত্তিতে ভাগ করে পার্কিংয়ের জায়গা নির্ধারণ করা হয়েছে। এতে কোনওরকম সমস্যা বা বিশৃঙ্খলা তৈরি হবে না বলে দাবি কলকাতা পুলিশের। বৃহস্পতিবার সভার ব্যবস্থাপনার দায়িত্বে থাকা সংশ্লিষ্ট নেতাদের হাতে তুলে দেওয়া হবে পার্কিং স্টিকার। সেই স্টিকারে জেলার নাম, গাড়ির নাম্বার, ড্রাইভারের নাম এবং ফোন নম্বর লেখা থাকবে। র‌্যালিতে আসা প্রত্যেক গাড়িতে লাগাতে হবে ওই স্টিকার এবং জেলা হিসেবে নির্দিষ্ট জায়গাতেই রাখতে হবে গাড়ি। এছাড়া কেউ রাস্তা হারিয়ে ফেললে তাঁকে দিক নির্দেশ করতেও পুলিশের সুবিধা হবে।

Shahid Diwas TMC : ২১শে জুলাই বৃহত্তর সমাবেশের প্রস্তুতি, কেন্দ্রকে বার্তা দিতেই কোমর বাঁধছে তৃণমূল
কলকাতা ট্রাফিক সূত্রে খবর, ২১ জুলাই জেলা থেকে আসা গাড়িগুলিতে শহরে প্রবেশের সময়ই সেঁটে দিতে হবে পুলিশের দেওয়া স্টিকার। তাতে ধর্মতলায় পৌঁছনোর সময় জেলার জন্য নির্দিষ্ট জায়গায় গাড়িগুলিকে পার্কিংয়ের জন্য পাঠাতে সুবিধা হবে। সভার দিন কলকাতা ট্রাফিকে কর্মরত এক অফিসার বলেন, ধর্মতলায় সমাবেশ স্থানের আশপাশে মোট পাঁচটি জায়গা পার্কিং লট হিসেবে চিহ্নিত করা হয়েছে। পার্ক স্ট্রিট মেট্রোর বিপরীতে TAI গ্রাউন্ড, গঙ্গা সাগর মেলা গ্রাউন্ড, ইডেন গার্ডেনের পাশে বঙ্গবাসী গ্রাউন্ড, হেস্টিংস পার্কিং লট ও বাটা ক্লাবের কাছে জেলা থেকে আসা ভাড়ার বাস, গাড়ি, ভ্যান, ম্যাটাডোর রাখার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া শহর থেকে আসা গাড়িগুলিকে রাখার ব্যবস্থা করা হয়েছে বিটি রোড ও ইএম বাইপাসে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *