Nadia News : ফের নদীর ধার থেকে উদ্ধার ব্যালট, ভোট পেয়েছেন BJP প্রার্থী! শোরগোল – valid ballot recovered from river bank in nadia


Panchayat Election : পঞ্চায়েত নির্বাচন পার হয়ে গেলেও রাজ্যে বিরাম নেই বৈধ ব্যালট উদ্ধারে। এবার নদিয়া জেলার কৃষ্ণগঞ্জে মাথাভাঙা নদীর ধার থেকে বৈধ ব্যালট উদ্ধার হল। আর এই বৈধ ব্যালট উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। নদীর ধারে ঘুরতে গিয়ে এক শিশু প্রথমে এগুলি দেখতে পায়। সেই শিশু তখন এক দোকানের মালিককে গিয়ে খবর দেয়। খবর জানাজানি হতেই ঘটনাস্থলে পৌঁছন BJP-র কর্মীরা এবং স্থানীয়রা। ঘটনাস্থলে পৌঁছন কৃষ্ণগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধানও। গ্রামবাসীদের প্রশ্ন, কিভাবে ভোটের পরে নদীর ধারে এল এগুলি? এইরকম বৈধ ব্যালট যেখানে BJP-র পঞ্চায়েত সমিতির মেম্বারের ভোট রয়েছে।

Nadia News : জঙ্গলে ডাঁই করা জনগণের রায়! নদিয়ায় ব্যালট পেপার উদ্ধার ঘিরে বিতর্ক
রয়েছে CPIM পঞ্চায়েত প্রার্থীর ভোট, রয়েছে BJP-র গ্রাম পঞ্চায়েতের ভোট। স্থানীয়দের দাবি, শাসকদলের নেতাদের ভোটে জয়ী করবার জন্যেই এই কাজ করা হয়েছে। স্থানীয় এক BJP নেতা বলেছেন, ‘এই ঘটনা আমরা দলের জেলা নেতৃত্বকে জানিয়েছি। এটা সম্পূর্ণভাবে প্রশাসনিক ব্যর্থতা। পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের মদতে তৃণমূল কর্মীরা এই কাণ্ড করেছে। তৃণমূলকে জেতানোর জন্য এই কাজ করা হয়েছে। মানুষ BJP কে ভোট দিয়েছিলেন। কিন্তু চক্রান্ত করে এই ব্যালট পেপারগুলি বাইরে ফেলে দিয়ে তৃণমূলকে জয়ী ঘোষণা করা হয়েছে। এটা ভোট হয়নি, ভোটের নামে প্রহসন হয়েছে’।

WB Panchayat Election : ভ্যাট থেকে উদ্ধার ভোটের ব্যালট! গণনার ৪ দিন পর কুমারগঞ্জে শোরগোল
স্থানীয় এক বাসিন্দা বলেছেন, ‘ব্যালট পেপার গুলিতে দেখলাম ছাপ মারা রয়েছে। যার বেশিরভাগেই BJP-র দলীয় চিহ্ন ছিল। কিছু বামেদেরও রয়েছে। মনে হচ্ছে তৃণমূলের প্রার্থীদের জয়ী করার জন্য এই কাজ করা হয়েছে’। এই বিষয়ে এক তৃণমূল নেতা বলেছেন, ‘ব্যালটের নমুনা প্রিন্ট করে BJP চক্রান্ত করছে আমাদের বিরুদ্ধে।

Ballot Paper : ১০ দিন পার, হুগলিতে বেসরকারি কলেজের মাঠে ছড়িয়ে পড়ে ব্যালট পেপার!
কেউ চুরি করলে নিশ্চয়ই তা রাস্তায় ফেলে দেবে না। BJP একটা নাটক তৈরি করার চেষ্টা করছে। এই সব করে এলাকায় বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে’। জায়গায় জায়গায় এরকম বৈধ ব্যালট পেপার উদ্ধার নিয়ে তিনদিন আগে ভোটকর্মীদের দিকেই আঙুল তুলেছেন রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।

Purulia Panchayat Election Result 2023 : শয়ে শয়ে ব্যালট পেপার ছড়িয়ে রয়েছে রাস্তায়! শোরগোল পুরুলিয়ায়
সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছিলেন, ‘প্রিসাইডিং অফিসার যদি অসৎ উদ্দেশ্য নিয়ে রাজ্যের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে বিরোধী পক্ষের হাতে কিছু অব্যবহৃত ব্যালট তুলে দেন, এবং বিরোধীরা তা নিয়ে তাতে নিজেদের প্রতীকের ছাপ মেরে যদি তা কোর্টে জমা করেন, তবে তা তাৎক্ষণিকভাবে ধরা খুব মুশকিল’। তাঁর মতে, কিছু প্রিসাইডিং অফিসার অসৎ উদ্দেশ্য নিয়ে রাজ্যের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য বিরোধী পক্ষের হাতে কিছু অব্যবহৃত ব্যালট তুলে দিতে পারে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *