Kolkata Traffic Update Today : বিষ্যুদেই যানজটে নাকাল শহরবাসী! শহিদ সমাবেশের আগে ট্রাফিক নিয়ে বড় আপডেট – know full traffic update of kolkata given by kolkata police of 20 july 2023


আগামিকাল ধর্মতলায় তৃণমূলের শহিদ সমাবেশ। ইতিমধ্যেই ট্রেন-বাস-ট্রাকে চেপে হাজারে হাজারে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা শহরমুখী। এই অবস্থায় কলকাতার ট্রাফিকের হালহকিকত কী? আজ থেকেই যানজটে ভোগান্তি বাড়বে সাধারণ মানুষের? ট্রাফিক নিয়ে বড় আপডেট দিল কলকাতা পুলিশ।

কলকাতা পুলিশের লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম জানিয়েছে, এই মুহূর্তে কলকাতার সর্বত্র যান চলাচল স্বাভাবিক রয়েছে। কাল রাত থেকে এখনও অবধি শহর কলকাতায় বড় কোনও দুর্ঘটনার সম্ভাবনা নেই। কলকাতা ট্রাফিক পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবারের কলকাতায় কোথাও কোনও বড় ধরনের মিছিল বা মিটিং হওয়ার সম্ভাবনা নেই। মোটের উপর সারাদিনই ট্রাফিক স্বাভাবিক থাকবে। জানা গিয়েছে, বিমানবন্দর গামী ভিআইপি রোড ও ইএম বাইপাসেও যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

Kolkata Traffic Update Today : শনিবারেও যানজটে ঠাসা কলকাতার রাস্তা? ট্রাফিক নিয়ে বড় আপডেট
তৃণমূলের শহিদ সমাবেশের জন্য আগত কর্মী-সমর্থকদের চাপ কী শহরের ট্রাফিকের উপর পড়বে? লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম জানিয়েছে, তৃণমূলের শহিদ সমাবেশের প্রভাব আজকের ট্রাফিকের পড়ার কোনও সম্ভাবনা নেই। ইতিমধ্যেই যানচলাচল মসৃণ রাখার জন্য প্রস্তুতি সারা হয়ে গিয়েছে। কলকাতার বিভিন্ন ট্রাফিক গার্ডগুলি নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী যান নিয়ন্ত্রণের কাজ করছে বলে জানিয়েছে লালবাজার। অন্যদিকে সল্টলেকেও এই মুহূর্তে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানা গিয়েছে, কলকাতায় বৃষ্টিপাতের তেমন কোনও সম্ভাবনা নেই। আবহাওয়ার বদলে কলকাতায় যদি বৃষ্টি হয়, তবে বেশি কিছু অংশে জল জমতে পারে। জমা জলের কারণে কোথাও কোথাও ট্রাফিকের গতি শ্লথ হওয়ার আশঙ্কা রয়েছে।

Kolkata Traffic Update Today: বৃহস্পতিবার কোন কোন রাস্তায় যানজট? বাঁচতে কোন পথ ধরবেন? জানুন ট্রাফিক আপডেট
অন্যদিকে, তৃণমূলের শহিদ সমাবেশে কর্মী সমর্থকের আনতে ভাড়া করা হয়েছে অনেক বেসরকারি বাস। বৃহস্পতিবার সকাল থেকে অন্যান্য দিনের তুলনায় রাস্তায় বাসের সংখ্যা কম। ফলে সকাল থেকে ভোগান্তিতে পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলেই মনে করা হচ্ছে। আগামিকাল সরকারি ও বেসরকারি বাসের সংখ্যা আরও কমতে পারে বলেই মত সংশ্লিষ্ট মহলের।

21 July TMC Sahid Diwas: ২১ জুলাই সমাবেশে আসা কর্মীরা কোথায় করবেন পার্কিং? জানাল কলকাতা পুলিশ
উল্টোডাঙায় বাসের জন্য অপেক্ষারত তথ্য প্রযুক্তি কর্মী অরুণিমা পাল বলেন, ‘আমার অফিসে সল্টলেক সেক্টর ফাইভে। আধ ঘণ্টারও বেশি সময় ধরে এই হাডকো মোড়ে বাস ধরার জন্য দাঁড়িয়ে রয়েছি। বাস নেই। হাতেগোণা যে কয়েকটা বাসের দেখা মিলল, তাতে এত ভিড় যে ওঠা যাচ্ছে না। অফিসে আজ আমার গুরুত্বপূর্ণ মিটিং রয়েছে। অ্যাপ ক্যাবেও মাত্রাতিরিক্ত ভাড়া চাইছে। কখন যে অফিস পৌঁছতে পারব জানি না।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *