কোন কোন রাস্তা বন্ধ
কলকাতা ট্রাফিক সূত্রে খবর, এদিন শহরের একাধিক রাস্তায় নিয়ন্ত্রিত হবে যান চলাচল। সকাল থেকেই বন্ধ রয়েছে রেড রোড। ভিড় নিয়ন্ত্রণে বন্ধ রয়েছে দ্বিতীয় হুগলি সেতু থেকে এসপ্ল্যানেডের দিকে আসার রাস্তা। এছাড়া অকল্যান্ড রোড, কিরণ শঙ্কর রায় রোড, বিবি গাঙ্গুলি স্ট্রিট থেকে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের দিকে যাওয়ার রাস্তা বন্ধ এবং বন্ধ এস এন ব্যানার্জী রোড।
কোন রাস্তায় গেলে ঘোরানো হবে গাড়ি
লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুমের তরফে জানানো হয়েছে, শুক্রবার শহরে উত্তর ও মধ্য কলকাতার একাধিক রাস্তা ট্রাফিকের চাপ সামলাতে গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে। যান চলাচল নিয়ন্ত্রিত হবে বিবি গাঙ্গুলি স্ট্রিটে পূর্ব থেকে পশ্চিমে, স্ট্র্যান্ড রোডে দক্ষিণ থেকে উত্তরে, কেসি সেন স্ট্রিট থেকে বিবেকানন্দ রোড এবং বিবেকানন্দ রোড থেকে বিধান সরণিতে দক্ষিণ থেকে উত্তরে, রবীন্দ্র সরণিতে দক্ষিণ থেকে উত্তরে, আর্মহার্স্ট স্ট্রিটে উত্তর থেকে দক্ষিণে ঘোরানো হবে গাড়ি, কলেজ স্ট্রিটে দক্ষিণ থেকে উত্তরে, ব্রেবোর্ন রোডে উত্তর থেকে দক্ষিণেও যান চলাচল নিয়ন্ত্রিত হবে।
এছাড়া এদিন ভোর তিনটে থেকে রাত আটটা পর্যন্ত জরুরি পরিষেবার গাড়ি ছাড়া কোনও ভারী মালবাহী গাড়ি শহরে চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। রাস্তায় ভিড় দেখে মেট্রো রুটে গন্তব্যে পৌঁছতে চাইলে সেখানেও আজ বাড়তি চাপ থাকবে বলে মনে করছে মেট্রো কর্তৃপক্ষ। সমাবেশের জন্য অতিরিক্ত কোনও ট্রেন না থাকলেও মেট্রো স্টেশনে ভিড় সামলাতে থাকবে অতিরিক্ত কর্মী।
প্রতিবার একুশে জুলাইয়ের মতো সকাল থেকেই রুদ্ধ থাকবে ধর্মতলা চত্বর। শহরের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল করে অথবা বাস ও গাড়িতে করে ধর্মতলায় সভাস্থলে আসবেন তৃণমূল কর্মী সমর্থকেরা। ফলে সভা শুরু আগে তাদের মিছিলে প্রভাবিত হবে শহরের বাকি অংশের যান চলাচল। এছাড়া হাজার হাজার তৃণমূল কর্মীদের সমাবেশে পৌঁছনোর জন্য শহরের রাস্তা থেকে তুলে নেওয়া হয়েছে একাধিক বাস। ফলে বাড়ি থেকে বেরিয়ে কর্মক্ষেত্রে পৌঁছতে এদিন ব্যাপক সমস্যার মুখোমুখি হতে হবে নিত্যযাত্রীদের। সেক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ কাজ না থাকলে এদিন সকালে বাড়ি থেকে না বেরোনোই ভালো । কারণ সভা শেষের পর কাতারে কাতারে তৃণমূল কর্মী সমর্থকদের বাড়ি ফেরার সময়েও প্রভাবিত হবে শহরের ট্রাফিক। বিশেষত, সভায় যোগদানের লক্ষ্য না থাকলে ধর্মতলা চত্বর এড়িয়ে চলাই সমীহ। যদি ধর্মতলা চত্বরেই আপনার আজকের দিনে কাজ থাকে তবে অসীম ধৈর্য ও কলকাতা পুলিশই আপনার সহায় হতে পারে। লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুমের পক্ষ থেকে জানানো হয়েছে, ট্রাফিক সংক্রান্ত কোনও সমস্যায় পড়লে লালবাজার হেল্পলাইনে ফোন করুন। অবশ্যই মিলবে সাহায্য।