Magic Show : চোখ মুখ বেঁধে যশোর রোডে বাইক স্টান্ট কিসমত কুমারের, আবার কোথায়-কবে শো? – kismat kumar magician bike riding stunt show on habra jessore road


মুখ ঢাকা কালো কাপড়ে। কিন্তু একেবারে দক্ষ চালকের মতো ব্যস্ত রাস্তায় বাইক চালাচ্ছেন এক ব্যক্তি। একের পর এক গাড়িকে বেরিয়ে যাচ্ছেন পাশ কাটিয়ে। এমনকী রাস্তায় বাম্পার আসলে, ব্রেকও কষছেন খুব স্বাভাবিকভাবেই। আর অভূতপূর্ব এই দৃশ্য দেখে কার্যত হতবাক পথচলতি মানুষ। ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার হাবড়া যশোর রোড। আর ওই বিষ্ময়-চালক হলেন ম্যাজিশিয়াল কিসমত কুমার।

দেশে-বিদেশে জাদু প্রদর্শন করে ইতিমধ্যেই বিপুল জনপ্রিয়তা পেয়েছেন কিসমত কুমার। এবার তিনি হাবড়ায়। এদিন হাবড়ায় এই অভিনব বাইক রাইড করতেন তিনি। তাঁর দুই চোখে প্রথমে পিচ বোর্ডে, তারপর ময়দা, এবং তারপর একটি কালো কাপড় দিয়ে বেঁধে ফেলা হয়। তার তাঁর মুখ মাথা থেকে গলা পর্যন্ত পুরোপুরি ঢেকে দেওয়া হয় কালো কাপড়ের তৈরি ব্যাগের মতো একটি জিনিস দিয়ে। তারপরেই বাইক নিয়ে যশোর রোডের ব্যস্ততম রাস্তায় নেমে পড়েন কিসমত কুমার। উলটো দিক থেকে আসা গাড়ির চালকদের তখন চক্ষুচড়কগাছ। অত্যাশ্চর্য এই দৃশ্যের সাক্ষী থাকতে রাস্তার দু’পাশে বহু মানুষ জড়ো হয়ে যান। যদিও কিসমত কুমার কিন্তু একদম আর ৫ জন বাইক চালকের মতোই নিজের রাস্তায় এগিয়ে যান। শুধু যশোর রোডই নয়, হাবড়ার অলিতে গলিতেও ঘুরে বেড়াতে দেখা যায় তাঁকে।

Road Accident: ‘একের পর এক গাড়ি-সাইকেলকে উড়িয়ে দিচ্ছিল গাড়িটা…’, মধ্যরাতে ফের ভয়াবহ দুর্ঘটনা
কী বললেন কিসমত কুমার ?
এই প্রসঙ্গে কিসমিত কুমার বলেন, ‘এটা পুরোপুরিই বিনোদনের উদ্দেশ্যে। করোনার পর অত্যন্ত ঝুঁকি নিয়েই এটা করতে হয়। ম্যাজিক একটা আর্ট, একটা কৌশল। আমার জাদুকররা অনেক সময় ম্যাজিক দেখাতে গিয়ে সফল হই, আবার কখনও প্রাণ পর্যন্ত গিয়ে দিই। আমরা কিছুদিনের জন্য আছি হাবড়াতে।’

Rapido Bike : চলন্ত বাইকে ব়্যাপিডো চালকের হস্তমৈথুন! আঁতকে উঠলেন সওয়ার তরুণী, তারপর…
অন্যদিকে এই শো-এর আয়োজক বলেন, ‘এর মাধ্যমে যে অর্থ উপার্জন হবে, তার ৫০ শতাংশ থ্যালাসেমিয়া ও এইডসের রোগীদের সাহায্যে দেওয়া হবে। আর এই স্টান্টের মাধ্যমে আমারা বার্তা দিতে চাইছি, ম্যাজিশিয়ানরা চোখ বেঁধে বাইক চালালেও, আপনারা ট্রাফিকের মধ্যে সম্পূর্ণ নিয়ম মেনে গাড়ি চালান।’ শুধু হাবড়া নয়, সারা ভারতে এই স্টান্ট দেখান হয় বলেও জানান শে-এর আয়োজক।

Soumitra Surojit Bhoomi: ‘এতটুকুও মিস করি না…,’ ‘ভূমি’-র জন্মদিনে অকপট সুরজিৎ
শুক্রবার থেকে ম্যাজিক শো
তব্ শুধু স্টান্টই নায়, রয়েছে ম্যাজিক শো-ও। আগামীকাল শুক্রবার থেকে প্রতিদিন সন্ধ্যায় দু’টি করে ম্যাজিক শো অনুষ্ঠিত হবে হাবরার কলতান মঞ্চে। টিকিট কেটে শো দেখার সুযোগ পাবেন মানুষ। সেক্ষেত্রে আশা করা হচ্ছে, এই স্টান্ট যেমন মানুষের মন কেড়ে, ঠিক তেমনই ম্যাজিক শো-ও জিতে নেবে দর্শকদের হৃদয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *