পঞ্চায়েত বোর্ড গঠন চূড়ান্ত অশান্তি হতে দেখা গেল জেলায় জেলায়। এর মধ্যে অবাক কাণ্ড পূর্ব মেদিনীপুরে। বোর্ড গড়তে তৃণমূল কংগ্রেসকে সমর্থন CPI জয়ী প্রার্থীর। উলটপুরান বঙ্গ রাজনীতিতে। কেন সমর্থন করল তৃণমূলকে? CPI জয়ী প্রার্থী অনুপ মাইতি কারণ জানালেন দুটো। এক, বুথ কমিটির সিদ্ধান্ত, দুই এলাকার উন্নয়ন।

Purba Medinipur News : মৎস্যজীবীদের জন্য &amp#39;আদর্শ গ্রাম&amp#39; ঘোষণা মন্ত্রীর, থাকবে স্কুল-স্বাস্থ্যকেন্দ্র-সহ সমস্ত সুবিধা
কে দখল করবে কোলাঘাটের বৃন্দাবনচক গ্রাম পঞ্চায়েত? তা নিয়েই ছিল স্থানীয় মানুষজনদের মধ্যে উৎকন্ঠা। কারণ, পূর্ব মেদিনীপুর জেলার বৃন্দাবনচক গ্রামপঞ্চায়েতে মোট ২৫ টি আসনের মধ্যে ১২ টি আসন পেয়েছিল তৃণমূল। ১২ টি পেয়েছিল বিজেপি এবং ১ টি পেয়েছিল CPI প্রার্থী।
বলা যেতে পারে, CPI প্রার্থী অনুপ মাইতি যাকে সমর্থন করবে সেই দল পাবে পঞ্চায়েত। বিজেপি ও তৃণমূল দুই দলই CPI প্রার্থীর কাছে বারংবারই ছুটে যায়। প্রার্থীর কাছে অনুরোধ জানানো হয়। এর আগে সংবাদমাধ্যমে CPI প্রার্থী জানিয়েছিলেন উপর মেতৃত্বের সিদ্ধান্তের উপর। তবে আজ বুধবার পঞ্চায়েত গঠনের দিনই শেষ হাসি হাসল শাসক দল তৃণমূল কংগ্রেসই।

Panskura News : জলের তোড়ে ভেঙে গেল কাঁসাই নদীর সাঁকো, পাঁশকুড়ায় স্তব্ধ জনজীবন
কারণ সিপিআই প্রার্থী অনুপ মাইতি সমর্থন করলেন তৃণমূলকেই। যার ফলে বৃন্দাবনচক অঞ্চল দখলে এল তৃণমূলের। অনুপ বাবুকে উপপ্রধান পদ দেওয়া হয় এবং প্রধান পদ দেওয়া গয় সুস্মিতা দাসকে। তবে সিপিআই-তৃণমূলের এই সমর্থন নিয়ে কটাক্ষ শুরু করেছে বিজেপি। তাঁদের দাবি, বহু টাকার মূল্যে বিক্রি হয়েছে সিপিআই প্রার্থী। এককথায় ঘোড়া কেনাবেচায় ভালোই দর ওঠেছে।

Purba Medinipur News : দুর্গন্ধে প্রাণ ওষ্ঠাগত, ক্ষেপে গিয়ে ভাঙচুর চালালেন স্থানীয়রা! ব্যাপারটা কী?
তবে এই সিপিআই প্রার্থী যোগদানের পরেই পরমানন্দপুর গ্রামে ক্ষুব্ধ কিছু গ্রামবাসীরা অনুপ মাইতির কুশপুত্তলিকা দাহ করে। সিপিআই প্রার্থী অনুপ মাইতি বলেন, ‘আমার বুথ কমিটির সিদ্ধান্তেই আমি তৃণমূল কংগ্রেসকে সমর্থন করলাম। এখানকার পরিবেশ খুব ভালো। এছাড়া আমি এলাকার উন্নয়নের স্বার্থেই এই সিদ্ধান্ত নিলাম।’

WB Panchayat Board Video : বোমাবাজি থেকে প্রার্থী ‘অপহরণ’! বোর্ড গঠনে ধুন্ধুমার!

অন্যদিকে, তৃণমূলের পঞ্চায়েত নির্বাচিত প্রধান সুস্মিতা দাস বলেন, ‘ আমরা সিপিআই প্রার্থীর সঙ্গে জোট করেছি। পঞ্চায়েত ফলাফলে টাই হয়েছিল। তাই সিপিআই প্রার্থী আমাদের বোর্ড গঠনে সাহায্য করেছে। এ জন্য ওঁকে অভিনন্দন।’ সকলের সহযোগী এলাকায় উন্নয়নের ধারা বইবে বলে আশ্বাস দেন নির্বাচিত পঞ্চায়েত প্রধান।
রাজ্য রাজনীতির এই ঘটনা অবাক করে দিয়েছে। তৃণমূলের তরফে অনেক পঞ্চায়েতে তলে তলে বিজেপি, কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে বাম দলের লড়াই করার অভিযোগ তোলা হয়েছিল। উঠে এসেছিল নন্দকুমার মডেল। তবে এবার একজন বাম প্রার্থী সরাসরি তৃণমূল কংগ্রেস বোর্ড গঠনে সহায়তা করলেন, যা নিয়ে জোর চর্চা এলাকায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *