বনগাঁ পঞ্চায়েত সমিতির সভাপতি হলেন গোপালনগর ১ নং গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ঝুম্পা দাস কর এবং পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি হলেন গঙ্গানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান জাফর আলি মণ্ডল। আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে বনগাঁ পঞ্চায়েত সমিতির মাধ্যমে আরও ত্বরান্বিত করতে এবং সাধারণ মানুষকে আরও বেশি পরিষেবা দিতে চান বনগাঁ পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি ঝুম্পা দাস কর।
এদিন তিনি সভাপতি পদ পাওয়ার পর বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দেব। বিগত দিনে যে সমস্ত কাজ এখনও সম্পন্ন হয়নি সেই কাজগুলোকে সম্পন্ন করব’। পঞ্চায়েত স্তরে কাজের জন্য বিভিন্ন খাতের টাকা আটকে দিয়েছে কেন্দ্র সরকার। বিগত দু’বছর ধরে বারংবার এমনই অভিযোগ তুল আসছে তৃণমূল কংগ্রেস। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলেছে তারা, তাদের অভিযোগ যদি সত্যি হয় তাহলে পঞ্চায়েত স্তরে কাজের ক্ষেত্রে কেন্দ্র সরকারের সহযোগিতা ছাড়া কতটা উন্নয়ন সম্ভব, এই প্রসঙ্গে পঞ্চায়েত সমিতির নতুন সহ সভাপতি জাফর আলি মণ্ডল বলেন, ‘কেন্দ্রীয় সরকার একেবারে সহযোগিতা করছে না বাংলাকে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর নিজের প্রচেষ্টাতেই বঙ্গবাসীকে সব ধরনের সুবিধা প্রদান করে যাচ্ছেন। আগামী দিনে কেন্দ্রীয় সরকারের সহযোগিতা ছাড়াই গ্রাম বাংলার মানুষকে পরিষেবা দেব আমরা। তৃণমূল কংগ্রেস পরিচালিত বোর্ড দেখিয়ে দেবে, উন্নয়ন করার জন্য কেন্দ্রের মুখ চেয়ে থাকার দরকার পড়ে না’। এদিকে, BJP-র সমর্থন করা নিয়ে তীব্র গুঞ্জন উঠেছে বনগাঁ জুড়ে। এই বিষয়ে BJP-র এক স্থানীয় নেতা সতর্কতা অবলম্বন করে বলেছেন, ‘বিষয়টি ঠিক আমাদের জানা নেই। যারা তৃণমূলকে সমর্থন করেছেন, তাঁদের সঙ্গে কথা বলা হবে। প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে’।