মিজোরামে সেতু বিপর্যয়ে প্রাণ গেল মালদার ২৭ জন শ্রমিকের, শোকের আবহ জেলা জুড়ে


মিজোরামে ব্রিজ ভেঙে মালদার ২৩ জন শ্রমিকের মৃত্যু। তার মধ্যে ইংলিশ বাজারের সাতটারি গ্রামের একই পরিবারের চারজনের মৃত্যু। একই পরিবারের চার ছেলেকে হারিয়ে শোকস্তব্ধ গোটা পরিবার। সকাল থেকেই কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সকল সদস্য। জানা গিয়েছে, মৃতরা হল ঝাল্লু সরকার, জয়ন্ত সরকার, সুমন সরকার এবং রঞ্জিত সরকার। মাস খানেক আগে মিজোরামে কাজে গিয়েছিলেন তাঁরা। কিন্তু আর বাড়ি ফেরা হলো না। ব্রিজ ভেঙ্গে মর্মান্তিক মৃত্যু হল একই পরিবারের চারজনের।

Malda Adina Forest : বাড়ছে পরিযায়ী পাখিদের আনাগোনা, মালদার আদিনা ফরেস্টে ভিড় জমাচ্ছেন পর্যটকরা
খবর পেয়ে ঘটনাস্থলে যান ইংলিশ বাজার ব্লকের বিডিও সৌগত চৌধুরী। তিনি জানান, এই এলাকায় পাঁচজনের মৃত্যু হয়েছে। তার মধ্যে একই পরিবারের চারজন রয়েছে। অন্যদিকে নাগরাই এলাকায় আরও একজন মারা গিয়েছে। ইংলিশ বাজারে মোট ছয় জনের মৃত্যু হয়েছে।

WB Panchayat Board : মালদার হবিবপুর পঞ্চায়েত সমিতি দখল BJP-র, পরাজিত তৃণমূল
মালদহের জেলাশাসক নীতিন সিঙ্ঘানিয়া জানিয়েছেন, মিজোরামের প্রত্যন্ত এলাকায় এই ব্রিজ দুর্ঘটনাটি ঘটেছে। ওই প্রত্যন্ত এলাকা থেকে ভৈরবী নামে এক রেল স্টেশনে দেহগুলি আনা হবে। এরপর উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের ট্রেনে করে মালদায় প্রত্যেকের দেহ নিয়ে আসা হবে।

Malda Bamangola News : মালদায় মহিলা নিগ্রহের ঘটনা : মুখ্যসচিব সহ ৪ জনকে শোকজ জাতীয় মানবাধিকার কমিশনের
মালদা জেলা প্রশাসনের তরফে এ ব্যাপারে যাবতীয় সাহায্য করার জন্য প্রশাসন প্রস্তুত রয়েছে। রাজ্য সরকারের তরফে মৃতদের পরিবার পিছু ২ লাখ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে বলে ইতিমধ্যেই জানানো হয়েছে। এতগুলো শ্রমিকের মৃত্যুর খবর আসা মাত্র অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) ও চাঁচলের মহকুমা শাসককে পুখুরিয়ায় পাঠানো হয়। এছাড়াও ইংলিশবাজারের বিডিও সাট্টারি এলাকায় যান। আধিকারিকরা মৃতদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন। তাঁদের সঙ্গে যোগাযোগ করা হয়ছে।

River Bank Erosion Video : ‘সরকার চাইছে না ভূতনি বাঁচুক’! তৃণমূল উপপ্রধান!

জানা গিয়েছে, আইজলের কাছে সাইরাগে নির্মাণাধীন রেল সেতু ভেঙে পড়ে। সেখানে একাধিক শ্রমিকের মৃত্যু হয়েছে। উদ্ধার অভিযান চালানো হচ্ছে। পাশাপাশি, মিজোরামে ব্রিজ ভেঙে পড়ার ঘটনায় ইতিমধ্যে শোকপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। মালদা থেকে যেসব ব্যাক্তিরা সেখানে কাজ করতে গিয়েছেন, তাঁদের খোঁজ খবর নিতে বলেন। শ্রমিকদের অবস্থা জানার জন্য তিনি মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছেন। গোটা বিষয়টি নবান্ন থেকে নজর রাখা হচ্ছে বলে জানা গিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *