সকাল থেকেই আকাশের মুখ ভার শহরের। ভোর থেকেই কলকাতায় শুরু হয়েছে দফায় দফায় বৃষ্টি। অন্যদিকে তাপমাত্রা সাময়িক কমলে এখনও ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। এই অবস্থায় কেমন থাকবে রাজ্যের আবহাওয়া? কোথায় কোথায় হবে বৃষ্টি? উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া নিয়ে বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে কমলা সতর্কতা জারি হয়েছে। নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে উত্তরবঙ্গে বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ ও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, উত্তর প্রদেশ থেকে অসম পর্যন্ত একটি পূর্ব-পশ্চিম অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এই অক্ষরেখা বিহার এবং সিকিম ও উত্তরবঙ্গের উপর দিয়ে গিয়েছে। অন্যদিকে মৌসুমী অক্ষরেখা পটনা, দেওঘর হয়ে দক্ষিণবঙ্গের ডায়মন্ড হারবারের উপর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে।

Kolkata Weather Today : হলুদ সর্তকতা জারি, ৫ জেলায় বৃষ্টির ‘তুলকালাম’! জল থইথই হবে কলকাতা?
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

২৫ অগাস্ট শুক্রবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে আশঙ্ক। কোচবিহার ও দার্জিলিং জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সেখানে ১০০ মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বিক্ষিপ্তভাবে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হতে পারে। শনিবার, ২৬ অগস্টও জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকা গুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে।

Digha Weather Update : নিম্নচাপের জেরে তুমুল বৃষ্টি? সপ্তাহান্তে ভেস্তে যেতে পারে দিঘা ট্যুরের পরিকল্পনা!
দক্ষিণবঙ্গে আবহাওয়ার গতিপ্রকৃতি

অন্যদিকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে আলিপুরের হাওয়া অফিস। অধিকাংশ জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়ে আবহাওয়া দফতর। বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে। তবে তাপমাত্রা খানিক কমতে পারে। দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। বীরভূম, মুর্শিদাবাদ ও দুই বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। শনিবার থেকে দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টি।

Weather Kolkata Today : শেষবেলায় বর্ষার ‘অ্যাকশন’! আজ থেকেই কলকাতা সহ জেলায় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস
কলকাতার আবহাওয়া

সকাল থেকে শহরে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলছে। শুক্রবার কলকাতায় দফায় দফায় কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির কারণে শহরের তাপমাত্রা কমবে কিছুটা। রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। বাড়বে তাপমাত্রা, আর্দ্রতা জনিত অস্বস্তি বৃদ্ধির সম্ভাবনা। সোমবার থেকে কয়েকদিন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version