Sohini Sarkar-Ranojay Bishnu Break up: ‘বিচ্ছেদ মানেই তৃতীয় ব্যক্তির আগমন নয়’, সোহিনীর সঙ্গে বিচ্ছেদে সিলমোহর রণজয়ের…


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মঙ্গলবার সকাল থেকেই সোহিনী সরকার(Sohini Sarkar) ও রণজয় বিষ্ণুর(Ranojay Bishnu) সম্পর্ক ভাঙার খবরে সরগরম নেটপাড়া। শোনা যায় যে কোনও টেলি অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন রণজয়, সেই কারণেই এই বিচ্ছেদ। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেতা। সোহিনীর সঙ্গে ব্রেকআপের কথা স্বীকার করে নেন অভিনেতা। তবে তৃতীয় ব্যক্তির কথা কার্যত অস্বীকার করেন তিনি। এমনকী চটেও যান এই ধরনের গুজব শুনে।

আরও পড়ুন- Rupankar Bagchi: ‘মেয়েকে যা যা ফেস করতে হয়!’ কেকে বিতর্কের কথা বলতে গিয়ে চোখে জল রূপঙ্করের…

রণজয় কার্যত সাফ জানিয়ে দেন , ‘সোহিনীর সঙ্গে বিচ্ছেদের আগে বা পরে অন্য কোনও সম্পর্কে জড়াইনি। যা রটছে, তা মিথ্যে। ছোটপর্দার অভিনেত্রীর সঙ্গে নাকি আমার সম্পর্ক হয়েছে। কিসের ভিত্তিতে বলছেন সকলে?  মানুষ আসলে দুয়ে দুয়ে চার করতে ভালবাসে। বিচ্ছেদ মানেই যেন তৃতীয় ব্যক্তির আগমন ঘটেছে। আমি আপাতত নিজের বিষয়ে বলতে পারি, এরকম কিছুই ঘটেনি।’ ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে বিশেষ কথা বলতে চান না রণজয়। তবে তাঁর কথায় পরিষ্কার যে তাঁর সোহিনীর মধ্যে দূরত্ব তৈরি হয়েছে।

প্রেম-সম্পর্ক নিয়ে বরাবরই অকপট সোহিনী সরকারও রণজয় বিষ্ণু। সম্পর্কে আসার পর টলিউডের বিভিন্ন অনুষ্ঠান থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া সর্বত্রই একসঙ্গে দেখা যেত তাঁদের। এরপর গতবছর হঠাৎই মধ্যরাতে তাঁদের প্রেম ভাঙার ইঙ্গিত পাওয়া যায় সোহিনী সরকারের পোস্টে। তাহলে কি সত্যিই সম্পর্কে ইতি টানলেন টলিউডের জনপ্রিয় এই সেলেব জুটি? সেই খবরেই সরগরম হয়ে ওঠে নেটপাড়া। এরপর এবছরের শুরুতে ফের কাছাকাছি আসেন তাঁরা। কিন্তু এবার জানা যায়, পাকাপাকিভাবে পথ আলাদা হয়েছে এই জুটির।

আরও পড়ুন- Dev | Ram Kamal Mukherjee | Rukmini Maitra: রাম কমলের জাতীয় পুরস্কার জয়, পরিচালককে সাইপ্রাইজ দেব-রুক্মিনীর

দ্বিতীয় বার কাছাকাছি আসার পর নিজেদের সম্পর্ক আড়ালে রাখার পন্থা নেন দুজন। কিন্তু এবার শোনা যাচ্ছে পাকাপাকিভাবেই পথ আলাদা হয়েছে তাঁদের। তাঁদের ঘনিষ্ঠ সূত্রে খবর, দ্বিতীয়বার সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করলেও একদমই বনিবনা হচ্ছিল না তাঁদের। মান, অভিমানের পাশাপাশি রণজয়ের নাম জড়ায় এক টেলি অভিনেত্রীর সঙ্গে। তবে সেই সম্পর্কের কথা সরাসরি অস্বীকার করেন রণজয়।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *