এই নির্দেশ কোনও হালকা নির্দেশ নয়, কলকাতা পুলিশের তরফে কড়া ভাবে জানানো হয়েছে, স্কুল ছুটির ঠিক আগেই গাড়ি নিয়ে পড়ুয়াদের নিতে স্কুলের সামনে আসা যাবে। নইলে গাড়ি নিয় দাঁড়িয়ে অপেক্ষা করতে গেলে তৈরি হয় যানজট। তাই নিয়ম মেনে স্কুল ছুটির ঠিক আগে আসার বদলে আগে গাড়ি নিয়ে স্কুলের দরজায় হাজির হলে অভিভাবকদের দিতে হবে ৫০০ টাকা জরিমানা। ইতিমধ্যেই শহরে শুরু এই পাইলট প্রজেক্ট। তাতে মিলেছে হাতেনাতে ফল।
কলকাতা পুলিশ সূত্রে খবর, পার্ক সার্কাসের ডন বসকো স্কুল, পার্ক সার্কাসের মহাদেবী বিড়লা ওয়ার্ল্ড অ্যাকাডেমি স্কুলের সামনে স্কুল ছুটির সময় বীভৎস অবস্থা হয়। তাই সেই চিত্রটা বদলাতে গত ১০-১৫ দিন ধরে ভিড় সামলাতে নয়া পন্থা নিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ। পার্ক সার্কাসের মহাদেবী বিড়লা ওয়ার্ল্ড অ্যাকাডেমি স্কুলের সামনে ছুটির মাত্র দশ-পনেরো মিনিট আগেই গেটের সামনে সিঙ্গল লাইনে অভিভাবকদের প্রাইভেট গাড়িগুলিকে দাঁড়াতে দেওয়া হয়। মিনিট পাঁচেক আগে ডাবল লাইনে গাড়ি দাঁড় করানো হয়। কেউ নির্ধারিত নিয়মের আগে এলে তাদের স্কুলের দরজার সামনে গাড়ি রাখতে দেওয়া হয় না। এতে অনেকে সমস্যায় পড়েন কিন্তু কারও জন্য ছাড় নেই। পুলিশের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, আপনি যেই হোন স্কুলের সামনে গাড়ি দাঁড়ালে ফাইন হবেই। নিয়ম না মেনে আগে আসলেই ৫০০ টাকা ফাইন। তবে দেরি হলে লাইনে জায়গা পেতে দেরি। সেক্ষেত্রে অসুবিধায় পড়েন অভিভাবকেরা।
পড়ুয়াদের কাছে পৌঁছতে দেরি হলেও তারা স্কুলে নিরাপদেই থাকে, দাবি পুলিশের। কিন্তু গাড়ি নিয়ে নিয়ম না মানলে শুধু যানজট নয়, অনেক সময় পড়ুয়াদেরও জীবন সংশয় হয়। বেহালায় স্কুল পড়ুয়ার মৃত্যুর পর ট্রাফিক নিয়ে বাড়তি কড়া নজর পুলিশের।