মেন রোডের পাশেই বাচ্চাদের স্কুল। ছুটির সময় এলাকায় যানবাহন চলাচল প্রায় স্তব্ধ হয়ে যায়। স্কুলে বাচ্চাদের নিতে আসা প্রাইভেট গাড়ি, পুলকার, বাসের ভিড় আর কয়েকশো খুদে পড়ুয়ার জমায়েত। স্কুলের সামনে রাস্তা যদি মেইন রোড হয়ে তাহলে তো লম্বা জ্যাম অবধারিত। এরপর এই যানজটের প্রভাব মিটতে আরও ঘণ্টা দুয়েক। ফলে দিনের অন্যতম ব্যস্ত সময়ে গুরুত্বপূর্ণ রাস্তা এভাবে আটকে যাওয়ায় সমস্যায় গাড়ি চালক থেকে বাস।

কলকাতা পুলিশ সূত্রে খবর, মূলত দক্ষিণ কলকাতায় একাধিক জনপ্রিয় স্কুলের সামনে অত্যাধিক গাড়ির জেরে প্রতিনিয়ত ব্যাহত হচ্ছে যানবাহনের চলাচল। এই বাড়তি হয়রানি ঠেকাতেই অভিনব দাওয়াই। যান সমস্যা থেকে মুক্তি পেতে কলকাতা পুলিশের পরামর্শ, স্কুল ছুটির ঠিক আগেই গাড়ি নিয়ে পড়ুয়াদের নিতে আসুক অভিভাবকেরা। তাতে অনেকটাই যানজট সমস্যা মেটানো সম্ভব হবে।

Kasba Student Death Case: ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর জের, অনির্দিষ্টকালের জন্য বন্ধ কসবা সিলভার পয়েন্টের গেট
এই নির্দেশ কোনও হালকা নির্দেশ নয়, কলকাতা পুলিশের তরফে কড়া ভাবে জানানো হয়েছে, স্কুল ছুটির ঠিক আগেই গাড়ি নিয়ে পড়ুয়াদের নিতে স্কুলের সামনে আসা যাবে। নইলে গাড়ি নিয় দাঁড়িয়ে অপেক্ষা করতে গেলে তৈরি হয় যানজট। তাই নিয়ম মেনে স্কুল ছুটির ঠিক আগে আসার বদলে আগে গাড়ি নিয়ে স্কুলের দরজায় হাজির হলে অভিভাবকদের দিতে হবে ৫০০ টাকা জরিমানা। ইতিমধ্যেই শহরে শুরু এই পাইলট প্রজেক্ট। তাতে মিলেছে হাতেনাতে ফল।

Kolkata Traffic Update: আরামের উইকএন্ড শেষে সোমে ফের অফিসের পথে, শহরের হালহকিকত জেনে নিন
কলকাতা পুলিশ সূত্রে খবর, পার্ক সার্কাসের ডন বসকো স্কুল, পার্ক সার্কাসের মহাদেবী বিড়লা ওয়ার্ল্ড অ্যাকাডেমি স্কুলের সামনে স্কুল ছুটির সময় বীভৎস অবস্থা হয়। তাই সেই চিত্রটা বদলাতে গত ১০-১৫ দিন ধরে ভিড় সামলাতে নয়া পন্থা নিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ। পার্ক সার্কাসের মহাদেবী বিড়লা ওয়ার্ল্ড অ্যাকাডেমি স্কুলের সামনে ছুটির মাত্র দশ-পনেরো মিনিট আগেই গেটের সামনে সিঙ্গল লাইনে অভিভাবকদের প্রাইভেট গাড়িগুলিকে দাঁড়াতে দেওয়া হয়। মিনিট পাঁচেক আগে ডাবল লাইনে গাড়ি দাঁড় করানো হয়। কেউ নির্ধারিত নিয়মের আগে এলে তাদের স্কুলের দরজার সামনে গাড়ি রাখতে দেওয়া হয় না। এতে অনেকে সমস্যায় পড়েন কিন্তু কারও জন্য ছাড় নেই। পুলিশের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, আপনি যেই হোন স্কুলের সামনে গাড়ি দাঁড়ালে ফাইন হবেই। নিয়ম না মেনে আগে আসলেই ৫০০ টাকা ফাইন। তবে দেরি হলে লাইনে জায়গা পেতে দেরি। সেক্ষেত্রে অসুবিধায় পড়েন অভিভাবকেরা।

চালকদের হাফপ্যান্ট পরায় নিষেধাজ্ঞা! শহরের একাধিক অটো রুটে এবার নয়া ফতোয়া
পড়ুয়াদের কাছে পৌঁছতে দেরি হলেও তারা স্কুলে নিরাপদেই থাকে, দাবি পুলিশের। কিন্তু গাড়ি নিয়ে নিয়ম না মানলে শুধু যানজট নয়, অনেক সময় পড়ুয়াদেরও জীবন সংশয় হয়। বেহালায় স্কুল পড়ুয়ার মৃত্যুর পর ট্রাফিক নিয়ে বাড়তি কড়া নজর পুলিশের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version