পূর্ব মধ্য বঙ্গোপসাগরের মায়ানমার উপকূলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে এই ঘূর্ণাবর্তের নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। শক্তি বৃদ্ধি করে তা ওডিশা উপকূলের দিকে অগ্রসর হবে। আর এর ফলেই বুধবার থেকে শনিবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে বৃহস্পতি এবং শুক্রবার দক্ষিণবঙ্গে অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাত হতে পারে। উপকূল এবং ওডিশা সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
মঙ্গলবার কলকাতায় ভ্যাপসা গরম ভোগান্তি বাড়াবে। তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি ভোগান্তি বাড়াবে আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তি। বৃহস্পতিবার এবং শুক্রবারে অবশ্য বৃষ্টি পাবে কলকাতা। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতে ফিরবে স্বস্তি।
মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াস। সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.১ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি এবং মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি।
এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯২ শতাংশ এবং সর্বনিম্ন ৬৩ শতাংশ। মঙ্গলবার শহরে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
মঙ্গলবার দিনভর গরমে ভোগান্তি পোহাতে হতে পারে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। বৃহস্পতিবার ও শুক্রবার একাধিক জেলায় কার্যত ‘রেইনি ডে’ পরিস্থিতি তৈরি হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই বুধবার রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর সহ ঝাড়গ্রাম একাধিক জেলাতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
উপকূল সংলগ্ন উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ ঝাড়গ্রাম জেলায় রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। অন্যান্য সমস্ত জেলাতেই শনিবার পর্যন্ত একই পরিস্থিতি বজায় থাকবে।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
চলতি মরশুমে অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাত পেয়েছে উত্তরবঙ্গের জেলাগুলি। তবে এবার ধীরে ধীরে উত্তরবঙ্গে বৃষ্টি কমবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা মঙ্গলবার। বুধবার থেকে উত্তরবঙ্গে আরও কমবে বৃষ্টিপা। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি।