জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বৃহস্পতিবার সকালেই সোশ্যাল মিডিয়ায় বোমা ফাটালেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী(TV Actress) মিষ্টি সিং(Misty Singh)। বেবিবাম্পের ছবির পোস্ট করেছেন অভিনেত্রী। ১৮ মে সাতপাকে বাঁধা পড়েন অভিনেত্রী। কলকাতার এক পাঁচতারা হোটেলে সাতপাকে বাঁধা পড়লেন ‘আলতা ফড়িং’ অভিনেত্রী। অভিনেত্রী তাঁর ছোটবেলার বন্ধু তথা ১৪ বছরের প্রেমিক রেমোর গলায় মালা দেন। তাঁদের বিয়েতে হাজির ছিল খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন- Jeetu kamal: নবনীতার পর আরও এক ‘প্রিয়’-র সঙ্গে বিচ্ছেদ, চোখে জল জীতুর…
অনেকেই ছবি দেখেই অবাক হয়ে যান। তবে ক্যাপশনে লুকিয়ে ছিল আসল তথ্য। অভিনেত্রী লেখেন, ‘আজ অর্থাৎ বৃহস্পতিবার থেকে থাকছি বাংলা মিডিয়াম সিরিয়ালে, সুহানার চরিত্রে। নতুন লুক আর নতুন ফেজে ব্যাক করলাম। সুশান্তকে ধন্যবাদ, আমার উপর আস্থা রাখার জন্য।’ ক্যাপশনের লেখা দেখেই বোঝা যায়, ঐ ধারাবাহিকে তাঁকে এই লুকে দেখা যাবে অর্থাৎ আদতে তিনি অন্তঃসত্ত্বা নন, এটা সিরিয়ালের লুক। এই চরিত্রে আগে দেখা যেত সম্পূর্ণা লাহিড়িকে। তাঁর জায়গাই নিলেন মিষ্টি।
প্রসঙ্গত গত মে মাসেই শহরের এক বিলাসবহুল হোটেলে বসেছিল মিষ্টি ও রেমোর বিয়ের আসর। লাল রঙের ভারী কাজের লেহঙ্গা, তাক লাগানো গয়নায় সেজে উঠেছিলেন অভিনেত্রী। রেমো সেজে উঠেছিলেন ঘিয়ে রঙা শেরওয়ানি এবং লাল কুন্দনের হার। তৃণা সাহা থেকে দেবচন্দ্রিমা সিংহ রায়, বিয়ের আমন্ত্রিতের তালিকায় বাদ ছিলেন না কেউই। মন্ত্রোচ্চারণের মাধ্যমে বিয়ে করেননি রেমো-মিষ্টি। তবে আইনি বিয়ের পাশাপাশি আংটি বদল, মালাবদল ও সিঁদুরদান সেরেছেন জুটি।
বাঙালি নন, রাজপুত মিষ্টি, তাই সেই ঐতিহ্য বজায় রেখেই বিয়ের সাজ থেকে নিয়মকানুন করেছেন অভিনেত্রী। ‘আলতা ফড়িং’ ছাড়াও ‘আঁচল’-সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকে দেখা গিয়েছে তাঁকে। তবে ইন্ডাস্ট্রিতে তিনি ‘ভাদু’ হিসেবেই বেশি পরিচিত। টলিপাড়ার পরিচিত মুখ রেমো। রিয়েল এস্টেটের ব্যবসা তাঁর, সেই সুবাদে টলিউডে একটি প্রোডাকশন কোম্পানিও রয়েছে তাঁর। অনেকদিন ধরেই তাঁরা সম্পর্কে ছিলেন। বিয়ের পর ইউরোপে হানিমুন করতে গিয়েছিলেন মিষ্টি ও রেমো। ইউরোপ থেকে অনেক দিন আগে ফিরলেও অভিনয় থেকে দূরে ছিলেন মিষ্টি। এবার বাংলা মিডিয়াম দিয়ে ধারাবাহিকে ফিরলেন মিষ্টি।