Partha Chatterjee : ‘কোনও বিশেষ সুবিধা নয়’, পার্থের জেল হেফাজতের নির্দেশ বহাল রাখল আদালত – special court upheld partha chatterjee jail custody order


জামিনের আবেদন খারিজ করে দেওয়া হল পার্থ চট্টোপাধ্যায়ের। জামিনের শুনানি সংক্রান্ত আবেদনের তারিখের আবেদন করেছিলেন পার্থর আইনজীবী। তবে বিশেষ কোনও সুবিধা কারও জন্য দেওয়া হবে না বলে পর্যবেক্ষণ বিশেষ আদালতের। আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ফের জেল হেফাজত দেওয়া হয়েছে।

অভিষেক নিয়ে নিশ্চুপ

এদিন পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) আদালতে তোলার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারে জিজ্ঞাসা করা হয়। ইডি জিজ্ঞাসাবাদ থেকে বেরিয়ে দীর্ঘদিন বাদে পার্থ চট্টোপাধ্যায়ের নাম নিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে সেই সম্বন্ধে এদিন নিশ্চুপ ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। নিজের কেস সংক্রান্ত ব্যাপারেও এদিন কোনও মন্তব্য করেননি তিনি।

Primary TET Scam : প্রাথমিকে বেআইনি নিয়োগে পার্থ চট্টোপাধ্যায়ের সরাসরি ভূমিকা ছিল, হাইকোর্টে জানাল CBI
গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলাটি শুক্রবার আলিপুরের সিবিআই বিশেষ আদালতে ছিল। এই মামলায় সদ্য জামিন পাওয়া নীলাদ্রি দাসও অন্তর্বর্তীকালীন জামিনে মুক্তি পাওয়ার পর আজকে আদালতে তিনি হাজিরা দিতে এসেছিলেন। এদিন আদালতে এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা, অশোক সাহা, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের আইনজীবী আদালতে জামিনের আবেদন করেন।

পার্থর জামিনের আবেদন

পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী শুরুতে জামিনের আবেদন করেন। এছাড়া জামিনের আবেদন সংক্রান্ত শুনানির আলাদা তারিখে আবেদন জানান। কিন্তু আদালতে এদিন বিচারক সাফ জানিয়ে দেন, কারোর জন্য আলাদা করে আদালতে বিশেষ সুবিধা প্রদান করা যাবে না। তাই পরবর্তীকালে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী জামিনের আবেদনটি প্রত্যাহার করে নেন।

‘পার্থদার গলার স্বর একেবারে…’ আবেগতাড়িত শোভন

সুবীরেশ ভট্টাচার্যেরও জামিনের আবেদন

এদিন আদালতে সুবীরেশ ভট্টাচার্যের আইনজীবী জানান, সুবীরেশ ভট্টাচার্য মেনিরিজ নামক একটি জটিল রোগে ভুগছেন। সেক্ষেত্রে, মেডিক্যাল গ্রাউন্ডের ওপর ভিত্তি করে যে কোনও শর্তে জামিনের আবেদন করেন তিনি। এদিন সিবিআই আইনজীবী আদালতে সকলের জামিনের বিরোধিতা করেন। পাশাপাশি, প্রোগ্রাম অফিসার ছাড়াও এই মামলায় আরও অনেক সাক্ষী রয়েছে বলে জানান হয়। তদন্তের অগ্রগতি ঘটেছে বলে দাবি। শুনানির পর রায়দান স্থগিত রাখা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *