Rain Forecast: নিম্নচাপের ফলায় দক্ষিণবঙ্গে দুর্ভোগ! জেলায় জেলায় প্রবল বর্ষণের পূর্বাভাস – weather office says there will be light to moderate rain with thunder on 21 september in west bengal districts


শরত আসতেই ধার বাড়াল বৃষ্টি। বর্ষা পেরিয়ে উৎসবের মাসখানেক আগে বৃষ্টির চোখরাঙানি। জুলাই অগাস্টে বৃষ্টির ঘাটতি মেটাতে বর্ষার এক্সট্রা টাইম। বৃহস্পতিবার দিনভর বঙ্গের আকাশে চলবে বর্ষার তাণ্ডব। আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন চলবে বৃষ্টির তাণ্ডব।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ অবস্থান করছে। বাংলা ও ওড়িশা উপকূলে এর বর্তমান অবস্থান। এটি এরপর ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে স্থলভাগের মধ্যে দিয়ে ঝাড়খন্ড অতিক্রম করবে। অন্যদিকে, মৌসুমী অক্ষরেখা রাঁচির উপর দিয়ে বাংলা ওড়িশা উপকূলের বঙ্গোপসাগরে নিম্নচাপের এলাকা পর্যন্ত বিস্তৃত। এর জেরেই প্রবল বর্ষণের সম্ভাবন বঙ্গের একাংশে।

Hilsa Fish Ranna Puja : উত্তাল সমুদ্র, ফিরছেন মৎস্যজীবীরা! রান্নাপুজোয় ইলিশের আকালের আশঙ্কা

দক্ষিণবঙ্গের আবহাওয়া

বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে দিনভর থাকবে মেঘলা আকাশ । বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। বীরভূম ও মুর্শিদাবাদের কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া এদিন দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি অর্থাৎ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা,কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা। আপাতত, বৃষ্টির পূর্বাভাস থাকায় আজ ও আগামীকাল মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার ওপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

West Bengal Latest News : রাজ্য মানবাধিকার কমিশনের গুরুত্বপূর্ণ পদে প্রাক্তন মুখ্যসচিব, শুরু জল্পনা

উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সতর্কতা

নিম্নচাপের জেরে উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা। কিছু জেলায় জারি কমলা সতর্কতা। উত্তরবঙ্গের তিনটি জেলা অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল পর্যন্ত এরকমই থাকবে আবহাওয়া। বৃষ্টির দাপট চলতে পারে সোমবার পর্যন্ত।

সকাল থেকেই কলকাতার আকাশে দুর্যোগের মেঘ, দিনভর কেমন থাকবে আবহাওয়া?

কলকাতাতে কেমন থাকবে আবহাওয়া?

আলিপুর আবহাওয়া দফতর আরও জানাচ্ছে, আজ দিনভর শহর কলকাতা ও সংলগ্ন এলাকায় আকাশ প্রধানত মেঘলাই থাকবে। সকাল থেকেই চলছে মুষলধারায় বৃষ্টি। এর জেরে তাপমাত্রা খানিকটা কমেছে। আজ গরম কম অনূভূত হবে। আজ কলকাতা ও সংলগ্ন এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৯.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি কম। মুষলধারায় বৃষ্টির জন্য খানাখন্দ ভরা শহরের রাস্তার হাল খারাপ। নীচু জায়গায় জমতে পারে জল। দিনভর বৃষ্টিতে শহরের একাধিক জায়গা জলমগ্ন হওয়ার আশঙ্কা বাসিন্দাদের মনে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *