গ্রুপ ডি চাকরি প্রার্থীদের মিছিল নিয়ে রায় বহাল রাখল কলকাতা হাইকোর্ট। আগামীকাল, বুধবার সরকারি চতুর্থ শ্রেণীর কর্মীদের মিছিল রয়েছে শহরে। রাজ্যের আপত্তি উড়িয়ে মিছিলের রুট ক্যামাক স্ট্রিট হয়েই থাকবে বলে নির্দেশ কোর্টের। রাজ্য বেশি আপত্তি জানালে মিছিলের উদ্যোক্তারা ২১ জুলাইয়ের সভার প্রসঙ্গ তুলতে পারে বলে উল্লেখ বিচারপতির।

Calcutta High Court : জাল শংসাপত্রে ডাক্তারি! তালিকা তলব হাইকোর্টে
কী জানা যাচ্ছে?

মিছিল নির্দিষ্ট রুটেই হবে বলে নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তের। তবে মিছিলের উদ্যোক্তাদের নির্দেশ ওই রাস্তায় মিছিলের জন্য যেন কোনও মানুষের দুর্ভোগ না হয় দেখতে হবে। এর আগে মিছিলের যে রুট দেওয়া হয়েছিল রাজ্য তাতে প্রবল আপত্তি করে। পরে দুপক্ষ মিলিতভাবে নতুন বিকল্প রুট প্রস্তাব দেয়। সেই প্রস্তাবে সায় দেয় আদালত। এখন হঠাৎ রাজ্যের একটি রাস্তা নিয়ে আপত্তিতে সায় নেই আদালতের।

Calcutta High Court Latest News : স্বামীর অনুমতি না নিয়ে স্ত্রীর সম্পত্তি বিক্রি ‘নিষ্ঠুরতা’ নয়: হাইকোর্ট
আদালত আর কী জানাল?

আদালত এদিন নির্দেশ দিয়েছে, শান্তিপূর্ণ ভাবে মিছিলের ব্যবস্থা করতে হবে। প্রয়োজনীয় পুলিশের ব্যবস্থা রাখতে হবে। প্রয়োজনে চ্যানেল করে মিছিল পাস করতে হবে সেখান দিয়ে। যদিও ক্যামাক স্ট্রিটের উপর দিয়ে মিছিল নিয়ে আপত্তি জানান পুলিশ।

West Bengal Police : জাল চালান দিয়ে টাকা তুলছে পুলিশ, ছবি দেখে তাজ্জব বিচারপতি! তদন্তের নির্দেশ
আদালতের পর্যবেক্ষণ, আপনাদের বলা কোনও স্কুল ক্যাম্যাক স্ট্রিটে নেই। আদালত জানায়, শ্রী শিক্ষায়তন, অভিনব ভারতী, লা মার্টস সহ অন্য কোনও স্কুল ওই রাস্তায় পড়বে না। এটা কোনও বিক্ষোভ সমাবেশ নয়, ওখানে কেউ বসবে না। তারা মিছিল করে চলে যাবে। পুলিশ তাঁদের মিছিল যাতে যেতে পারে সেই ব্যবস্থা করবে। রাজ্য: ওই জায়গায় ওই সময় ট্রাফিক জ্যাম হয়।

TMC Leaders on Calcutta HC : ‘পঞ্চায়েত টাকা রোজগারের জায়গা’ ফের হাইকোর্টকে নিশানা

২১ জুলাই প্রসঙ্গ

রাজ্য পুলিশের প্রবল আপত্তি নিয়ে আদালত জানায়, এই নিয়ে বেশি বিতর্ক করলে এরপর মামলাকারীরা ২১ জুলাই-এর কথাটা বলবে। এর থেকে অনেক বেশি মানুষের হেনস্থার অভিযোগ তুলবে। এখানে মাত্র কয়েকশ লোক মিছিল করবে। বিচারপতি জানান, আপনারা মিছিল ওই জায়গা দিয়ে দ্রুত যাতে যেতে পারে সেই ব্যাবস্থা করুন। মিছিলকারীদের আইনজীবী জানান, রাজ্য কোনও স্কুলের কথা ভাবছে না। নির্দিষ্ট কারণে আপত্তি করছে ওই রাস্তায়। যদি স্কুলের কথা ভাবতে তাহলে ২১ জুলাই শহরের সব স্তব্ধ করে দিত না। উল্লেখ্য, ২০১৬ সালে ৬০ হাজার গ্রুপ ডি নিয়োগের কথা হলেও ৫৪২২ জনের একটি নিয়োগ তালিকা প্রকাশ করা হয়। সেই নিয়োগে দুর্নীতি হয়েছে বলে আদালতে অভিযোগ জানিয়েছেন চাকরি প্রার্থীদের। নিয়োগ হচ্ছে না বলে প্রতিবাদ জানাচ্ছেন গ্রুপ ডি চাকরি প্রার্থীরা।

প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, আপডেট, বিশ্লেষণ এবং ভিডিয়ো দেখতে ফলো করুন এই সময় ডিজিটাল চ্যানেল। ক্লিক: https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *