Dengue In Kolkata : স্বাস্থ্যভবনের গেট বন্ধ, ডেঙ্গি চিঠি দিতে গিয়ে ঢুকতে পারলেন না শুভেন্দু! ধুন্ধুমার কাণ্ড – suvendu adhikari did not get enter in swasthya bhawan in dengue issue


স্বাস্থ্যভবনে ঢুকতে বাধা দেওয়া হল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। একইসঙ্গে বাধা দেওয়া অন্যান্য বিজেপি বিধায়কদের। এদিন স্বাস্থ্যভবনে ডেঙ্গি সংক্রান্ত একটি চিঠি দিতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারীরা। কিন্তু ভিতরে ঢুকতে পুলিশ ও নিরাপত্তারক্ষীরা বাধা দিয়েছেন বলে অভিযোগ। বন্ধ রাখা হয় গেট। বাধা পেয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্যসচিবের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন শুভেন্দু অধিকারী। ওই চিঠি মেইলে পাঠিয়ে দেওয়া হবে বলে জানান শুভেন্দু।

এদিন বাধা পেয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘ডেঙ্গির ভয়াবহ অবস্থা। আমরা বিরোধী দল, আমাদের দায়িত্ব মুখ্যমন্ত্রীকে জানান। ১০০ বেশি মারা গিয়েছেন, ১০ লক্ষর বেশি আক্রান্ত। কেবলমাত্র এই রাজ্য কেন্দ্রকে রিপোর্ট দেয়নি। আমার শুধু রিসিভ করাতে এসেছিলাম। ২ মিনিটেরও কাজ নয়! মুখ্যমন্ত্রীর ভয়, বিজেপিকে ভয়, বিরোদী দলকে ভয়। দক্ষিণ দমদম ও যাদবপুরে বাড়িতে বাড়িতে হচ্ছে। স্পে দিলে হবে না, লার্ভা মারতে হবে, সেটা এপ্রিল-মে মাস থেকে করা উচিত ছিল। কেন্দ্র ১০০ কোটি টাকা ঝেড়েছে মমতা ও তার দলবল। এটা (স্বাস্থ্যভবন) কি তৃণমূলের পৈতৃক সম্পত্ত। তৃণমূলের আসার আগে এই বাড়ি হয়েছে। আর ভিতরে যাঁরা বসে আছেন, তারা মানুষের করের টাকার বেতন পান।’

Suvendu Adhikari : ‘২০১৪-র পর থেকে স্বর্ণযুগ শুরু…,’ বিদেশযাত্রার খতিয়ান তুলে ধরে কাকে ঠুকলেন শুভেন্দু?
শুভেন্দু অধিকারী-সহ বিজেপি বিধায়িকদের অভিযোগ, গেট বন্ধ করে দিয়ে তাঁদের স্বাস্থ্যভবনে ঢুকতে বাধা দিয়েছে পুলিশ। এমনকী ঘটনাস্থলে মহিলা পুলিশদের পাঠান হয় বলেও দাবি করেন শুভেন্দু অধিকারী। সেই পুলিশ কর্মীদের নিশানা করে শুভেন্দু বলেন, ‘দেখা হবে, বিজেপির সরকার আসবে, হিসেব হবে, সব ছবি থাকবে, কোথায় যান দেখব!’ একসময় পুলিশের ভ্যানেও উঠতে দেখায় যায় শুভেন্দু অধিকারীকে।

Suvendu Adhikari BJP : বিরোধী দলনেতার আবেদনে সাড়া! চিঠি লিখে শুভেন্দুকে নবান্নে ডাকলেন স্বরাষ্ট্রসচিব
প্রসঙ্গত, ডেঙ্গি পরিস্থিতি আতঙ্ক ধরিয়েছে রাজ্যবাসীর মনে। কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় লাফিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যেই কয়েকজনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সোমবার নবান্নে উচ্চপর্যায়ের বৈঠকও করেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিদেবী। সেখানে ডেঙ্গি মোকাবিলায় বেশকিছু গুরুত্বপূর্ণ সিন্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে উত্তর ২৪ পরগনাকে। একই সঙ্গে যতদনি না পরিস্থিতির উন্নতি হচ্ছে ততদিন সংশ্লিষ্ট সমস্ত দফতরের কর্মী এবং আধিকারিকদের ছুটিও বাতিল করার সিদ্ধান্তে নেওয়া হয়েছে সরকারের তরফে।

প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, আপডেট, বিশ্লেষণ এবং ভিডিয়ো দেখতে ফলো করুন এই সময় ডিজিটাল চ্যানেল। ক্লিক: https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *