Mobile Game : বিছানায় মৃত্যু কলেজ ছাত্রের, মোবাইলে তখনও চলছে গেম – college student lost life when play mobile game in kalna burdwan


এই সময়, কালনা: বিছানায় নিথর অবস্থায় পড়ে কলেজ ছাত্রের দেহ। পায়ের কাছে তাঁর মোবাইল। আর তাতে চালু অবস্থায় রয়েছে একটি মোবাইল গেম। কী গেম চলছিল তা বলতে পারেননি মৃত ছাত্র রাহুল পালের (২১) বাবা কৃষ্ণ পাল। তবে পরে তিনি বলেছেন, ‘ছেলের মোবাইল গেম্‌সে আসক্তি ছিল। সেই গেম খেলতে খেলতেই হয়তো উত্তেজনার বশে হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেল আমার ছেলেটা।’

সোমবার রাতে নাদনঘাট থানা এলাকার বিদ্যানগরের এই ঘটনায় রীতিমতো উদ্বিগ্ন স্থানীয় অভিভাবকরা। কারণ, এলাকার বহু ছেলেমেয়েই বিভিন্ন মোবাইল গেম্‌সে আসক্ত। কালনা মহকুমা হাসপাতালের সুপার চন্দ্রশেখর মাইতি বলেন, ‘এই বয়সে এমন হার্ট অ্যাটাক বিরল ঘটনা। ধন্দের কারণেই আমরা দেহ ময়না-তদন্তের জন্য বর্ধমানে পাঠিয়েছি। রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

Hooghly News : বধূকে খুন করে ‘লোপাট’ দেহ, মায়ের পরিণতি দেখে কান্না একরত্তির! পাণ্ডুয়াতে চাঞ্চল্যকর ঘটনা
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন রাহুল। মায়ের মৃত্যু এবং দিদির বিয়ে হয়ে যাওয়ার পর বাড়িতে বাবার সঙ্গেই থাকতেন। বাবা কৃষ্ণ পাল বলেন, ‘সোমবার রাত ৮টা নাগাদ বাড়ি ফিরে দেখি, ঘরে দরজা বন্ধ করে বিছানায় ছেলে শুয়ে রয়েছে। ডেকে সাড়া না-পেয়ে ভাবলাম ঘুমিয়ে পড়েছে হয়তো। কিন্তু এক ঘণ্টা পরেও ছেলে না-ওঠায় ডাকাডাকি করতে থাকি। সাড়াশব্দ না পেয়ে জানলা দিয়ে কোনওরকমে হাত ঢুকিয়ে ছেলের হাত ধরে টানাটানি করি। দেখি ওর শরীরে কোনও সাড় নেই। প্রতিবেশীদের ডাকি। দরজা ভেঙে ঢুকে দেখি ছেলে অচৈতন্য অবস্থায় বিছানায় পড়ে রয়েছে। পায়ের কাছে থাকা মোবাইলে একটা গেম তখনই চালু ছিল। তবে কী গেম চলছিল তা বলতে পারব না। এর পর শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

Bardhaman News : ছাদে শুকোতে দেওয়া কাপড় পেঁচিয়ে গেল গলায়! বর্ধমানে ছাত্রের মর্মান্তিক মৃত্যু
প্রতিবেশী প্রদীপ ঘোষ বলেন, ‘আজকাল মাঠে ছেলেমেয়েদের তো দেখাই যায় না। সব মোবাইল গেম খেলতে ব্যস্ত। আমাদের এলাকাতেও কয়েকজন আছে যারা একেবারে গেম অ্যাডিক্ট।’

এ ব্যাপারে কালনা শহরের বাসিন্দা মনোবিদ সুশান্ত বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ‘ফ্রি ফায়ার, ব্যাটেলগ্রাউন্ডস ইন্ডিয়া, ক্যান্ডি ক্রাশের মতো বেশ কিছু মোবাইল গেম আছে যা আসক্তির পর্যায়ে চলে যায়। আগে থেকে শারীরিক কোনও সমস্যা থাকলে উত্তেজনা খুব বেড়ে গিয়ে হৃদরোগ বা সেরিব্রাল অ্যাটাকের মতো ঘটনা ঘটতেই পারে। তবে সেক্ষেত্রে কেবলমাত্র গেম খেলার সময়ে উত্তেজনায় এমনটা হয়েছে এটা বলা যাবে না। রাহুলের ঘটনায় ময়না-তদন্তেই মৃত্যুর কারণ পরিষ্কার হবে।’

Bardhaman News : লোন ছেলের, এজেন্টের হুমকিতে আত্মঘাতী বাবা-মা
তিনি আরও বলেন, ‘তবে মোবাইল গেম্‌সে যেন সন্তানের আসক্তি না-জন্মায় তার জন্য বাবা-মাকে নজর রাখতে হবে। আউটডোর গেম্‌সে যাতে ছেলেমেয়েরা অংশ নেয় তার জন্য উৎসাহ দিতে হবে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *