IT Raid: চালকলে ডাক বিধায়ক তন্ময় ঘোষের, ২৩ ঘণ্টা পার করেও অব্যাহত আয়কর দফতরের তল্লাশি – it raid continues at mla tanmoy ghosh rice mill over 22 hrs


প্রায় ২২ ঘণ্টা বেশি সময় পেরিয়ে গেলেও আয়কর দফতরের তল্লাশি অব্যাহত বিষ্ণুপুরে। বুধবার ঠিক ১১.৪৫ মিনিটি নাগাদ বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের কলেজ রোডে হাজির হয় আয়কর দফরের আধিকারিক কর্মী সহ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। একই সঙ্গে তারা হানা দেয় বিষ্ণুপুরের দলবদলু বিধায়ক তন্ময় ঘোষের কার্যালয়, বাড়ি, মদের দোকান ও চালকলে। এদিন সকালে চালকলে আসেন তন্ময় ঘোষ। বুধবার আয়কর তল্লাশি শুরু হওয়ার সময় তিনি ছিলেন বিধানসভায়।

সন্ধ্যা নাগাদ প্রায় সাত ঘণ্টা তল্লাশির পর বিধায়কের কার্যালয়, মদের দোকান ও হোটেলের পর আয়কর দফতরের অফিসারেরা চলে যান বিধায়কের চালকলে। সেখানে বুধবার দুপুর থেকে আজও তল্লাশি অব্যাহত। প্রায় ২২ ঘন্টা অতিক্রান্ত হতে চলেছে দলবদলু বিধায়ক তন্ময় ঘোষের চাল কলে আয়কর দফতরের হানা। সকাল সাড়ে আটটা নাগাদ চালকলে ঢোকেন তন্ময়। সূত্রের খবর, সেখানে তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন আধিকারিকরা। সেখান থেকে কোনও কর্মীকে তল্লাশি চলাকালীন বেরতে দেওয়া হয়নি বলে খবর।

বুধবার গাড়ি থেকে নেমে আয়কর অফিসারদের টিম প্রথমেই বিধায়কের অফিসে ঢুকে যান। বাইরেটা ঘিরে ফেলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। স্থানীয় সূত্রে খবর, আয়কর দফতরের প্রায় ৫-৬ জনের একটি টিম পৌঁছে যায় শহর সংলগ্ন তন্ময় ঘোষের চাল কলে। সেখানেও চালকলের বাইরে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী। কী কারণে এই আয়কর হানা, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়।

প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তন্ময় ঘোষ বিজেপির টিকিটে বিষ্ণুপুর থেকে ভোটে জিতেছিলেন। পরবর্তীতে বিধায়ক হওয়ার পর তিনি যোগ দেন তৃণমূলে। বিধানসভার খাতায় কলমে তিনি বিজেপির বিধায়ক হলেও, তন্ময় ঘোষ এখন তৃণমূলের লোক। যখন বিষ্ণুপুরে বিধায়কের অফিসে আয়কর হানা চলছে, বিধায়ক তন্ময় ঘোষ তখন কলকাতায় ছিলেন । বিধানসভার একটি কমিটির বৈঠকে যোগ দিতে কলকাতায় এসেছিলেন তিনি। বিধানসভায় সব মিলিয়ে মিনিট চারেক ছিলেন বিধায়ক তন্ময় ঘোষ। আয়কর হানা প্রসঙ্গে বিধানসভায় লবিতে ঢোকার সময় বিধায়ককে প্রশ্ন করা হলে তিনি বলেন,’আমি এ নিয়ে কিছু জানি না। শুনেছি টিম গিয়েছে। অনেকে গিয়েছে শুনছি। কিন্তু আমি তো কলকাতায়।’ এরপরে কলকাতার উদ্দেশে রওনা হন তিনি।

IT Raid: চালের মিল-মদের দোকানে IT রেইড, আয়কর দফতরের নজরে বিধায়ক তন্ময় ঘোষ

এদিকে বিষ্ণুপুরের আয়কর তল্লাশি নিয়ে বিধায়ককে খোঁচা দিতে ছাড়েননি বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘তন্ময় ঘোষ বাড়িতে শুনলাম কেন্দ্রীয় এজেন্সি তল্লাশি চলেছেন। এখানে বিধানসভায় ছিলেন। ছুটতে ছুটতে বেরিয়ে গেলেন। কোন দলে আছেন, তিনি নিজেই জানেন না।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *